• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা সিনেমায় কাজ করে কত টাকা পায় টলি অভিনেত্রীরা? রইল কোয়েল-শুভশ্রী সহ ১০ নায়িকার পারিশ্রমিক

Published on:

Subhashree Ganguly to Koel Mallick Tollywood actress fees list

বলিউড হোক বা টলিউড (Tollywood) বিনোদন দুনিয়ার তারকা (Tollywood Actress) মানেই তাঁদের পারিশ্রমিক (Fees) হবে আকাশছোঁয়া। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকারা এখন একটি সিনেমার জন্য কোটি টাকায় পারিশ্রমিক নেন। পিছিয়ে নেই টলি সুন্দরীরাও। লাখের গুণিতকে দর হাঁকছেন তাঁরা। এই মুহূর্তে টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা (Tollywood Actress Fees) কে? শুভশ্রী, কোয়েল নাকি নুসরত- পারিশ্রমিকের নিরিখে টলিপাড়ার ‘নায়িকা নম্বর ওয়ান’ কে? চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক তালিকা।

রাইমা সেন (Raima Sen): ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের নাতনি টলিউডের পাশাপাশি বলিউডেও পরিচিত মুখ। এখন অবশ্য বাংলা সিনেমায় খুব একটা বেশি দেখা যাচ্ছে না রাইমাকে। জানা যায়, প্রত্যেক ছবির জন্য রাইমা প্রায় ৭ লাখ টাকা পারিশ্রমিক নেন।

Raima Sen, Raima Sen fees

পায়েল সরকার (Payel Sarkar) :‘আই লাভ ইউ’ ছবির নায়িকা পায়েল এমন একজন অভিনেত্রী যিনি বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন ধারার সিনেমাতেও অভিনয় করেন। তুখোড় অভিনয়ের মাধ্যমে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পায়েলের পারিশ্রমিক ১২ লাখ টাকা।

Payel Sarkar, Payel Sarkar fees

পাওলি দাম (Paoli Dam): রাইমার মতো পাওলিও টলিউডের পাশাপাশি বলিউডেরও পরিচিত মুখ হয়ে গিয়েছেন। জাতীয় স্তরে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। জানা যায়, প্রত্যেক সিনেমার জন্য ১৫ লাখ টাকা করে পারিশ্রমিক নেন পাওলি।

আরও পড়ুনঃ আর কন্ট্রোল করতে পারছি না! শর্ট ড্রেসে ছোট্ট ঝিলিকের নতুন লুকে তোলপাড় নেটপাড়া

Paoli Dam, Paoli Dam fees

ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta): নব্বইয়ের দশকে টলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে শুধু টলিউড নয়, বলিউডেও চুটিয়ে কাজ করেছেন তিনি। এখন ঋতুপর্ণা অবশ্য ছবির সংখ্যা কিছুটা কমিয়ে দিয়েছেন। তবে পারিশ্রমিক কিন্তু এখনও অনেকটাই নেন তিনি। জানা যায়, তিনি এখন ১৫ লাখ টাকা চার্জ করেন।

আরও পড়ুনঃ বিয়ের মন্ডপ থেকে উঠে গেল বর, কপাল পুড়ল সন্ধ্যার! ফাঁস ‘সন্ধ্যাতারা’র আগাম ধামাকে পর্ব

Rituparna Sengupta, Tollywood actress who opened dress in front of camera, Rituparna Sengupta fees

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee): টলিউডের পাশাপাশি বঙ্গ রাজনীতিরও পরিচিত মুখ হলেন সায়ন্তিকা। বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবে দর্শকমহলে বেশ জনপ্রিয় তিনি। জানা যায়, প্রত্যেক সিনেমার জন্য ১৪ লাখ টাকা করে নেন সায়ন্তিকা।

Sayantika Banerjee, Sayantika Banerjee fees

নুসরত জাহান (Nusrat Jahan): সায়ন্তিকার মতো নুসরতও টলিউড এবং রাজনীতি দুই দুনিয়ারই অংশ। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই সাংসদ-অভিনেত্রীর পারিশ্রমিক ২০ লাখ টাকা।

Nusrat Jahan, Nusrat Jahan fees

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty): এতদিন টলিউডে রাজত্ব করার পর সদ্য ‘পোস্ত’র হিন্দি রিমেক দিয়ে বলিউডে পা রেখেছেন মিমি। বাংলা সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু করা নায়িকা এই মুহূর্তে টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন। জানা যায়, তাঁর পারিশ্রমিক ২২ লাখ টাকা।

Mimi Chakraborty, Mimi Chakraborty fees

শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee): পারিশ্রমিকের নিরিখে শ্রাবন্তীও কিন্তু কারোর থেকে পিছিয়ে নেই। এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে ঠাসা কাজ। জানা গিয়েছে, এই মুহূর্তে শ্রাবন্তী ছবিপিছু ২৩ লাখ টাকা করে দর হাঁকেন।

Srabanti Chatterjee, Srabanti Chatterjee fees

কোয়েল মল্লিক (Koel Mallick): গত প্রায় আড়াই দশক ধরে টলিউডে রাজত্ব করছেন কোয়েল। এখন নায়কবর্জিত সিনেমা একা হাতে টেনে নিয়ে যেতে পারেন তিনি। সেই কারণে কোয়েলের পারিশ্রমিকও অনেকটা বেড়ে গিয়েছে। শোনা যায়, একটি সিনেমার জন্য ২৫ লাখ টাকা নেন কোয়েল।

Koel Mallick, Koel Mallick fees

শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly): এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রির ‘লিডিং মোস্ট হিরোইন’ বলা হয় শুভশ্রীকে। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করছেন তিনি। সেই সঙ্গেই টিভির পর্দায় রিয়্যালিটি শোয়েও দেখা যাচ্ছে তাঁকে।

Subhashree Ganguly, Subhashree Ganguly fees

বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবে কেরিয়ার শুরু হলেও এখন ভিন্ন ধারার ছবিতে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন শুভশ্রী। শোনা যায়, এই মুহূর্তে ২৫-৩০ লাখ টাকা পারুশ্রমিক নেন শুভশ্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥