• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভূতের মুখে রাম নাম! ভাগ্য করে মেলে শিমুলের মতো বউ, পরাগের মুখে মধুর বাণী শুনে হতবাক দর্শকরা

Updated on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Parag praised Shimul infront of everyone

রাতারাতি পাল্টি খেল ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) পরাগ। এতদিন পর্যন্ত যে শিমুলকে দু’চোখে দেখতে পারতো না, এখন তারই প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছে সে। যদিও পরাগের এই কাজের পিছনে রয়েছে একটা কারণ। ছাত্রী প্রিয়াঙ্কার কুবুদ্ধিতে এই ভালোমানুষির নাটক শুরু করেছে সে।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকে (Bengali Serial) কয়েকদিন আগেই এন্ট্রি হয়েছে প্রিয়াঙ্কা চরিত্রটির। পরাগের কাছে সে অঙ্ক শিখতে আসে। যদিও তার এই আবির্ভাবের পিছনে আরও একটা কারণ রয়েছে। আসলে প্রিয়াঙ্কার বাবা তার বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লাগলেও কিছুতেই তার বিয়ে হচ্ছে না। তাই এখন প্রিয়াঙ্কা পরাগকে (Parag) পটাতে চাইছে। সে ভাবছে, পরাগ সরকারি চাকরি করে। তাকে বিয়ে করতে পারলেই লাইফ সেট!

Kar Kache Koi Moner Kotha Priyanka

এদিকে বিবাহিত পরাগও ছাত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। ইতিমধ্যেই মন দেওয়া নেওয়া পর্ব শুরু হয়ে গিয়েছে। এমনকি শিমুলকে (Shimul) তাড়িয়ে পরাগের জীবনে এন্ট্রি নেওয়ার প্ল্যানও করে ফেলেছে প্রিয়াঙ্কা (Priyanka)। সে পরাগকে বলে, ভালোমানুষির নাটক করে তাকে অপদস্থ করতে হবে শিমুলকে। ছাত্রীর কথা মতো এখন তাই সুপুরুষ হওয়ার নাটক করছে পরাগ।

আরও পড়ুনঃ লাবণ্যর মতো নিষ্ঠুর নয়! তারার গর্ভে বংশধর থাকলেও সন্ধ্যাকে বাছল বিজয়া মাঠান! প্রশংসা দর্শকদের

আজকের পর্বে দেখতে পাবেন, পলাশ-প্রতীক্ষার বিয়ে উপলক্ষ্যে শতদ্রুকে নিমন্ত্রণ করছে পরাগ। বারবার করে শতদ্রুকে ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য অনুরোধ করে সে। পরাগের এই আচমকা ভোলবদল দেখে শতদ্রু বেশ অবাক হয়ে যায়।

Kar Kache Koi Moner Kotha Parag invites Shatadru

আগামী পর্বে অবশ্য আরও বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। আগামীকাল দেখা যাবে, শিমুলের মন জয় করতে বাড়ির সবার সামনে পরাগ বলছে, পলাশের বিয়ের এই শুভ আবহে তারও শিমুলের সঙ্গে সবকিছু ঠিক করে নিতে ইচ্ছা করছে। আর সেই কারণে এবার থেকে শিমুলের সঙ্গে সুখে সংসার করবে সে।

আরও পড়ুনঃ সূর্যর সব স্মৃতি মুছে অর্জুনের সাথে নতুন করে শুরু দীপার! টিভির আগেই ফাঁস মাথা ঘোরানো টুইস্ট

এখানেই না থেমে পরাগ বলে, শিমুলের যদি কোনও আপত্তি থাকে তাহলে এরপর থেকে আর প্রিয়াঙ্কাকে বাড়িতে ডাকবে না সে। স্বামীর মুখে এমন মিষ্টি মিষ্টি কথা শুনে খানিক চমকে ওঠে শিমুল। সে কি ধরতে পারবে পরাগের এই নাটক?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥