• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মানাচ্ছে না! পুরনো শ্রাবণকেই চাই, তৃণাকে দেখে ‘লাভ বিয়ে আজকাল’ বয়কটের ডাকে সরব দর্শকরা

Published on:

Audience want Moumita Sarkar back as Shrabon not Trina Saha in Love Biye Aajkal

সিরিয়ালের মাঝপথে নায়ক-নায়িকা বদল করা হলে দর্শকদের মেনে নিতে বেশ অসুবিধা হয়। শুরু থেকে যাদের দেখা অভ্যাস, আচমকা যদি তাঁদের মুখ বদলে যায় তাহলে কোথাও গিয়ে সেই ধারাবাহিক (Bengali Serial) দেখার ইচ্ছাটাই চলে যায় অনেকের। ঠিক যেমনটা হচ্ছে স্টার জলসার (Star Jalsha) ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye Aajkal) এর ক্ষেত্রে।

কন্ট্র্যাক্ট ম্যারেজের মতো ভিন্ন স্বাদের গল্প নিয়ে শুরু হয়েছিল যীশু সেনগুপ্ত প্রোডাকশনের এই ধারাবাহিক। অল্প সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছিল ওমকার-শ্রাবণরা। সিরিয়ালের শুরুতে নায়িকা মৌমিতা সরকারের (Moumita Sarkar) অভিনয় দক্ষতা নিয়ে অনেকে প্রশ্ন তুললেও, ওম সাহানির সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি ভালোলাগতো প্রত্যেকের।

Trina Saha might replace Moumita Sarkar in Love Biye Aajkal

সময়ের সঙ্গে মৌমিতার অভিনয়ও অনেকটা উন্নত হয়েছিল। দর্শকরা সবেমাত্র তাঁর সঙ্গে একাত্ম হতে শুরু করেছিলেন। ঠিক সেই সময়ই বদলে গেল শ্রাবণের (Shrabon) মুখ। দিন কয়েক আগেই মৌমিতার বদলে নতুন শ্রাবণ হিসেবে ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)

আরও পড়ুনঃ রাতে এক বিছানায় সূর্য-মিশকা, ভুল মানুষকে ভালোবেসেছি বলে হাহাকার দীপার! ফাঁস তুলকালাম পর্ব

বাংলা টেলিভিশনের পোড় খাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন হলেন তৃণা। ‘খোকাবাবু’, ‘খড়কুটো’র মতো একাধিক হিট মেগায় অভিনয় করেছেন তিনি। পেয়েছেন অগাধ ভালোবাসা। তবে সেই তৃণাকেই শ্রাবণ হিসেবে মেনে নিতে পারছেন না দর্শকরা। পুরনো শ্রাবণ তথা মৌমিতাকেই ফিরিয়ে আনার দাবি তুলেছেন অনেকে।

Love Biye Aajkal Shrabon Moumita Sarkar

আসলে যে কোনও সিরিয়ালের শুরু থেকে যাদের নায়ক-নায়িকা হিসেবে দেখা যায়, সেই চরিত্রের জন্য তাঁদেরই উপযুক্ত বলে মনে করেন দর্শকরা। ‘লাভ বিয়ে আজকাল’র ক্ষেত্রেও তাই হয়েছে। এতদিন ধরে শ্রাবণ হিসেবে মৌমিতাকে দেখে এসেছেন সকলে। এখন আচমকা সেই চরিত্রে তৃণাকে মানিয়ে নিতে বেশ অসুবিধা হচ্ছে তাঁদের।

আরও পড়ুনঃ ডিস্টার্ব করলে লোক জড়ো করতে বাধ্য হবো! টিভির আগেই ফাঁস মেঘের নীলকে অউকাত বোঝানো ধামাকা পর্ব

একদিকে যখন ‘লাভ বিয়ে আজকাল’ নায়িকা-বদল ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া, তখনই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, ওমকার-শ্রাবণের কন্ট্র্যাক্ট ম্যারেজের কথা ফাঁস হয়ে গিয়েছে দাদুর সামনে। সেই পরিস্থিতিতে অগ্নি সাক্ষী রেখে সত্যি সত্যি শ্রাবণের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় ওমকার। এবার কোন দিকে মোড় নেয় তাদের সম্পর্ক? সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥