• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শুটিং! চিন্তায় বাংলা সিরিয়ালের দর্শকেরা

Published on:

Suddenly Bengali Serial Shooting Stopped in Tolly Para

বাঙালি দর্শকদের জন্য দুঃসংবাদ! আচমকাই টলিপাড়ার দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটেছে। যে কারণে বন্ধ হয়ে গিয়েছে শুটিং। এর ফলে আগামী দিনে সিরিয়ালের নতুন পর্ব দেখা নিয়ে তৈরী হয়েছে অনিশ্চয়তা। হটাৎ কি এমন হল যার জন্য কাজ বন্ধ? উত্তর হল টেকশিয়ানদের একাংশ কর্মবিরতি ঘোষণা করেছেন।

কেন কর্মবিরতি ঘোষণা করলেন টলি পাড়ার টেকনিশিয়ানরা?

যেমনটা জানা যাচ্ছে, ইলেকট্রিশিয়ান গিল্ডের নিজস্ব কিছু সমস্যা হয়েছে। সেই কারণেই আজ অর্থাৎ মঙ্গলবার থেকে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। আসন্ন নির্বাচনে টলিপাড়ার ইলেকট্রিশিয়ান গিল্ডের কিছু সদস্যকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। নানাভাবে বাঁধা দেওয়া থেকে শুরু করে হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। সেই কারণেই এই কর্মবিরতি ঘোষণা হয়েছে।

Zee Bangla Colors Bangla Sun Bangla 3 Bengali Mega Serials Shooting May Stop For Financial Crisis

ইলেকট্রিশিয়ান গিল্ডের দাবি কি?

গিল্ডের কিছু সদস্যদের মত, তারা নির্বাচিত সদস্য। এই ভোট যদি তাদের দাঁড়াতে না দেওয়া হয় তাহলে আগামী দিনে কাজের ক্ষেত্রে সুবিধা অসুবিধার কথা জানানো যাবে না। তাই ভোট যদি তাদের দাঁড়াতে না দেওয়া হয় তারাও আর কাজ করবেন না। এই দাবি যতদিন না মেনে নেওয়া হচ্ছে তততদিন শুটিং বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রী, দীপা নাকি মেঘ? দর্শকদের বিচারে সেরা নায়িকা কে? প্রকাশ্যে এল তালিকা

Serial Shooting

তবে চিন্তার বিষয় হল এই যে, শুটিং যদি এভাবে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যায় তাহলে সমস্যা। একদিকে যেমন প্রোডাকশন হাউসের ক্ষতি তেমনি দর্শকেরাও নতুন পর্ব দেখতে পাবেন না। টলিপাড়ারই এক সহকারী পরিচালক জানান, সকাল থেকেই কাজ বন্ধ। সবাই ইউনিটে বসে আছে, কখন কাজ চালু হবে বুঝতে পারছি না। তবে যদি সত্যিই অনির্দিষ্ট কালের জন্য শুটিং বন্ধ হয় সেক্ষেত্রে ভীষণ সমস্যার সৃষ্টি হবে।

আরও পড়ুনঃ শেষ থেকেই শুরু হবে মেঘ-নীলের প্রেমকাহিনী? মোড় ঘোরানো প্রোমো দেখে মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের

টলিপাড়ার কর্মবিরতি নিয়ে কি বলছেন সভাপতি?

এই প্রসঙ্গে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান এন্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের সাথে যোগাযোগ করা হয়েছিল আনন্দবাজার অনলাইনের তরফ থেকে। তিনি জানান, ‘সকালে কিছু সমস্যা হয়েছিল। তবে পরে সেটা মিটে গিয়েছে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥