• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP’র দেখা নেই, রাতারাতি ‘তুঁতে’ ছেড়ে দিলেন প্রধান নায়িকা! মাথায় বাজ দর্শকদের

Published on:

This Bengali serial actress reportedly left Star Jalsha Tunte serial

খুব বেশিদিন হয়নি স্টার জলসার (Star Jalsha) পর্দায় ‘তুঁতে’র (Tunte) পথচলা শুরু হয়েছে। তবে ভিন্ন স্বাদের গল্প দেখিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে এই সিরিয়াল। দীপান্বিতা রক্ষিত (Dipannita Rakshit) এবং সৈয়দ আরেফিন (Syed Arefin) অভিনীত এই ধারাবাহিকের মূল কাহিনী আবর্তিত হচ্ছে ‘তুঁতে’ নামের এক কাজের মেয়েকে ঘিরে। তার জীবন সংগ্রামের নানা চিত্র ফুটে উঠছে সিরিয়ালে। তবে এবার এই ধারাবাহিকেরই প্রধান নায়িকা (Bengali Serial Actress) আচমকা সিরিয়াল ছেড়ে দিলেন!

মুখ্য চরিত্রে দীপান্বিতা-সৈয়দ আরেফিনের মতো নামকরা তারকা অভিনয় করলেও, ‘তুঁতে’ এখনও টিআরপি (TRP) তালিকায় সেভাবে কামাল দেখাতে পারেনি। প্রত্যেক সপ্তাহে ‘জগদ্ধাত্রী’র (Jagaddhatri) কাছে স্লটহারা হয়েছে এই সিরিয়াল (Bengali Serial)। সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকটি নিয়ে চর্চা চললেও, টিআরপি তালিকায় এখনও পর্যন্ত বিশেষ কিছু করে দেখাতে পারেনি তুঁতে-রঙ্গনরা। এসবের মাঝেই আচমকা নাকি সিরিয়াল ছেড়ে দিয়েছেন প্রধান নায়িকা!

Tunte, Tunte serial actress, Tunte serial Tunte and Rangan

‘তুঁতে’র নিয়মিত দর্শকরা জানেন, ধারাবাহিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha)। নায়ক রঙ্গনের (Rangan) বোন ঋষিকা (Rishika) চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। ধারাবাহিকের অন্যতম খলনায়িকা তিনি। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, তিনিই নাকি আচমকা সিরিয়াল ছেড়ে দিয়েছেন।

জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে মুন্নির চরিত্রে অভিনয় করে প্রথম জনপ্রিয়তা পাওয়া শুরু অনন্যার। এরপর ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে তাঁকে দেখেন দর্শকরা। গত কয়েকমাস ধরে ‘তুঁতে’তে অভিনয় করছেন। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তোমাদের রানী’র জন্য নাকি ‘তুঁতে’ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

Tunte serial Rishika, Ananya Guha Tunte serial

নেটপাড়ার গুঞ্জন, এখনও পর্যন্ত ৬ দিন শ্যুটিং হয়েছে ‘তোমাদের রানী’র। এর মধ্যে ৫ দিন দেখা মিলেছে অনন্যার। অর্থাৎ ধারাবাহিকে যে তিনি আছেন তা একপ্রকার পরিষ্কার। তবে নতুন ধারাবাহিকের জন্য সত্যি সত্যিই অনন্যা ‘তুঁতে’ থেকে সরে দাঁড়িয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন চললেও অভিনেত্রী নিজে এখনও এই বিষয়ে কিছু বলেননি। আপাতত তাই অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই দর্শকদের কাছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥