• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর মাত্র ৪ মাস! প্রেগন্যান্সিতে বেবিবাম্প নিয়েই জিম করছেন শুভশ্রী, ফাঁস হল ছবি

Updated on:

ubhashree Ganguly enjoying her 2nd pregnancy period in Gym

দ্বিতীয়বারের জন্য মা হলে চলেছেন টলিউড (Tollywood) অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। তবে প্রেগনেন্সি পিরিয়ডেও (Pregnancy Period) এই মুহূর্তে চুটিয়ে কাজ করছেন এই টলিসুন্দরী। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’র মঞ্চে বিচারকের আসনে। যদিও খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে এই রিয়ালিটি শোয়ের সম্প্রচার। পরিবর্তে তার জায়গায় আসতে চলেছে বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলীর জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি।

অন্য দিকে শুভশ্রীর দ্বিতীয় সন্তান আসার তোড়জোড়  শুরু হয়ে গিয়েছে পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পরিবারে। আর মাত্র চার মাস বাকি, বছরের শেষেই অর্থাৎ ডিসেম্বরে তাঁদের বাড়িতে আসবে নতুন সদস্য। খুদে ইউভান  পেতে চলেছেন ছোট ভাই অথবা বোন। তবে এই অবস্থায় চুটিয়ে কাজ তো করছেনই সেইসাথ ব্যস্ততার মধ্যে শরীরচর্চাতেও মন দিয়েছেন অভিনেত্রী।

Raj Chakraborty Subhashree Shared good news about Planning baby after Yuvaan

ইতিমধ্যে বলিউডের অনেক অভিনেত্রীকেই প্রেগনেন্সি পিরিয়ডেও শরীরচর্চা করতে দেখা গিয়েছে। তালিকার রয়েছেন করিনা কাপুর, সোনাম কাপুর কিম্বা আলিয়া ভাট-এর মত অভিনেত্রীরা। এবার এই তালিকায় যোগ হল টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির নামও।  সদ্য বেবিবাম্প নিয়ে জিম থেকেই একটি ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। যা দেখে বোঝাই যাচ্ছে গর্ভাবস্থাতেও চুটিয়ে শরীর চর্চা করে চলেছেন নায়িকা।

আরও পড়ুনঃ মদ খেয়ে প্রকাশ্য রাস্তায় অপমান, সূর্যকে চড়িয়ে উচিত শিক্ষা দিল দীপা! টিভির আগেই ফাঁস আজকের পর্ব

এদিন সোশ্যাল মিডিয়ায়  জিম থেকেই শুভশ্রীর শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে তার পরনে কালো লেগিংস, আর ধূসর রঙের ঢিলা ঢালা টি শার্ট। এই টিশার্টের ওপর থেকেই উঁকি দিচ্ছিল বেবিবাম্প। অভিনেত্রীর পায়ে ছিল স্নিকার্স। কোনো মেকআপ ছাড়াই এদিন অভিনেত্রীর মুখে ছড়িয়ে পড়েছিল মাতৃত্বের জেল্লা।

আরও পড়ুনঃ দু’বছরে পা দিল যশ-নুসরত পুত্র! অদেখা ছবি শেয়ার করতেই ‘মহানায়িকা’র ছেলেকে শুভেচ্ছায় ভরালো নেটপাড়া

Subhashree Ganguly enjoying her 2nd pregnancy period in Gym

প্রসঙ্গত এর আগে যখন ইউভান  হয়েছিল তখন চারদিকে করোনা পরিস্থিতিতে লকডাউন ছিল। তাই নানান বিধি নিষিধের মধ্যে থেকে প্রথমবার গর্ভাবস্থাকে প্রাণ খুলে উপভোগ করতে পারেননি অভিনেত্রী। তবে এই সময়টা আলাদা। এবার তাই নিজের প্রেগন্যান্সি টাকে ছুটি উপভোগ করছেন অভিনেত্রী।

এপ্রসঙ্গে সম্প্রতি অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তী বলেছিলেন,’শুভশ্রী এই সময়টা দারুণভাবে উপভোগ করছেন, কাজ করছেন, জিম করছেন। ইউভানের জন্মের সময়টা থেকে এই সময়টা এক্কেবারেই আলাদা। এই সময়টাতেও শুভশ্রী কাজের মধ্যেই থাকতে চায়।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥