• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জগদ্ধাত্রী, দীপা নাকি মেঘ? দর্শকদের বিচারে সেরা নায়িকা কে? প্রকাশ্যে এল তালিকা

Published on:

Bengali Serial,Zee Bangla,Star Jalsha,Jagaddhatri,Aurager Chhowa,Icche Putul,Neem Phooler Madhu,বাংলা সিরিয়াল,সেরা অভিনেত্রী,জি বাংলা,ষ্টার জলসা,জগদ্ধাত্রী,অনুরাগের ছোঁয়া,ইচ্ছে পুতুল,নিম ফুলের মধু

দুপুর গড়িয়ে বিকেল নামলেই টেলিভিশনের সামনে হাজির হয়ে যান বাঙালি দর্শকেরা। জি বাংলা (Zee Bangla) থেকে ষ্টার জলাসার (Star Jalsha) পর্দায় পছন্দের মেগা সিরিয়াল (Bengali Mega) দেখতে পছন্দ করেন সকলেই। তাছাড়া মেগার দৌলতেই বর্তমানে অনেক তারকারা টলিউড সেলেব্রিটির থেকেও বেশি জনপ্রিয়তা পেয়েছেন। এমনকি একাধিক অভিনেত্রীরা সিনেমাতেও চান্স পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই।

যে কোনো সিরিয়াল দীর্ঘদিন চলার জন্য ভালো টার্গেট রেটিং পয়েন্ট অতন্ত্য গুরুত্বপূর্ণ। তবে, একবার যদি অভিনেতা / অভিনেত্রীকে দর্শকদের পছন্দ হয়ে যায় তাহলে টিআরপি (TRP) না থাকলেও চাহিদায় ভাটা পড়ে না। এই যেমন বর্তমানে বেঙ্গল টপার জি বাংলার জগদ্ধাত্রী। একদিকে যেমন অপরাধীদের সাথে অ্যাকশন করে শাস্তি পাইয়ে দিচ্ছে তেমনি সংসারও করছে। টানটান উত্তেজনার এই ধারাবাহিক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন সকলে।

সিরিয়ালের টার্গেট রেটিং পয়েন্টের তালিকা : Target Rating Point of Bengali Serial Jagaddhatri Bengal Topper see complete TRP List

তবে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ছাড়াও ষ্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) থেকে ‘গীতা LLB’ (Geeta LLB) বর্তমানে বেশ জনপ্রিয়। অন্যদিকে জি বাংলায় নিম ফুলের মধু থেকে ইচ্ছে পুতুল, কার কাছে কই মনের কথা এর মত একাধিক মেগা রয়েছে। তাহলে টিআরপিকে যদি দূরে সরিয়ে জনগণের মত নেওয়া হয়, তাহলে সেরা কে? জগদ্ধাত্রীর জ্যাস নাকি অনুরাগের ছোঁয়ার দীপা? অবশ্য পর্ণা বা মেঘকেও সেরার তালিকাতেই রাখতে হয়!

আরও পড়ুনঃ আবার ধ্যাষ্টামো! পর্ণার ছবি নিয়ে নোংরামি হতেই সৃজনের মনে সন্দেহ, ফাঁস পৌষ পার্বণের তুলকালাম পর্ব

সম্প্রতি সেরা ফিকশনাল সিরিয়াল বাছাইয়ের জন্য একটি সমীক্ষা করা হয়েছিল ‘ওরম্যাক্স ক্যারেকটারস ইন্ডিয়া লাভস’ এর তরফ থেকে। এবার সেই সমীক্ষার ফলাফল প্রকাশ্যে এসেছে। যেখানে সবচেয়ে বেশি পছন্দের পাঁচ তারকাদের দেখা যাচ্ছে। আর এই তালিকায় জি বাংলাকে টেক্কা দিয়েছে ষ্টার জলসা।

Anurager Chhowa and Jagaddhatri, Bengali serial target rating point, Bengali serial TRP

লিস্টে প্রথমেই রয়েছে জগদ্ধাত্রী সিরিয়ালের জ্যাস সান্ন্যাল। এরপর দ্বিতীয় স্থানে আছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের দীপা। তৃতীয় স্থানে রয়েছে সন্ধ্যাতারা এর সন্ধ্যা। এরপর দত্তবাড়ির তারকাটা বৌমা পর্ণা রয়েছে চতুর্থ স্থানে। আর পঞ্চম স্থান দখল করেছে অনুরাগের ছোঁয়ার সূর্য। অর্থাৎ সেরা পাঁচের তালিকায় ৪ নায়িকা আর এক নায়ক রয়েছে।

আরও পড়ুনঃ শেষ থেকেই শুরু হবে মেঘ-নীলের প্রেমকাহিনী? মোড় ঘোরানো প্রোমো দেখে মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের

Ormax Characters india loves bangla top 5 serial characters list

প্রসঙ্গত, অনুরাগের ছোঁয়াতে নায়ক হলেও বর্তমানে সূর্যকে ভিলেন বলতেই বেশি পছন্দ করছেন দর্শকেরা। অন্যদিকে অনেক যুদ্ধ করে কাছাকাছি এলেও পর্ণার কলেজের বন্ধু বাড়িতে আসতেই আবার ভুল বুঝতে শুরু করেছে ‘বাবুউউ’ থুড়ি সৃজন। তবে, বাঙালির বিনোদন যে বেশ ভালোই চলছে তা কিন্তু বলাই যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥