Star Jalsha’s popular serial lead actor left serial suddenly: স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলা মানেই দর্শকদের বিনোদনের পার্মানেন্ট ঠিকানা। রোজ বিকেলে চায়ের কাপ হাতে টিভির সামনে সিরিয়াল (Bengali Serial) দেখতে বসে পড়েন তাঁরা। রোজ টিভির পর্দায় দেখতে দেখতে ধারাবাহিকের নায়ক (Hero)-নায়িকারা হয়ে ওঠেন দর্শকদের ঘরের সদস্য। তবে এবার স্টার জলসার এক অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকের নায়ক আচমকা সিরিয়াল ছেড়ে দিলেন। হঠাৎ আবেগঘন পোস্ট করে সকলকে চমকে দেন অভিনেতা।
যে কোনও সিরিয়ালের জনপ্রিয়তার পিছনে ধারাবাহিকের নায়ক-নায়িকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। নায়ক-নায়িকার রসায়ন যতটা জোরালো হয়, ততই জনপ্রিয় হয় সিরিয়াল। তাই স্বাভাবিকভাবেই মাঝপথে দু’জনের কেউ একজন সরে দাঁড়ালে তার প্রভাব টিআরপিতেও পড়ে। সম্প্রতি স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিকের নায়ক সিরিয়াল ছেড়ে দেওয়ায় তার প্রভাবও টিআরপিতে (TRP) পড়তে চলেছে বলে মত দর্শকদের।
এখন নিশ্চয়ই ভাবছেন স্টার জলসার কোন সিরিয়ালের নায়ক ধারবাহিক ছেড়েছেন? তাহলে জানিয়ে রাখি, সম্প্রতি ধারাবাহিক ছাড়ার কথা ঘোষণা করেছেন ‘পঞ্চমী’ (Ponchomi) সিরিয়ালের কিঞ্জল (Kinjal) তথা অভিনেতা রাজদীপ্ত গুপ্ত (Rajdeep Gupta)। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে অনুরাগীদের এই খবর দেন তিনি।
পরকীয়া-কূটকচালির ভিড়ে নাগ-নাগিনীদের কাহিনী নিয়ে শুরু হয়েছিল পঞ্চমী। মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা রাজদীপ গুপ্ত। দীর্ঘদিন পর ছোটপর্দা থেকে দূরে থাকার পর এই সিরিয়ালের হাত ধরে ফের টেলি দুনিয়ায় কামব্যাক করেছিলেন রাজদীপ। দর্শকদের বেশ ভালোলাগছিল পঞ্চমী-কিঞ্জলের রসায়ন। কিন্তু তা সত্ত্বেও আচমকা সিরিয়াল ছেড়ে দেন অভিনেতা।
আরও পড়ুনঃ একটা দুটো নয় ষ্টার জলসায় আসছে নতুন ৮টি সিরিয়াল, বন্ধ হচ্ছে কারা? দেখে নিন তালিকা
আইকনিক সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’তে নায়ক ঈশানের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন রাজদীপ। এরপর মাঝখানে বেশ কয়েক বছর ছোটপর্দা থেকে দূরে ছিলেন তিনি। ‘পঞ্চমী’র হাত ধরে তিনি যখন ফের টেলি দুনিয়ায় কামব্যাক করলেন তখন প্রচণ্ড খুশি হয়েছিল রাজদীপের অনুরাগীরা। কিন্তু এবার সেই সিরিয়াল ছেড়ে দিলেন তিনি। ধারাবাহিকে আর দেখা যাবে না কিঞ্জলকে।
আরও পড়ুনঃ প্রথম দিনেই দশে দশ! শুরুতেই মন জিতে নিল মানালির ‘কার কাছে কই মনের কথা’
View this post on Instagram
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ধারাবাহিকের বেশ কিছু মুহূর্তের ছবি পোস্ট করে রাজদীপ লেখেন, ‘প্রত্যেক শুরুর একটি শেষ আছে এবং প্রত্যেক শেষ একটি নতুন শুরু। ‘কিঞ্জল’ হিসেবে আমার সফর দুর্দান্ত ছিল। কিছু মজার মানুষের সঙ্গে আলাপ, প্রচুর ভালোবাসা, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়া ছিল। আমার সবচেয়ে কাছের প্রোজেক্টগুলির মধ্যে একটি হল ‘পঞ্চমী’। অনেকে বলবেন এটি আমার কামব্যাক প্রোজেক্ট ছিল, তবে আমি এই শব্দ ব্যবহার করবো না। কারণ আমি কখনও ছেড়ে যাইনি। এখানেই ছিলাম আর থাকবো। ‘পঞ্চমী’তে আমার সফর এখানেই শেষ হল। ভালোবাসা এবং সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। শীঘ্রই নতুন আপডেট নিয়ে ফিরে আসবো। খুব শীঘ্রই’।