• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লাবণ্যর মতো নিষ্ঠুর নয়! তারার গর্ভে বংশধর থাকলেও সন্ধ্যাকে বাছল বিজয়া মাঠান! প্রশংসা দর্শকদের

Published on:

Star Jalsha Bengali serial Sandhyatara Bijoya Mathan chooses Sandhya over pregnant Tara

যে দিদির জীবন সাজাতে গিয়ে নিজের সব সুখ বিসর্জন দিয়েছিল, আজ তারই জীবনে কাঁটা হয়ে দাঁড়িয়েছে ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) এর তারা। মেজদির ভালোর জন্য প্রেমিক আকাশনীলকে ছাড়তে একবারও দ্বিধা করেনি সে। কিন্তু এখন সেই আকাশনীলের সন্তানেরই মা হতে চলেছে তারা। আজকের মহাপর্বে এই দৃশ্য দেখতে পাবেন দর্শকরা।

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, সদ্য নিজের প্রেগন্যান্সির কথা জানতে পেরেছে তারা। সেই সঙ্গেই সামনে আসে সে রাতের ঘটনা। দর্শকদের হয়তো মনে আছে, বিয়ের আগে আকাশনীলের ওপর একবার হামলা করেছিল কিছু গুন্ডারা। সেই সময় তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল তারা (Tara)। অনেক খোঁজাখুঁজির পর গুরুতর আহত অবস্থায় খুঁজে পেয়েছিল তাকে।

Sandhyatara Serial Tara and Akashneel

আজকের সন্ধ্যাতারার পর্বে জানা যায়, সেই রাতে আকাশনীলের (Akashneel) প্রাণ বাঁচাতে তার শরীর গরম করতে হতো। যে কারণে তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল তারা। কিন্তু সেকথা তারা ছাড়া আর কেউ জানতো না। এরপর সন্ধ্যার (Sandhya) সঙ্গে বিয়ে হয় আকাশনীলের। কিন্তু এতদিন পর জানা গেল, তারা গর্ভবতী। তার গর্ভে রয়েছে আকাশনীলের সন্তান।

আরও পড়ুনঃ প্রাইম স্লটে ‘মিস গোবর দেবী’, ‘কথা’ আসতেই বন্ধের মুখে জলসার এই জনপ্রিয় সিরিয়াল

আজকের মহাপর্বে দেখতে পাবেন, তারার গর্ভাবস্থার কথা জেনে গিয়েছে বিজয়া মাঠান (Bijoya Mathan)। যদিও তিনি সাফ বলে দিয়েছেন, তারা এবং তার গর্ভে থাকা সন্তানকে কিছুতেই গ্রহণ করবেন না। শুধুমাত্র বংশধরের লোভে বৌমা সন্ধ্যাকে দূরে ঠেলে দিতে পারবেন না তিনি।

Sandhyatara Serial Bijoya Mathan and Tara

‘সন্ধ্যাতারা’র এই পর্ব ফাঁস হতেই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারার গর্ভে বংশধর আছে জেনেও বিজয়া মাঠান যেভাবে সন্ধ্যাকে বেছে নিয়েছেন তা দেখে খুশি হয়েছেন অনেকে। কেউ কেউ আবার তার সঙ্গে ‘অনুরাগের ছোঁয়া’র লাবণ্যর তুলনাও করছেন।

আরও পড়ুনঃ সূর্যর সব স্মৃতি মুছে অর্জুনের সাথে নতুন করে শুরু দীপার! টিভির আগেই ফাঁস মাথা ঘোরানো টুইস্ট

আসলে মিশকার ছেলেকে সেনগুপ্ত বাড়িতে রাখার জন্য সূর্য-দীপার ডিভোর্স করিয়ে দিয়েছে লাবণ্য। বংশধর আসতেই বৌমা পর হয়েছে তার কাছে। তবে বিজয়া মাঠান ব্যতিক্রম। তারার গর্ভাবস্থার কথা জানার পরেও তিনি সন্ধ্যাকেই বেছে নিয়েছেন। একজন যথার্থ শাশুড়ির এমনই করা উচিত, বলছেন নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥