• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘তোমাদের রানী’ এর নায়ক-নায়িকাদের চেনেন? রইল স্টার জলসার নতুন জুটির নাম সহ আসল পরিচয়

Published on:

Star Jalsha upcoming Bengali serial Tomader Rani casting

Star Jalsha Tomader Rani Casting : স্টার জলসার (Star Jalsha) পর্দায় শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘তোমাদের রানী’ (Tomader Rani)। দর্শকদের জন্য ফের এক নতুন চমক নিয়ে এসেছে চ্যানেল কর্তৃপক্ষ। বাংলা সিরিয়ালের তথাকথিত কুটকচালি-পরকীয়া ছেড়ে এবার গর্ভবতী মায়ের সংগ্রামের কাহিনী পর্দায় ফুটিয়ে তোলা হবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সিরিয়ালের (Bengali Serial) প্রথম প্রোমো। এই ধারাবাহিকের হাত ধরে আবারো এক নবাগত নায়ক-নায়িকার জুটি পেতে চলেছেন সিরিয়ালপ্রেমী মানুষরা।

একেবারে আনকোরা দুই মুখকে নিয়ে শুরু হতে চলেছে স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘তোমাদের রানী’। ধারাবাহিকের নায়ক-নায়িকার চরিত্রে যে দুই তারকা অভিনয় করছেন তাঁদের আগে কোনও সিরিয়ালে দর্শকরা দেখেননি। সেই জন্য আজকের প্রতিবেদনে পর্দার ‘রানী’ এবং ‘দুর্জয়’র আসল পরিচয় (Real Identity) তুলে ধরা হল। ধারাবাহিক শুরু হওয়ার আগেই চলুন টেলিপাড়ার এই নতুন জুটির সম্বন্ধে বিশদে জেনে নেওয়া যাক।

Tomader Rani, Tomader Rani serial, Tomader Rani casting

তোমাদের রানী’র নায়িকা আসলে কে?

স্টার জলসার এই আসন্ন সিরিয়ালে নায়িকার চরিত্রে যে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাবে তাঁর নাম হল অভিকা মালাকার (Abhika Malakar)। টেলিভিশনের পর্দায় এটাই তাঁর প্রথম কাজ। তবে প্রথম প্রোজেক্টটাই অভিকার জন্য বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। কারণ নিজের প্রথম ধারাবাহিকেই একজন অন্তঃসত্ত্বা মায়ের চরিত্র ফুটিয়ে তুলতে হবে তাঁকে।

আরও পড়ুনঃ নীলের অ্যক্সিডেন্ট হতেই মেঘের অভিমান গলে জল! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

Tomader Rani, Tomader Rani serial, Tomader Rani casting

ধারাবাহিকের নায়কও টেলি জগতে একেবারেই নতুন

‘তোমাদের রানী’র নায়িকার মতো নায়কও বাংলা টেলি জগতের নতুন মুখ। সিরিয়ালের নায়ক দুর্জয়ের চরিত্রে যে অভিনেতাকে দর্শকরা দেখতে চলেছেন তাঁর নাম হল অর্ক প্রভ (Arka Provo)। প্রোমোয় তাঁকে দেখে অনেক মেয়ে তো আবার ‘ক্রাশ’ খেয়ে বসে আছে! কেউ কেউ তো এও বলছেন, নতুন ‘বং ক্রাশ’ হওয়ার ক্ষমতা রয়েছে অর্ক প্রভর মধ্যে।

আরও পড়ুনঃ ঘর ভাঙানি! সব সিরিয়ালে নায়িকার বর কেড়েই ফেমাস সহচরীর ‘সুজাতা’ অলিভিয়া

Tomader Rani, Tomader Rani serial, Tomader Rani casting

ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে ‘তোমাদের রানী’

স্টার জলসার আসন্ন এই সিরিয়ালের প্রোমোয় দেখা গিয়েছে, নায়িকা রানী বিবাহিতা এবং অন্তঃসত্ত্বা। কিন্তু সেই অবস্থাতেই সে মেডিক্যালের অ্যাডমিশন টেস্ট দিতে আসে। প্রোমো দেখে একথা পরিষ্কার, রানীর স্বামী দুর্জয় চায় না সে ডাক্তারি পরীক্ষায় বসুক, অথবা সে ডাক্তার হোক। কিন্তু রানীও হার মানতে নারাজ। অন্তঃসত্ত্বা অবস্থাতেই পরীক্ষা দিয়ে আসে সে।

এরপর কেটে যায় বেশ কয়েকটা মাস। ততদিনে রানী মা হয়ে গিয়েছে এবং সে পরীক্ষাতেও পাশ করে যায়। তবে দুর্জয় সেকথা না জেনেই রানীকে খোঁচা দিয়ে বলে, ‘হয়নি তো? এবার বাড়ি চলো?’ কিন্তু রানী আনন্দের সঙ্গে জানায়, সে পরীক্ষায় পাশ করেছে। পাশপাশি স্বামীকে চ্যালেঞ্জ করে বলে, এবার সবকিছু পাওয়ার চেষ্টা করবে সে। মা হওয়ার জন্য অথবা সংসার করার জন্য নিজের স্বপ্নকে বিসর্জন দেবে না। প্রথম প্রোমোতেই দর্শকদের মুগ্ধ করা ‘তোমাদের রানী’ টিআরপি তালিকাতেও ভালো ফল করবে বলেই মত দর্শকদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥