• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিতর্ককে থোড়াই কেয়ার, হানিমুনে বিদেশে পরম-পিয়া! ছবি ভাইরাল হতেই চর্চা শুরু নেটপাড়ায়

দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। গাঁটছড়া বাঁধার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হয়েছেন দু’জনে। কারণ পরম-পত্নী পিয়া জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। যদিও এখনও এই বিষয়ে মুখ খোলেননি নব দম্পতি।

বিয়ের পর পরম-পিয়া হানিমুনে (Honeymoon) কোথায় যাবেন এই নিয়ে কৌতূহল ছিল ভক্তমহলে। যদিও গাঁটছড়া বাঁধার পরের দিনই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়ে হয় পিয়াকে। দীর্ঘদিন ধরে কিডনির পাথরের জন্য কষ্ট পাচ্ছিলেন। অবশেষে অস্ত্রোপচার করে সেই যন্ত্রণা থেকে রেহাই পান তিনি।

   

Parambrata Chatterjee and Piya Chakraborty getting married

গুঞ্জন শোনা যাচ্ছিল, অস্ত্রোপচারের পর কয়েকটা দিন পিয়ার যত্নআত্তি করেই কাটাবেন পরমব্রত। তবে সোমবার সন্ধ্যায় পাওয়া গেল অন্য ইঙ্গিত। গতকাল নিজের ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেন পিয়া। তা দেখার পর অনেকেই অনুমান করছেন, চুপিচুপি বিয়ের পর এবার হানিমুনে ইউরোপ পাড়ি দিয়েছেন টলিপাড়ার এই তারকাজুটি।

আরও পড়ুনঃ শেষরক্ষা হল না! প্রয়াত CID খ্যাত এই জনপ্রিয় অভিনেতা, খবর শুনেই মন খারাপ ভক্তদের

কারণ ছবিটি শেয়ার করে পিয়া ক্যাপশনে লিখেছেন, ‘ডাবলিনে এখন ক্রিসমাসের মরসুম’। পরম-পত্নীর শেয়ার করা ছবিতে একটি ক্রিসমাস ট্রি-ও দেখা যাচ্ছে। যদিও সত্যি সত্যি পরম-পিয়া হানিমুনে গিয়েছেন কিনা সেই বিষয়ে এখনও কোনও পাকা খবর পাওয়া যায়নি। কারণ তারকাজুটি এই বিষয়ে এখনও অবধি কোনও মন্তব্য করেননি।

Parambrata Chattopadhyay Piya ChakrabortyRegistry Marriage

এদিকে সূত্র মারফৎ খবর পাওয়া গিয়েছে, খুব শীঘ্রই নব বধূ পিয়াকে সঙ্গে নিয়ে শহর কলকাতায় ফিরবেন পরমব্রত। কারণ, ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব রয়েছে অভিনেতার কাঁধে। এছাড়া চলতি মাসেই আয়োজিত হবে ‘পরম-পিয়া’র রিসেপশন। কাছের মানুষ, বন্ধুবান্ধব এবং ইন্ডাস্ট্রির সতীর্থদের নিয়ে আনন্দে মেতে উঠবেন তাঁরা।

আরও পড়ুনঃ ভালোমানুষির নাটকে মা গলে গেলেও ধরে ফেলল শিমুল! কি করতে চলেছে পরাগ? ফাঁস তুলকালাম পর্ব

প্রসঙ্গত, বিয়ের পর থেকে নেটিজেনদের একাংশের রোষের মুখে পড়তে হয়েছে পরমব্রত এবং পিয়াকে। অনেকে আবার অনুপমকে সমবেদনাও জানিয়েছেন। যদিও অনুপম সকলের কাছে আবেদন করেছেন, সম্পূর্ণ বিষয়টি থেকে তাঁকে যেন দূরে রাখা হয়।