• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঘর ভাঙানি! সব সিরিয়ালে নায়িকার বর কেড়েই ফেমাস সহচরীর ‘সুজাতা’ অলিভিয়া

Updated on:

Olivia Malakar's negative role in bengali serial

প্রত্যেক বাংলা সিরিয়ালেই (Bengali Serial) নায়ক-নায়িকাদের জীবনে ঝড় তুলতে হাজির থাকেন একজন ভিলেন (Villain)। আর সেই ভিলেন যদি মহিলা হয় তাহলে তো কথাই নেই। সুন্দরী খলনায়িকা আর মুখে ঝাঁঝালো সংলাপ মানেই দারুন কম্বিনেশন। বাংলা সিরিয়ালের জগতে এমনই একজন দাপুটে খলনায়িকা বলা ভালো পর্দার নায়ক-নায়িকাদের ঘর ভাঙতে সিদ্ধহস্ত অভিনেত্রী হলেন অলিভিয়া মালাকার (Olivia Malakar)

জনপ্রিয় এই অভিনেত্রীকে বর্তমানে জি বাংলার ‘গৌরী এলো’ এবং ‘মন দিতে চাই’ (Gouri Elo & Mon Dite Chai) সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে এর আগে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘আয় তবে তবে সহচরী’র (Aye Tobe Sohochori) সুজাতা চরিত্রে অভিনয় করেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এই  ধারাবাহিকের সুজাতা হয়ে নায়ক নায়িকা টিপু-বরফির জীবন নরক করে তুলেছিলেন তিনি।

Olivia Malakar's negative role in bengali serial

আর বর্তমানে যে দুটি সিরিয়ালে তিনি অভিনয় করছেন সেখানেও সেই সুজাতার মতোই খোলনায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অলিভিয়াকে। তা সে জি বাংলার ‘মন দিতে চাই’ সিরিয়ালের তুলি হোক কিংবা ‘গৌরী এলো’র মুক্তা সব সিরিয়ালেই লোকের বর নিয়েই টানাটানি করতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুনঃ তিন্নি বটু সোনার ফাঁদে পরে ফাঁস পর্ণার ছদ্মবেশ! টিভির আগেই ফাঁস ‘নিম ফুলের মধু’র দুর্ধর্ষ পর্ব

মন দিতে চাই সিরিয়ালের তুলি 

জি বাংলার মো দিতে চাই সিরিয়ালে দেখা যাচ্ছে নায়ক সোমরাজের সৎ মা মালিনীর সাহায্য নিয়ে মিথ্যে প্রেগন্যান্ট হওয়ার নাটক শুরু করেছে তুলি।  তিতিরের সাথে সোমের বৈবাহিক সম্পর্ক নষ্ট করা করে দেওয়ার জন্য ইচ্ছা করেই এসব নাটক সাজিয়েছে সে।  যদিও তিতির সত্যিটা আঁচ করে ইতিমধ্যেই তুলির পর্দা ফাঁস করতে মরিয়া হয়ে উঠেছে।

Olivia Malakar's negative role in bengali serial

আরও পড়ুনঃ নীলের অ্যক্সিডেন্ট হতেই মেঘের অভিমান গলে জল! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

গৌরী এলো সিরিয়ালের মুক্তা 

এছাড়া জি বাংলার গৌরী এলো সিরিয়ালে নায়িকা গৌরির খুড়তুতো ননদ মুক্তার চরিত্রে অভিনয় করছেন অলিভিয়া। এই সিরিয়ালেও দেখা যাচ্ছে নিজের দিদির বর অর্থাৎ জামাইবাবু সূর্য সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে মুক্তা। এতদিন বিষয়টা লুকিয়ে রাখলেও এবার নিজের অধিকার পেতে মরিয়া মুক্তা লজ্জা শরম ভুলে বাড়ির সকলের সামনে নিজের মুখেই সত্যিটা জানিয়ে দিয়েছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গৌরী এলো,Gouri Elo,আয় তবে সহচরী,Aye Tobe Sohochori,মন দিতে চাই,Mon Dite Chai,অলিভিয়া মালাকার,Olivia Malakar,সুজাতা,Sujata,তুলি,Tuli,মুক্তা,Mukta,খলনায়িকা,Villain

তাই সবমিলিয়ে দেখাই যাচ্ছে যায় তবে সহচরী সিরিয়ালের সুজাতা থেকে মন দিতে চাই সিরিয়ালের তুলি কিংবা গৌরী এলো সিরিয়ালের মুক্তা সব সিরিয়ালেই একই ধরণের চরিত্রে অভিনয় করে দর্শকদের রোষের মুখে পড়েছেন খলনায়িকা অলিভিয়া মালাকার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥