• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মের ৪ দিনেই অফার এল টলিউড থেকে! রাজ-শুভশ্রী কন্যার নায়ক কে হবে জানেন?

Published on:

Subhashree Ganuguly daughter Yaalini gets offer for film at the age of 4 days

সদ্য দ্বিতীয় সন্তানের মা হয়েছেন টলি সুন্দরী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। গর্ভাবস্থাতেই অভিনেত্রী বলেছিলেন, এবার একটা মেয়ে হোক চান তিনি। রাজ-পত্নীর সেই আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। লক্ষ্মীবারে ছোট্ট লক্ষ্মী এসেছে তারকাজুটির ঘরে। একরত্তি ইয়ালিনির (Yaalini Chakraborty) বয়স এখন সবে ৪ দিন। আর এই বয়সেই ছবির অফার পেয়ে গেল সে!

এমনিতে বিনোদন ইন্ডাস্ট্রিতে তারকাসন্তানদের রমরমা বরাবর। বলিউড হোক বা টলিউড (Tollywood) সর্বত্র দেখা যায় এক চিত্র। তাই বলে মাত্র ৪ দিন বয়সেই ছবির অফার! সম্প্রতি এমনটাই হয়েছে পুঁচকে ইয়ালিনির সঙ্গে। টলিপাড়ার এক জনপ্রিয় অভিনেতা একথা ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায়!

Raj Chakraborty Subhashree Ganguly and Yuvaan Chakraborty, Yuvaan Chakraborty birthday

গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া (Social Media) খুললেই দেখা যাচ্ছে ‘রাজশ্রী’র মেয়েকে নিয়ে নানান পোস্ট। ছোট্ট ইয়ালিনিকে দেখার জন্য মুখিয়ে আছেন সবাই। সম্প্রতি যেমন টলি অভিনেতা অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra) শুভশ্রীর মেয়ের বিষয়ে জিজ্ঞেস করা হয়।

আরও পড়ুনঃ ভূতের মুখে রাম নাম! ভাগ্য করে মেলে শিমুলের মতো বউ, পরাগের মুখে মধুর বাণী শুনে হতবাক দর্শকরা

সোশ্যাল মিডিয়ার ভক্তদের সঙ্গে একটি ‘আস্ক মি এনিথিং’ সেশনের আয়োজন করেছিলেন অঙ্কুশ। সেখানে একজন ভক্ত লেখেন, ‘শুভশ্রীদির ছোট্ট রাজকন্যা ইয়ালিনিকে নিয়ে একটা লাইন বলো’। জবাবে রাখঢাক না করেই অভিনেতা লেখেন, ‘আমার আগামী নায়িকা’। সেই সঙ্গে দু’জনের নাম জুড়ে #ইয়ালকুশ-ও লেখেন তিনি।

Ankush Hazra on Yaalini Chakraborty

মজার ছলে করা অঙ্কুশের এই কমেন্ট নিয়ে এখন হাসির রোল উঠেছে নেটপাড়ায়। ইয়ালিনির মা তথা শুভশ্রী নিজে সোশ্যাল মিডিয়ায় রিপোস্ট করেন অঙ্কুশের এই মজার জবাব। সঙ্গে আবার জুড়ে দেন হাসির স্টিকার।

আরও পড়ুনঃ লাবণ্যর মতো নিষ্ঠুর নয়! তারার গর্ভে বংশধর থাকলেও সন্ধ্যাকে বাছল বিজয়া মাঠান! প্রশংসা দর্শকদের

প্রসঙ্গত, টলিপাড়ার ‘পাওয়ার কাপল’দের মধ্যে একজন হল রাজ-শুভশ্রী। স্বামী নামকরা পরিচালক, স্ত্রী প্রথমসারির অভিনেত্রী। স্বাভাবিকভাবেই তাঁদের সন্তানদের বড়পর্দায় দেখার আশা রাখেন অনেকেই। তবে ইউভান এবং ইয়ালিনি দু’জনেই এখন বেশ ছোট। একজনের বয়স ৩ বছর, আর একজন সবে ৪ দিন। তাই তাঁদের টলিউড ডেবিউ নিয়ে চর্চা হলেও সেটা যে এখনই হবে না তা একপ্রকার স্পষ্ট। ভবিষ্যতে কবে সেই দিন আসে বা আদৌ আসে কিনা এখন সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥