• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পার্শ্বচরিত্র থেকে নায়ক-নায়িকা, ষ্টার জলসার তারকারা কত মাইনে পায় জানেন?

Updated on:

Star Jalsha,Gaatchora,Salary,Solanki Roy,Riddhiman,Khori,Riddhi,Gourab Chatterjee,Bengali serial,TV serial,Television,Indian notes,Indian currency,Entertainment,Entertainment news,Bangla khobor,স্টার জলসা,গাঁটছড়া,বেতন,পারিশ্রমিক,শোলাঙ্কি রায়,গৌরব চট্টোপাধ্যায়,বাংলা সিরিয়াল,টিভি সিরিয়াল,টেলিভিশন,ভারতীয় টাকা,ভারতীয় মুদ্রা,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,ঋদ্ধিমান,ঋদ্ধি,খড়ি,Gaatchora serial cast salary,Gaatchora serial actors salary,গাঁটছড়া সিরিয়ালের তারকাদের বেতন,গাঁটছড়া সিরিয়ালের তারকাদের পারিশ্রমিক

Star Jalsha Actor Actress Salary : এই মুহূর্তে দর্শকদের বিনোদনের রসদ জোগানোর অন্যতম বড় মাধ্যম হল বিভিন্ন বাংলা ধারাবাহিকগুলি (Bengali Serial)। সেই সঙ্গেই বিভিন্ন তারকাদের উপার্জনের রাস্তাও খুলে দিয়েছে স্টার জলসা (Star Jalsha), জি বাংলার মতো বিভিন্ন বিনোদনমূলক চ্যানেলগুলি। এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা টেলিভিশনে কাজ করে টলিউড তারকাদের থেকে বেশি উপার্জন করছেন। আপনি কি জানেন, স্টার জলসার নায়ক-নায়িকা এবং পার্শ্বচরিত্রের তারকারা (Actor) কত টাকা পারিশ্রমিক (Fees) পান?

এই মুহূর্তে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত অন্যতম পুরনো সিরিয়াল হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। এখন যেখানে ২-৩ মাসের মধ্যে সিরিয়াল বন্ধ হয়ে যায়, সেখানে এই সিরিয়ালে (Serial) প্রায় দু’বছর ধরে চলছে। সম্প্রতি এই ধারাবাহিকের কলাকুশলীদের বেতনের অঙ্কটাই সামনে এসেছে। গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) শোলাঙ্কি রায় (Solanki Roy) অভিনীত এই সিরিয়ালের তারকাদের পারিশ্রমিক শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

Gaatchora serial Riddhiman and Khori, Gaatchora serial actors fees

ঋদ্ধি-খড়িদের বেতনের অঙ্কটা চমকে দিতে বাধ্য

নায়ক-নায়িকা হিসেবে গৌরব এবং শোলাঙ্কিকে নিয়ে ‘গাঁটছড়া’র পথচলা শুরু হয়েছিল। তবে এখন নায়িকার মুখ বদলেছে। ঋদ্ধি (Riddhiman) চরিত্রে গৌরব এখনও থাকলেও খড়ির (Khori) মৃত্যু দেখানো হয়েছে। জানা গিয়েছে, ‘গাঁটছড়া’ যখন শুরু হয় তখন গৌরবের পারিশ্রমিক ছিল মাসে ৩ লাখ টাকা। অপরদিকে শোলাঙ্কি পেতেন ২ লাখ ৪০ হাজার টাকা। পরে সিরিয়ালের জনপ্রিয়তার সঙ্গেই দুই তারকার পারিশ্রমিকও বেড়েছিল। জানা গিয়েছে, গৌরব এখন ৪ লাখ টাকা পারিশ্রমিক পান। অপরদিকে ধারাবাহিক ছাড়ার সময় শোলাঙ্কির বেতন ছিল ৩ লাখ ৬০ হাজার টাকা।

আরও পড়ুনঃ বাপ বাপ বলে বাড়বে TRP! পাল্টে যাচ্ছে স্বয়ম্ভু? জগদ্ধাত্রীর নতুন বর হয়ে আসছেন এই অভিনেতা

রাহুল-দ্যুতি-বনিদের বেতনটাও নেহাত কম নয়

শুধু নায়ক-নায়িকা নয়, ‘গাঁটছড়া’র জনপ্রিয়তার পিছনে পার্শ্বচরিত্রে কলাকুশলীদের অবদানও অনেকখানি। সিরিয়ালের শুরুতে ‘রাহুল’ অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ১ লাখ ৮০ হাজার টাকা পেতেন। পরে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৯০ হাজার টাকায়। অপরদিকে ‘দ্যুতি’ শ্রীমা ভট্টাচার্য পেতেন ২ লাখ ২০ হাজার টাকায়। পরবর্তীকালে সেই অঙ্কটা গিয়ে দাঁড়ায় ৩ লাখ টাকায়।

আরও পড়ুনঃ পারি পাগলিকে নকল করছে পুতুল, শ্রীতমাকে নিয়ে মুখ খুললেন ‘লক্ষী কাকিমা’ অপরাজিতা

Gaatchora serial Rahul and Dyuti, Gaatchora serial actors fees

সিরিয়ালের জনপ্রিয়তার সঙ্গে ‘বনি’ অনুষ্কা গোস্বামীর পারিশ্রমিকও অনেকখানি বেড়েছে। ‘গাঁটছড়া’ শুরুর সময় অনুষ্কা ১ লাখ টাকা করে পেতেন, এখন সেই অঙ্কটা গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার টাকায়। খুব একটা পিছিয়ে নেই ‘গাঁটছড়া’র নতুন প্রজন্মের তারকারাও। গঙ্গার এখনকার পারিশ্রমিক ১ লাখ টাকা। অপরদিকে ঋদ্ধির মায়ের চরিত্রে অভিনয় করা জুন মালিয়া দিন পিছু ১৫ হাজার টাকা পারিশ্রমিক নেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥