• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রেড অ্যালার্ট! তিন্নি বিদায় নিতেই পর্ণার জীবনে নতুন শত্রু, টিভির আগেই ফাঁস আগাম পর্ব

Updated on:

New villain will takes entry in Srijan Parna's Neem Phooler Madhu

টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত এক ঝাঁক নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) ভীড়েই লাগাতার দর্শকের মন জয় করে চলেছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালটি। একেবারে শুরুর দিন থেকেই আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা সৃজন-পর্ণার (Srijan-Parna) এই মিষ্টি প্রেমের গল্প। একেবারে মধ্যবিত্ত বাঙালি পরিবারের রোজকার জীবনের ঘটনাই একেবারে বাস্তবতার মোড়কে তুলে ধরা হয়েছে এই সিরিয়ালে।

এই ধারাবাহিকের মূলমন্ত্রই হলো ‘তেতো টুকু পার করলেই পাওয়া যায় মিঠের  হদিস’। তাই পর্ণার বিয়ে হওয়ার পর দত্তবাড়ির অন্দরমহলের যে ছবি ছিল আর এখন যে ছবি দেখা যায় তার মধ্যে রয়েছে বিরাট পার্থক্য। তা সে সৃজনের ‘মানে টা কি’ জেঠু যতই ‘ধ্যাষ্টামো হচ্ছে’ বলে যতই চিৎকার করুক না কেন পর্ণার মাথার তার কেটে গেলে মুখে কুলুপ আঁটেন তিনিও।

Neem Phooler Madhu Srijan and Parna divorce

তবে পরিবারের সদস্যদের মধ্যে অনেকেই বিশেষ ‘বাবুউর মা’ কৃষ্ণা এখনও  তার প্রতি নরম হয়নি। উল্টে রোজ পর্ণাকে অপমান না করা পর্যন্ত মনে হয় তার পেটের ভাত হজম হয় না। তাই  যাচ্ছেতাই ভাবে অপমান করে পর্ণাকে কখনও  পোড়ামুখী শাকচুন্নি বলে অপমান করে,আবার কখনও অভিশাপ দিয়ে মৃত্যু কামনা পর্যন্ত করে।

তাই এই বাবুর মাকে একেবারেই সহ্য করতে পারেন না দর্শক। বিশেষ করে সম্প্রতি পর্ণাই যে এতদিন বিপাশা ব্যানার্জি সেজে শাড়ি কথার ব্যবসা চালাচ্ছিল সেই সত্যিটা ফাঁস হওয়ার পর তার ওপর দিন রাত বিষোদ্গার করে চলেছে কৃষ্ণা।এমনকি সে উঠে পড়ে লেগেছে সৃজনের সাথে পর্ণার ডিভোর্স করানোর জন্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,নতুন খলনায়িকা,New Villain,আসন্ন পর্ব,Upcoming Episode

সৃজন পর্ণার জীবনে হাজির নতুন খলনায়িকা 

https://youtu.be/UNAkb-Rvlr8?si=LBZYXGuHnd_1tzGO

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন ইতিমধ্যেই সিরিয়াল থেকে বিদায় নিয়েছে পর্ণার চরম শত্রু তিন্নি রানী। ফাঁস হওয়া ধারাবাহিকের আগাম পর্ব থেকে জানা যাচ্ছে এক শয়তান বিদায় নিতেই দত্ত বাড়িতে এসে হাজির  আরও এক খলনায়িকা।  আগামী পর্বেই দত্ত বাড়িতে আসবে সে। আসলে এই খলনায়িকা পর্ণার কলেজ জীবনের এক পুরনো শত্রু ইশা।  এবার সে কিভাবে পর্ণার ক্ষতি করে, তাকে আবার নতুন বিপদের মুখে ফেলে সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥