• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘শ্রীময়ী’র পর ছোটপর্দায় দেখা নেই, কবে ফিরছেন? অবশেষে নিজেই ‘সুখবর’ দিলেন ইন্দ্রাণী হালদার

Published on:

Star Jalsha Sreemoyee actress Indrani Halder opens up about her comeback

Indrani Halder Opens up about Comeback in Bengali Mega : স্টার জলসার ‘শ্রীময়ী’ (Sreemoyee) ধারাবাহিকে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার (Indrani Halder)। বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তাঁর পরিচিতি হয়ে গিয়েছিল ‘শ্রীময়ী’ নামেই। সেই ধারাবাহিক (Bengali Serial) শেষ হয়েছে বেশ অনেকটা সময় হয়ে গেল। এরপর ছোটপর্দায় দেখা যায়নি ইন্দ্রাণীকে। তবে এবার অভিনেত্রী নিজেই কামব্যাকের (Comeback) খবর দিলেন।

‘শ্রীময়ী’ শেষ হওয়ার পর বিক্রম চট্টোপাধ্যায় এবং মধুমিতা সরকারের ‘কুলের আচার’ ছবিতে ইন্দ্রাণীকে দেখেছিলেন দর্শকরা। এরপর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। মাঝখানে একটি জনপ্রিয় বিনোদনমূলক চ্যানেলে সঞ্চালনা করার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু সেখানেও দেখা যায়নি তাঁকে। টলিপাড়ার কোনও অনুষ্ঠানেও দেখা নেই ইন্দ্রাণীর। লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে কোথায় চলে গেলেন তিনি? সেই প্রশ্নই ঘুরছিল অভিনেত্রীর অনুরাগীদের মনে।

Indrani Halder Sreemoyee, Indrani Halder serial

সম্প্রতি ইন্দ্রাণীর খোঁজ নিতে একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। অভিনেত্রী জানান, তিনি কলকাতায় নেই, রাজস্থানে আছেন। কাজের সূত্রেই রাজ্যের বাইরে গিয়েছেন তিনি। এরপর পর্দায় কামব্যাক করা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ রামপ্রসাদের ছোট্ট কালী আসলে কে জানেন? রইল মিষ্টি নায়িকার আসল পরিচয়

‘শ্রীময়ী’ নায়িকা বলেন, ‘সব সময় সব গল্প তো পছন্দ হয় না। আমার কাছে বেশ কয়েকটি নতুন গল্প এসেছে। সেগুলো পড়ছি। এই মুহূর্তে সিনেমার কাজ আমি করবো না। সিরিয়ালেরই বেশ কিছু গল্প নিয়ে আলোচনা চলছে। কোনোটা যদি পছন্দ হয়ে যায় অবশ্যই আমি হ্যাঁ করে দেব’। অর্থাৎ ইন্দ্রাণী যদি তাঁর মনপসন্দ গল্প পেয়ে যান, তাহলে খুব শীঘ্রই ছোটপর্দায় কামব্যাক করবেন। অভিনেত্রীর মুখে একথা শুনে বেজায় খুশি হয়েছেন তাঁর ভক্তরা।

আরও পড়ুনঃ দীপার দিন শেষ, ফুলকি না জগদ্ধাত্রী কে হল নতুন বেঙ্গল টপার? রইল চক্ষু ছানাবড়া করা TRP তালিকা

Indrani Halder Sreemoyee, Indrani Halder serial

প্রসঙ্গত, বিক্রম-মধুমিতার ‘কুলের আচার’ ছবির হাত ধরে দীর্ঘদিন পর বড়পর্দায় কামব্যাক করেছিলেন ইন্দ্রাণী। দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল তাঁর অভিনয়। এখন অবশ্য কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। তবে তাঁর ‘শ্রীময়ী’ ধারবাহিকটি নিয়ে এখনও চর্চা হয় দর্শকমহলে। সিরিয়ালপ্রেমী দর্শকরা আশা করবেন, এমনই একটি আইকনিক ধারাবাহিকের হাত ধরে ফের ছোটপর্দায় ফিরবেন ইন্দ্রাণী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥