• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথম দিনেই দশে দশ! শুরুতেই মন জিতে নিল মানালির ‘কার কাছে  কই মনের কথা’

Manali Dey new serial Kar Kache Koi Moner Kotha: অনেক মানুষের প্রত্যাশা নিয়ে গতকাল থেকেই  টিভির পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল (New Serial) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)।  এই ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনের পর্দায় বহুদিন পর কামব্যাক করেছেন একঝাঁক তেলিয়াভিনেত্রী। তাঁদের মধ্যে রয়েছেন এই সিরিয়ালের প্রধান নায়িকা শিমুল (Shimul) অভিনেত্রী মানালি দে (Manali Dey)

একেবারে নতুন এই সিরিয়ালের প্রথম প্রোমো প্রকাশ্যে আসতেই তা মন জয় করে নিয়েছিল দর্শকদের। আর গতকাল সিরিয়ালের প্রথম পর্ব দেখার পর থেকে এই সিরিয়াল নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল চর্চা। প্রথম পর্ব দেখে জানা গিয়েছে নায়িকার শিমুলের বাবা বেঁচে নেই। বিবাহিত দুই দাদার সংসারে সে যেন বোঝা। তবে মনে যতই কষ্ট থাকে নাচ হল শিমুলের প্রাণ, পাশাপাশি গানেও রয়েছে তার দারুন ট্যালেন্ট।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Banga,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,মানালি দে,Manali Dey,বাসবদত্তা চট্টোপাধ্যায়,Basabdatta Chatterjee,স্নেহা চট্টোপাধ্যায়,Sneha Chatterjee,কুয়াশা বিশ্বাস,Kuyasha Biswas,প্রথম পর্ব,First Episode,দর্শক,Audience,প্রতিক্রিয়া,Reaction

অন্যদিকে শিমুলের হবু শ্বশুর বাড়িতেও কম অশান্তি নেই। সেখানে রয়েছেন এক মানসিক ভারসাম্যহীন ননদ পুতুল।শিমুলের দজ্জাল শ্বাশুড়ি সেই মেয়ের দেখা শোনা করার জন্যই ছেলের বিয়ে দিয়ে বউ আনতে চায় বাড়ি। তাই বোঝাই যাচ্ছে শ্রীরামপুরে শ্বশুরবাড়িতেও শিমুল কেমন আদর যত্ন পেতে চলেছে। এমনকি বিয়ের পর সে যে আর নাচটাও করতে পারবে না একথা কপ্রকার নিশ্চিত।

তবে খারাপের মধ্যে যেমন ভালো থাকে শিমুলেরব ক্ষেত্রে তেমনই হতে চলেছে তার শ্বশুরবাড়ির পাড়ার অন্যান্য মেয়ে বউরা। সদ্য বিয়ে হয়ে আসা শিমুল আগামী দিনে তাদের সাথেই বলবে নিজের মনের কথা। ধারাবাহিকে মানালি ছাড়াও রয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়,স্নেহা চট্টোপাধ্যায়, এবং কুয়াশা বিশ্বাস।

ইতিমধ্যেই এসে গিয়েছে নতুন এই সিরিয়ালের আরও একই প্রোমো।  সেখানে দেখা যাচ্ছে বিয়ের পর শ্বশুরবাড়িতে সবাই মিলে সমস্ত পাওনা উপহার দেখছে।  আর যে যার পছন্দমতো জিনিস নিয়েও নিচ্ছে।  তেমনই জামাইয়ের জন্য রেখে যাওয়া শিমুলের বাবার ঘড়িতও নেওয়ার জন্য হাত বাড়ায় তার দেওর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Banga,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,মানালি দে,Manali Dey,বাসবদত্তা চট্টোপাধ্যায়,Basabdatta Chatterjee,স্নেহা চট্টোপাধ্যায়,Sneha Chatterjee,কুয়াশা বিশ্বাস,Kuyasha Biswas,প্রথম পর্ব,First Episode,দর্শক,Audience,প্রতিক্রিয়া,Reaction

কিন্তু বাবার শেষ স্মৃতিটুকু আগলে রাখতে চায় শিমুল। তখনই পাশ থেকে ফোঁস করে উঠে শিমুলের শ্বাশুড়ি বলে ওঠে ‘দিতে শেখো বৌমা দিতে শেখো’। এই প্রোমো দেখেই সোশ্যাল মিডিয়ায় শ্বাশুড়িদের নিয়ে নিন্দা শুরু করে দিয়েছেন দর্শকদের একটা বড় অংশ। তবে দেখার আগামীদিনে এই প্রতিকূলতার মধ্যেও শিমুল কিভাবে টিকে থাকে।

site