স্টার জলসায় (Star Jalsha) কিছু সময় আগেই শুরু হওয়া এক সিরিয়াল ‘তোমাদের রানী’ (Tomader Rani)। এই ধারাবাহিকটির গল্প মানুষকে বেশ ছুঁয়েছে। গল্পের মূল বিষয় একটা মেয়ের অস্তিত্ব, ভালোবাসা, আর স্বপ্নপূরণের লড়াই। সমাজে প্রতিটা মেয়েকেই কখনও না কখনও এমন কোনো বাঁধার সম্মুখীন হতে হয় যা তার জীবনের অনেক কিছু কেড়ে নেয়। আপোষ করে নিতে হয় জীবনের সাথে।
রানী একটা সদ্য স্কুল পাস করা মেয়ে। যার চোখে স্বপ্ন সে ডাক্তার হবে। তার রোল মডেল শহরের নামকরা ডাক্তার দুর্জয় সেনগুপ্ত। ভাগ্যক্রমে তার দুর্জয়ের সাথে দেখা হয়, নিজেরই বন্ধুর বিয়েতে আর সেখান থেকেই রানী আর দুর্জয়ের গল্প শুরু হয়। ধারাবাহিকে রানীর চরিত্রে অভিনয় করছে অভিকা মালাকার। আর দুর্জয়ের চরিত্রে অভিনয় করছে অর্কপ্রভ রায়।
অভিকা ও অর্কপ্রভ সিরিয়ালের দুনিয়ায় দুইজনেই নতুন মুখ। তবে তাদের রসায়ন বেশ জমেছে পর্দায়। দর্শক তাদের জুটিকে বেশ পছন্দ করছেন। ধারাবাহিকটি শুরু থেকেই আধুনিক সময়ের প্রেক্ষাপটে কিছু বাস্তব চিত্র তুলে ধরতে চেয়েছে যার দরুন বিতর্কের মুখে পড়লেও অনেকের কাছেই প্রশংসা পেয়েছে।
রানী চরিত্রে অভিনীত অভিকা শুধু যে ভালো অভিনয় করছে তাই নয়। তার সাথে আছে তার আরও কিছু বিশেষ গুন। এককথায় বলা যায়, এই নবাগতা অভিনেত্রী রূপে লক্ষী আর গুনে সরস্বতী। অভিকার মুখে আছে এক অদ্ভুত মিষ্টতা যা বারেবারে দর্শকদের মন কেড়ে নেয়।
অভিকার অভিনয়ও দর্শকের বেশ ভালোই লাগছে। এবার জানা গেল এর বাইরেও তার আছে আঁকা ও গান করার মত গুন। সম্প্রতি, সে তার ইনস্ট্রাগ্রামে একটি নিজের ছবি আঁকার ছবি আর একটি নিজের খালি গলায় গান গাওয়ার ভিডিও আপলোড করেছে।
View this post on Instagram
খালি গলায় অভিকার গান শুনে মুগ্ধ হয়েছেন দর্শকেরাও। অভিনেত্রীকে সেই ভিডিওতে ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার ‘আলাদা আলাদা’ গানটিতে গলা মেলাতে দেখা গেছে তার পর্দার ননদের সাথে। দুইজনেই বেশ সুন্দর গানটি গেয়েছেন।