• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP তুলতে নতুন টুইস্ট! তারার জীবনে নতুন প্রেম, ‘সন্ধ্যাতারা’তে এন্ট্রি নিচ্ছেন এই অভিনেতা

Published on:

Star Jalsha Sandhyatara Serial New actor entry as Tara's hero

দুই বোনের কাহিনী নিয়ে তৈরী ষ্টার জলসার (Star Jalsha) ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) দর্শকদের পছন্দের মধ্যে একটি। ভালোবাসা তো আছেই তবে প্রেমকে পাওয়ার জন্য হিংসে বা ষড়যন্ত্র নয় আত্মত্যাগের গল্প বলে ‘সন্ধ্যাতারা’ সিরিয়াল। বাংলা টেলিভিশনে খুব কমই এমন মেগা রয়েছে।

শুরুর দিকে টিআরপি তালিকায় বেশ ভালো রেজাল্ট করেছিল সন্ধ্যাতারা। কিন্তু সময়ের সাথে সাথে টিআরপি কিছুটা কমে গিয়েছে। এসপ্তাহেও সেরা দশের মধ্যে নবম স্থানে ছিল ধারাবাহিকটি। তবে বর্তমানে সিরিয়ালের ট্র্যাক কিন্তু বেশ উত্তেজনার সৃষ্টি করেছে। যারা নিয়মিত দর্শক তারা জানেন তারা গর্ভবতী হয়ে গিয়েছে। আর সন্ধ্যা তারার সন্তানের বাবা কে জানার জন্য আপ্রাণ চেষ্টা করছে। অবশ্য, আকাশ, তারা থেকে বিজয়া মাঠান সকলেই সন্ধ্যার থেকে এটা গোপন রাখার চেষ্টা করছে।

Star Jalsha Bengali serial Sandhyatara Sandhya might get to know about Tara Akashneel relationship

এসবের মাঝে আকাশ পড়েগিয়েছে দ্বন্ধে। একদিকে তারাকে যেমন ভালোবাসে সে, তারপর তারার গর্ভেই রয়েছে সন্তান। অন্যদিকে শুরুতে অসহ্য লাগলেও ধীরে ধীরে সন্ধ্যার প্রতি দুর্বল হয়ে পড়েছে আকাশ। দর্শকদের রীতিমত আঙ্গুল চেবানোর মত অবস্থা যে এই বুঝি সন্ধ্যা সব জেনে গেল। আবার অন্যদিকে কাকে বেছে নেবে আকাশ!

আরও পড়ুনঃ সাত পাকে বাঁধা পড়লেন সৌরভ-দর্শনা, রইল তারকাজুটির বিয়ের এক্সক্লুসিভ ছবি অ্যালবাম

তবে এসবের মাঝেই আরও বড় টুইস্ট হাজির। জানা যাচ্ছে তারার জন্য গল্পে নতুন হিরোর এন্ট্রি হতে চলেছে। খবর পাওয়ার পর থেকেই নেটিজেনদের মন কৌতূহলের অন্ত নেই। দ্বিতীয় নায়ক হিসাবে কাকে দেখা যাবে? উত্তর হল জনপ্রিয় অভিনেতা রাজা ঘোষ। একসময় ‘কনক কাঁকন’ সিরিয়ালে শ্বেতার বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতাকে। এরপর অনেকটাই সময় কেটে গিয়েছে। এবার আবারও ছোটপর্দায় ফিরছেন তিনি।

আরও পড়ুনঃ TRP টপার হতে তৈরী! রণজয়-শ্বেতার ‘কোন গোপনে মন ভেসেছে’র নতুন প্রোমো দেখেই উচ্ছসিত দর্শকেরা

Raja Ghosh in Kanak Kakon Serial

প্রসঙ্গত, শ্বেতা ভট্টাচার্যও নতুন সিরিয়ালে কামব্যাক করছেন। রণজয় বিষ্ণুর সাথে জুটি বেঁধে জি বাংলার পর্দায় আসছে ‘কোন গোপনে মন ভেসেছে’। ইতিমধ্যেই ধারাবাহিকের দুটি প্রোমো রিলিজ হয়েছে। দ্বিতীয় প্রোমোতে দেখা যাচ্ছে যৌথ পরিবারের ছেলে নায়ক, অন্যদিকে নায়িকা একেবারে গ্রাম্য পরিবারের মেয়ে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥