• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অপমান করে টাকা দিয়ে ক্ষমা কেনার চেষ্টা? সৌরনীলকে যোগ্য জবাব মেঘের, ফাঁস চোখ ধাঁধানো পর্ব

Published on:

Icche Putul serial Megh gives money back on Neel's face

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) অত্যন্ত চর্চিত একটি বাংলা সিরিয়াল ‘ইচ্ছেপুতুল’ (Icche Putul)। এই সিরিয়ালের নায়িকামেঘ এখন বাংলা সিরিয়ালের দর্শকদের নয়নের মণি। প্রথম থেকে মুখচোরা স্বভাবের মেঘ এখন দারুন প্রতিবাদী। আর মেঘের এই রূপটাই দারুন পছন্দ করছেন দর্শকরা। সদ্য দেখা গিয়েছে সিরিয়ালে এসেছে বিরাট চমক। কিছুদিন আগেই এই ধারাবাহিকে মেঘের সাথে রূপের বিয়ে হয়েছে।

তারপর থেকেই গিনির সামনে খসে পড়েছে রূপের ভালো মানুষির মুখোশ। অন্যদিকে নীলের সাথে মেঘের ডিভোর্সের দিন এগিয়ে আসলেও মেঘ নিজের জীবনে ধীরে ধীরে উন্নতি করতে শুরু করেছে। কিছুদিন আগেই দুর্দান্ত গান গেয়ে সরগম   তরফ থেকে অ্যালবাম বার করার সুযোগ পেয়েছিল। আর এবার কলেজের পরীক্ষাতেও টপ করে দারুন রেজাল্ট করেছে মেঘ। আজকের পর্বেই দেখা যাবে মেঘ এত ভালো রেজাল্ট করেছে যে নিলের রেকর্ডও ব্রেক করে দিয়েছে।

Iccheputul serial Neel again Insults Megh after that she asks Jishnu for lifetime friendship

এদিন মেঘের রেজাল্ট জানার পর তার কলেজের বন্ধু-বান্ধবরা তার কাছে ট্রিট চায়। আর নীলের সাথে যেহেতু মেঘের বিয়ে হয়েছিল তাই অনেকেই মেঘের ভালো রেজাল্টের জন্য এদিন নীলের কাছেও খাওয়ানোর আবদার করে বসে। গিনির বিয়ের দিন মেঘের সাথে খারাপ ব্যবহার করার পর থেকে আচমকাই মেঘের প্রতি টান অনুভব করছে নীল।

আরও পড়ুনঃ দীপাকে মারতে নতুন ফন্দি! তান্ত্রিক সাজে হাজির মিশকা, টিভির আগেই ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব

এদিন নীল সকলের সামনেই জানিয়েছে মেঘের এই রেজাল্টের জন্য তার নিজের ভীষণ গর্ব হচ্ছে। এমনকি মেঘের বন্ধুবান্ধবরা ট্রিট চাইলে মেঘ তাদের ট্রিট দেওয়ার আগেই নীল সবাইকে ১০ হাজার টাকা দিয়ে দেয়। এ কথা জানতে পেরে মেঘ ১০ হাজার টাকার নোটের বান্ডিল নিয়ে নীলকে দিয়ে উচিত জবাব দেয়।

আরও পড়ুনঃ TRP তুলতে কোমর দোলাচ্ছেন দাদা! ‘দাদাগিরি’তে সৌরভের নাচের ভিডিও দেখে প্রশংসা নেটিজেনদের

আজকের পর্বেই দেখা যাবে মেঘ নীলের মুখের ওপরে জানিয়ে দেবে, টাকা দিয়ে কখনও  আত্মসম্মান কেনা যায় না। এদিন নীলের মুখের ওপর মেঘ জানিয়ে দেয় ‘যে মানুষটা আমার হাত ধরে রাস্তা থেকে টেনে এনে বাড়ি সকলের সামনে জঘন্যভাবে অপমান করে, সে আমার জন্য টাকা দিচ্ছে? টাকা দিয়ে ক্ষমা কিনতে চাইছেন স্মরণীয় গাঙ্গুলী?’এদিন মেঘের সমস্ত অভিযোগ শুনে মাথা নিচু করে শুনতে থাকে নীল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥