• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রামপ্রসাদের ছোট্ট কালী আসলে কে জানেন? রইল মিষ্টি নায়িকার আসল পরিচয়

Published on:

All you need to know about Ramprosad serial Choto Kali actress Nikiketa Ghorui

Ramprasad Serial Choto Kali Actress Real Identity : এখনকার দিনের বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলিতে নায়ক নায়িকাদের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকেন শিশুশিল্পীরাও (Child Artist)।পর্দায় এই শিশু শিল্পীদের আদো আদো কথা আর মিষ্টি অভিনয় দেখে প্রাণ ভরে যায় দর্শকদেরও। এই মুহূর্তে বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত পরিচিত একজন শিশু শিল্পী হয়ে উঠেছেন পর্দার ছোটকালী (Choto Kali) অভিনেত্রী মিহু ওরফে নিকিকেতা ঘরুই (Nikiketa Ghorui)।

যাকে বর্তমানে দর্শক দেখছেন স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়ালে ‘রামপ্রসাদ’-এ (Ramprosad)। সারাক্ষণ মা কালীর কোলে ঘুরতে থাকা ছোটকালীর চরিত্রে এই খুদে শিল্পীর অভিনয় ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের।  মিষ্টি এই মা কালির বর্তমান বয়স মাত্র সাড়ে তিন বছর। তাঁর অভিনয় জীবনের বয়সও কিন্তু খুবই অল্পদিনের। জি বাংলার ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের হাত ধরেই প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,স্টার জলসা,Star Jalsha,নিকিকেতা ঘরুই,Nikiketa Ghorui,ছোট কালী,Choto Kali,রামপ্রসাদ,Ramprosad,মিঠাই,Mithai

এই ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র রাজীব নন্দার মেয়ে সৃষ্টির ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন মিহু। আদতে দুর্গাপুরের বাসিন্দা এই খুদে শিল্পীকে অভিনয় করানোর পিছনে বিরাট ভূমিকা রয়েছে তাঁর মায়ের। যার জন্য একসময় তিনি প্রতিদিন মেয়েকে নিয়ে দুর্গাপুর থেকে কলকাতায় যাতায়াত করতেন। মিঠাই শেষ হওয়ার পরে কিন্তু চুটিয়ে অভিনয় করে চলেছেন মিহু।

আরও পড়ুনঃ TRP তালিকায় অসময়ে কালবৈশাখী! হেভিওয়েট টলিউড নায়িকাকে নিয়ে নতুন সিরিয়াল আনছেন লীনা গাঙ্গুলী

এরপর তিনি সুযোগ পেয়েছেন জি বাংলা ‘মন দিতে চাই’ কিংবা ‘গৌরী এলো’র মতো সিরিয়ালে। ‘মন দিতে চাই’তে মিহু অভিনয় করেছিলেন ছোট্ট একটি পার্শ্বচরিত্রে। এছাড়াও তাঁকে মা কালীর দিব্যরূপে দেখা গিয়েছিল ‘গৌরী এলো’ সিরিয়ালে। পরবর্তীতে তিনিই সুযোগ পেয়ে গিয়েছেন স্টার জলসায় সব্যসাচী চৌধুরী অভিনীত জনপ্রিয় ভক্তিমূলক সিরিয়াল ‘রামপ্রসাদ’-এ।

আরও পড়ুনঃ দীপার দিন শেষ, ফুলকি না জগদ্ধাত্রী কে হল নতুন বেঙ্গল টপার? রইল চক্ষু ছানাবড়া করা TRP তালিকা

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,স্টার জলসা,Star Jalsha,নিকিকেতা ঘরুই,Nikiketa Ghorui,ছোট কালী,Choto Kali,রামপ্রসাদ,Ramprosad,মিঠাই,Mithai

এই ধারাবাহিকে রামপ্রসাদের ছোট্ট মা কালির চরিত্রে অভিনয় করছেন মিহু। সম্প্রতি বলি ফ্যাক্টসের সাথে আদায় এই খুদে অভিনেত্রীর মা জানিয়েছেন ক্যামেরা অফ হতেই মিহু নাকি সারাক্ষণ পর্দার রামপ্রসাদ অভিনেতা সব্যসাচীর কোলে উঠেই বসে থাকেন। এছাড়াও এদিন খুদে অভিনেত্রীর মা জানিয়েছেন তাঁদের সাথে নাকি এখনও মিঠাই সিরিয়ালের কলাকুশলীদের যোগাযোগ আছে।

ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি মাত্র আড়াই বছর বয়স থেকেই নাকি চুটিয়ে মডেলিং-ও করছেন নিকিকেতা। জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি তিনি বাংলা দেশে একটি ফ্যাশন শো-ও করতে যাবেন। এছাড়া আগামী দিনে পাখি নামের একটি শর্ট ফিল্মেও তাঁর অভিনয় করার কথা রয়েছে বলে জানা গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥