• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডিস্টার্ব করলে লোক জড়ো করতে বাধ্য হবো! টিভির আগেই ফাঁস মেঘের নীলকে অউকাত বোঝানো ধামাকা পর্ব

Updated on:

Icche Putul Neel wants to talk megh says not to disturb

‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকে (Bengali Serial) নীলের থেকে বারবার আঘাত পেতে পেতে এখন পাথর হয়ে গিয়েছে মেঘের মন। সেই জন্য নিজের ভুল বুঝতে পেরে নীল (Neel) তাকে বারবার ফেরাতে চাইলেও সে আর ফিরছে না। গাঙ্গুলী বাড়ি না ফেরার সিদ্ধান্তে অনড় রয়েছে মেঘ (Megh)। আজকের পর্বে দেখতে পাবেন, সহ্যের সীমা অতিক্রান্ত হতেই নীলকে হুঁশিয়ারি দেবে সে।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, ময়ূরীর আসল চেহারা সামনে আসতেই পাল্টি খেয়েছে নীল, মীনাক্ষীরা। কয়েকদিন আগে অবধিও ময়ূরীকে নিজের ছেলের বউ বানাতে চাইতো নীলের মা। মেঘকে দু’চোখে দেখতে পারতেন না তিনি। কিন্তু এখন মেঘ বলতে অজ্ঞান মীনাক্ষীদেবী।

Icche Putul serial Megh and Neel

নীলও নানান উপায়ে মেঘের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে ভাবছে, অতীতে যেমন মেঘ তাকে ক্ষমা করে দিয়েছে, এবারও তেমনটাই হবে। তবে মেঘ এবার নিজের সিদ্ধান্তে অনড়। স্বামী, শ্বশুরবাড়ির লোকেদের থেকে বারংবার অপমানিত হতে হতে এবার ক্লান্ত হয়ে পড়েছে সে।

আরও পড়ুনঃ রাতে এক বিছানায় সূর্য-মিশকা, ভুল মানুষকে ভালোবেসেছি বলে হাহাকার দীপার! ফাঁস তুলকালাম পর্ব

আজকের পর্বে দেখতে পাবেন, পরীক্ষা হয়ে যাওয়ার পর প্রিন্সিপ্যাল ম্যামের সঙ্গে দেখা করতে যায় মেঘ। ম্যাম তাকে দেখে বেশ খুশি হয়। এরপর কথার সূত্রে তিনি মেঘ-নীলকে ‘আদর্শ জুটি’ তকমা দেন। শুধু তাই নয়, তাদের মধ্যেকার সম্পর্ক ঠিক করে নেওয়ার অনুরোধও করেন তিনি। তবে মেঘ স্পষ্ট জানিয়ে দেয়, এমনটা সম্ভব নয়।

Icche Putul Megh and Principal madam

এরপর মেঘ যখন লাইব্রেরির দিকে যাচ্ছিল সেই সময় তার পথ আটকায় নীল। সে মেঘকে জানায়, সেদিন রাতে ময়ূরীর এবং তার মধ্যে ঠিক কী হয়েছিল। নীল স্বীকার করে নেয়, সেদিন সে মদ্যপ অবস্থায় ছিল। মেঘকে কল্পনা করেই সবটা হয়েছে। পাশাপাশি সে জিজ্ঞেস করে, তার যদি নীলকে দোষীই মনে হয় তাহলে সে কেন তাকে বাঁচিয়েছে? জবাবে মেঘ জানায়, কৃতজ্ঞতা বোধ থেকে সে এমনটা করেছে।

আরও পড়ুনঃ ‘বউ হারালে বউ পাওয়া…’, পরমপিয়ার বিয়ের পর অনুপমের উদ্দেশ্যে বিশেষ বার্তা চিরঞ্জিত চক্রবর্তীর

এরপর নীলের আচরণে খানিক বিরক্ত হয়ে মেঘ বলে, তুমি যেগুলো করছো সেটাকে জ্বালাতন করা বলে। কলেজ বলে আমি আস্তে কথা বলছি। আমায় আর জ্বালাতন করো না। চিৎকার করতে বাধ্য করো না। মেঘের মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় নীল। অন্যদিকে মেঘের সর্বনাশ করতে ফের হাত মেলায় রূপ-ময়ূরী। ধারাবাহিকের গল্প এবার কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥