• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষ থেকেই শুরু হবে মেঘ-নীলের প্রেমকাহিনী? মোড় ঘোরানো প্রোমো দেখে মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের

টেলিভিশনের পর্দায় যে সকল সিরিয়াল দর্শকদের খুব পছন্দের তার মধ্যে অন্যতম একটি জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul)। মেঘ নীলের কাহিনী দিয়ে শুরু হয়েছিল গল্প, যেখানে শুরু থেকেই দিদি হয়েও বোনের ক্ষতি উদ্ধত ময়ূরী। মাঝে বেশ ভালো টিআরপি থাকলেও বর্তমানে টিআরপি অনেকটাই কমেছে। এমনকি জোর জল্পনা ধারাবাহিকটির শেষ শুটিংও হয়ে গিয়েছে।

মেঘ অভিনেত্রী তিতিক্ষা দাস নিজেই একটি ছবি পোস্ট করেছিলেন। যেটা ‘ইচ্ছে পুতুল’ শেষ হওয়ার জল্পনা আরও জোরালো করে দেয়। তবে সে যাই হোক বর্তমানে গল্পের মোড় ঘুরে গিয়েছে। মেঘকে শেষ করে দিতে চাইলেও ব্যর্থ হয়েছে রূপ-ময়ূরী। ইতিমধ্যেই জেলে গিয়েছে রূপ, এবার ময়ূরীর বিরুদ্ধে প্রমাণ পাওয়ার অপেক্ষা।.

   

Icche Putul Anindya Megh and Neel

এরপর মেঘ-নীলের ডিভোর্সের তারিখ পরে কোর্টে। দুজনেই চেয়েছিল যাতে বিচ্ছেদটা হয়ে যায়, কিন্তু সেটা হয়নি। মহামান্য আদালত আরও ছয় মাস দুজনকে একসাথে থাকার নির্দেশ দিয়েছে। তবে মেঘ যে একসাথে থাকতে বড় অস্বস্তিতে পরে যাবে সেটা নীল বুঝতেই পেরেছে। তাই সিদ্ধান্ত নেয়, যেমন তাঁরা নিজেদের বাড়িতে আলাদা থাকছিল তেমনই থাকবে। আদালতকে সেটা জানাবে না। তবে এরই মাঝে হাজির ইচ্ছে পুতুলের নতুন প্রোমো।

আরও পড়ুনঃ আবার ধ্যাষ্টামো! পর্ণার ছবি নিয়ে নোংরামি হতেই সৃজনের মনে সন্দেহ, ফাঁস পৌষ পার্বণের তুলকালাম পর্ব

ভিডিওতে দেখা যাচ্ছে এখনো বোনের ক্ষতি করার স্বভাব যায়নি ময়ূরীর। মেঘের কাছে এস সে বলছে, শেষ পর্যন্ত নীল তোকে ছেড়েই দিল? চিরকালের মতো দিল্লী চলে যাচ্ছে নীল’। এই শুনে মেঘ, না এটা হতে পারে না বলে সোজা স্টেশনের দিকে দৌড়ে যায়। এদিকে স্টেশনে ট্রেন ধরার আগে নীল মনে মনে বলছে, ‘তুমি আজও আমাকে আটকাতে এলেনা, আমি চললাম মেঘ’। এরপর ট্রেন ছেড়ে দেয়। আর দেখা যায়  বিষণ্ণ মুখে স্টেশনের দিকে তাকিয়ে মেঘ।

আরও পড়ুনঃ বিয়ে হলেও কাছে আসা বারণ! প্রেম নাকি রহস্য? প্রকাশ্যে ষ্টার জলসার নতুন সিরিয়ালের প্রোমো

তবে কি সত্যিই এভাবে আলাদা হয়ে যাবে দুজন? নাকি শেষ থেকেই হবে নতুনের শুরু? এমন হাজারো প্রশ্ন উঠে আসছে এই প্রোমো সামনে আসার পর। ইতিমধ্যেই লক্ষ লক্ষ দর্শকেরা ভিডিওটি দেখে নিজেদের মন্তব্য জানিয়েছেন। ট্রেনে উঠে আলাদা হওয়ার দৃশ্য দেখে অনেকেই ‘DDLJ’ এর প্রসঙ্গ তুলেছেন। তবে একাংশ চান মিল হোক মেঘ ও নীলের, তবে আবারও যদি নীল মেঘকে ভুল বুঝতে শুরু করে কোনো কারণে তাহলে আর কিছুই বলার নেই।