• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে হলেও কাছে আসা বারণ! প্রেম নাকি রহস্য? প্রকাশ্যে ষ্টার জলসার নতুন সিরিয়ালের প্রোমো

Published on:

Star Jalsha Upcoming Serial Badhua Starring Rezwan Rabbani Sheikh and Jyotirmoyee Kundu First Promo

বাঙালি দর্শকদের সান্ধ্য বিনোদনের জন্য একাধিক মেগা সিরিয়াল (Bengali Mega) সম্প্রচারিত হয়। তবে টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) কমলেই শেষের দিকে চলে যায় কাহিনী, বদলে আসে নতুন মেগা। বিগত কয়েকমাসে টিআরপি বেশ উথাল পাতাল হয়েছে, যার ফলে অনেক সিরিয়ালই শেষ হওয়ার পথে। তবে এরই মাঝেই প্রকাশ্যে এল ষ্টার জলসার আসন্ন একটি সিরিয়ালের প্রোমো।

নতুন এই মেগার হাত ধরেই পর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেতা রেজওয়ান রাব্বানী শেখ (Rezwan Rabbani Seikh)। এর আগে ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। নবাব নন্দিনী শেষ হওয়ার পর থেকেই ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে আবার পর্দায় দেখা মিলবে পছন্দের হিরোর। এবার সেই দিন চলে এল। নবাগত অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডুর (Jyotirmoyee Kundu) সাথে ‘বধূয়া’ (Badhua) ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছেন রিজওয়ান।

Star Jalsha Upcoming Serial Badhua Starring Rezwan Rabbani Sheikh and Jyotirmoyee Kundu

গল্পে রেজওয়ানের নাম হয়েছে আবির ও জ্যোতির্ময়ীর চরিত্রের নাম পেখম। প্রোমো ভিডিও দেখলে শুরুতে আবিরকে খানিক বিয়ে পাগল মনে হতে পারে। বাড়ির সবার জন্য চা এনে আবির বলে ওঠে, ‘সবই হবে শুধু আমার বিয়েটা হবে না’। এই শুনে দাদু বলে ওঠে, ‘বিয়ে বলে কথা ভাবা দরকার’। তখনই পাশ থেকে শোনা যায়, ‘তার আগে মেয়ে পাওয়া দরকার’।

আরও পড়ুনঃ ছেলেকে আটকালেও নিজে দিব্যি প্রেম করছে ‘বাবুউউর মা’! দিদি নং ১ এ ফাঁস অরিজিতার গোপন সিক্রেট

এরপর জানা যায় মেয়ে আগে থেকেই খুঁজে রাখা হয়ে গিয়েছে আবিরের। তারপর আর কি গোটা পরিবার নিয়ে গিয়ে কথাবার্তা ফাইনাল। কিন্তু নায়ক খুশি হলেও এই বিয়ের কথাই মোটেই খুশি নয় নায়ক পেখম। মনের মাঝে চাপা কষ্ট লুকিয়ে তাঁর, যেটা কাউকেই বলা যায় না, স্বামীকেও না। তবে আবিরের মত সুপাত্রকে হাতছাড়া করতেও রাজি নয় পেখমের বাড়ির লোক।

আরও পড়ুনঃ অমানুষ ছিল, তাই থাকবে! পরাগ পালালেও সতীনকে বাঁচতে ঝাঁপিয়ে পড়ল শিমুল, ভাইরাল তোলপাড় করা পর্ব

অর্থাৎ সিরিয়ালের গল্প প্রেম কাহিনী নয় হয়তো রহস্যের মধ্যে দিয়েই শুরু হবে। প্রোমো আসার পর থেকেই শুরুর দিনক্ষণ জানার জন্য উৎসুক হয়ে গিয়েছেন দর্শকেরা। তবে চ্যানেলের পক্ষ থেকে অফিসিয়াল কোনো ঘোষণা হয়নি। এদিকে নতুন মেগা শুরু হলেই পুরোনোদের মধ্যে কেউ না কেউ শেষ হবে। এখন কার স্লটে আসে ‘বধূয়া’ সেটা আগামী দিনেই জানা যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥