• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নীলের অ্যক্সিডেন্ট হতেই মেঘের অভিমান গলে জল! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

Published on:

Iccheputul serial new twist come with Neel's accident

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ইচ্ছেপুতুলের (Ichcheputul) প্রতিটা পর্বেই এখন থাকছে নিত্যনতুন মোড়। সদ্য এই সিরিয়ালে এন্ট্রি নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন নতুন নায়ক জিষ্ণু অভিনেতা সৌনক চক্রবর্তী (Sounak Chakraborty)। কলেজের অনুষ্ঠানে মেঘের সাথে এই জিষ্ণুকে গান গাইতে দেখে মেঘকে আবার ভুল বুঝে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গিয়েছিল নীল। তাই মেঘ জানতেও পারেনি নীল তার গান শুনতে এসেছিল।

তাই লোকভর্তি অনুষ্ঠানে বসে থাকা দশক আসনের দিকে তাকিয়ে মেঘের চোখ জোড়া খুঁজছিল শুধুই নীলকে। তাই মেঘের গান শুনে সবাই তার দারুন প্রশংসা করলেও নীলের দেখা পায়নি মেঘ। এসবের মধ্যেই ধারাবাহিককে আসতে চলেছে আরও এক মোড় ঘোরানো পর্ব। অনুষ্ঠানে মেঘকে অন্য একজনের সাথে গান গাইতে দেখে মনে মনে আবার কষ্ট পায় নীল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Ichheputul,মেঘ,Megh,নীল,Neel,দুর্ঘটনা,Accident,আসন্ন ট্র্যাক,Upcoming Track.সত্যি ফাঁস,Truth Reveal

আবার মেঘকে ভুল বুঝল নীল!

তাই রুপের সাথে আগের দিন মেঘের ঘনিষ্ঠ হওয়ার ঘটনা আর এদিন বিষ্ণুর সাথে মেঘের গান গাওয়ার কথা ভেবে গাড়ি চালাতে চালাতেই অন্যমনস্ক হয়ে পড়ে নীল। তখনই আচমকা দুর্ঘটনার মুখে পড়বে সে। আর সেই খবর পুলিশের তরফ থেকে খবর যায় ময়ূরীর কাছে। ময়ূরীও পুলিশকে নীলের বন্ধু বলে পরিচয় দিয়ে কাউকে কিছু না জানিয়েই রাতেই নীলের কাছে ছুটে যায়।

আরও পড়ুনঃ মাত্রাতিরিক্ত নোংরামি, শিমুলের ওপর হাত তুলল পরাগ! ‘কার কাছে কই মনের কথা’ দেখে ক্ষুদ্ধ নেটপাড়া

ময়ূরীর নতুন ষড়যন্ত্র 

আগামী পর্বে দেখা যাবে এই পরিস্থিতেও মেঘকে  কিছুতেই নীলের কাছে আসতে দেবে না বলে ঠিক করে ময়ূরী। তাই ইচ্ছা করেই নীলের দুর্ঘটনার খবর প্রথমে কাউকে জানাবে সে। পরে চিকিৎসকের সাথে কথা বলে ময়ূরী যখন বুঝতে পারবে  পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে তখন ময়ূরী বাধ্য হয়েই নীলের বাড়িতে নীলের বোনকে ফোন করে তার অ্যক্সিডেন্টের কথা জানাবে।

আরও পড়ুনঃ হাতে কাজ নেই, হতাশায় ডুবে বাংলা সিরিয়াল ছাড়লেন জনপ্রিয় অভিনেতা!

মেঘ কি সত্যিই আবার ফিরে আসবে নীলের কাছে?

অন্যদিকে নিজের পিঠ বাঁচাতে একপ্রকার বাধ্য হয়েই বাবার কাছেও ফোন করে নীলের অ্যক্সিডেন্টের কথা জানিয়ে দেবে ময়ূরী। অন্যদিকে মেঘ বাড়িতে বসে ভাবতে থাকে সবাই আসলেও নীল কেন তার গান শুনতে আসেনি। এখন দেখার এই পরিস্থিতে মেঘ-নীলের দূরত্ব কি আদৌ কমে নাকি নতুন নায়ক জিষ্ণুর সাথেই নতুন জীবনের পথে এগিয়ে যাবে মেঘ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥