• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP টপার হতে তৈরী! রণজয়-শ্বেতার ‘কোন গোপনে মন ভেসেছে’র নতুন প্রোমো দেখেই উচ্ছসিত দর্শকেরা

একান্নবর্তী পরিবারের কাহিনী মানেই সেই সিরিয়াল হিট। তা সে ‘খড়কুটো’, ‘মিঠাই’ হোক বা ‘নিম ফুলের মধু’। এবার যৌথ পরিবারের গল্প নিয়ে জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe)। মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণজয় বিষ্ণু এবং শ্বেতা ভট্টাচার্য।

গত মাসেই প্রকাশ্যে এসেছিল জি বাংলার (Zee Bangla) আসন্ন এই ধারাবাহিকের (Bengali Serial) প্রথম প্রোমো। আগামী সপ্তাহ থেকে শুরু হবে সম্প্রচার। তবে তার আগে প্রকাশ্যে চলে এল সিরিয়ালের দ্বিতীয় প্রোমো। যেখানে দেখা মিলেছে নায়কের পরিবারের একাধিক সদস্যের। এই প্রোমো (Promo) দেখেই পরিষ্কার, হাসি মজায় ভরপুর এক সংসারের কাহিনী দেখতে পাবেন দর্শকরা।

   

Kon Gopone Mon Bhesechhe new promo

‘কোন গোপনে মন ভেসেছে’র প্রথম প্রোমোয় দেখা গিয়েছিল, কোনও এক বিনোদের খোঁজে শহরে এসে এক অসাধু ব্যক্তির খপ্পরে পড়েছে গ্রামের মেয়ে শ্যামলি। তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় নায়ক। দ্বিতীয় প্রোমোয় দেখা গেল, শ্যামলিকে নিজের বাড়ি নিয়ে এসেছে রণজয়। বাড়ির ভেতর তখন চাবি নিয়ে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছে। নালায় চাবি পড়ে গিয়েছে। আর তা তুলতে গিয়ে নাজেহাল অবস্থা বাড়ির সবার।

আরও পড়ুনঃ পাত্তাও পাবে না ঈশা, দত্তবাড়িতে তুলকালাম করতে হাজির ‘পর্ণা ২’, ফাঁস হাইভোল্টেজ এপিসোড

একজন তো আবার ছিপ দিয়ে চাবি তোলার চেষ্টা করছিলেন। সেই সময় মুশকিল আসান করে শ্যামলি। ছিপের মুখে চুম্বক লাগিয়ে সে নালা থেকে চাবি তুলে আনে। যা দেখে বাড়ির সকলে তাকে ঘিরে আনন্দ করতে থাকে।

Kon Gopone Mon Bhesechhe new promo

হাসিমজায় ভরপুর এই পরিবারকে দেখে শ্যামলিও বেশ খুশি হয়ে যায়। সে বলে, আপনার পরিবারের সদস্যরা কিন্তু ভীষণ মজার। তখনই কিছুটা বেদনার সুরে নায়ক বলে, আমাদের বাড়িতে সবকিছুই একটু বেশি বেশি। সেই জন্য কেউ ভুল করতে শাস্তিটাও মারাত্মক হয়।

আরও পড়ুনঃ পারি পাগলিকেও ছাপিয়ে গিয়েছে! ‘পুতুল’ শ্রীতমার প্রশংসায় পঞ্চমুখ অপরাজিতা আঢ্য

নায়কের কথা থেকেই পরিষ্কার, তার বাড়ির কোনও এক সদস্য এই কড়া শাস্তি পেয়েছে। সেই সদস্য কি নায়ক নিজে? উত্তর মিলবে ধারাবাহিক শুরু হওয়ার পর। আগামী ১৮ ডিসেম্বর থেকে প্রতিদিন রাত ৮:৩০টায় সম্প্রচারিত হবে এই মেগা।