Sourav-Darshana Weding : টলিপাড়ায় এখন বিয়ের মরসুম। ‘পরমপিয়া’, সন্দীপ্তা-সৌম্যর পর এবার সাত পাকে বাঁধা পড়লেন সৌরভ-দর্শনা (Saurav Darshana Wedding)। মাস খানেক ধরেই শোনা যাচ্ছিল, গাঁটছড়া বাঁধতে চলেছেন পর্দার ‘মন্টু পাইলট’। বিয়ের কার্ড থেকে শুরু করে আইবুড়োভাতের ছবি- সব কিছু ফাঁস হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অবশেষে ১৫ ডিসেম্বর, শুক্রবার চার হাত এক হল দু’জনের।
আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়া খুললে দেখা যাচ্ছিল সৌরভ দাস (Saurav Das) ও দর্শনা বনিকের (Darshana Banik) বাড়ির নানান ঝলক। অধিবাস, গায়ে হলুদের ছবি-ভিডিও তুমুল ভাইরাল হয়েছিল সংবাদমাধ্যমে। অপেক্ষা ছিল তারকাজুটির বিয়ের ছবি। সন্ধ্যেবেলায় নবদম্পতি নিজেরাই সেই ছবি ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে।
সৌরভ দর্শনার বিয়ের ছবির অ্যালবাম
বিয়ের দিন লাল রঙের বেনারসিতে সেজেছেন দর্শনা। অপরদিকে সৌরভের পরনে সাদা রঙের পাঞ্জাবি। নববধূর শাড়ির সঙ্গে মিলিয়ে লাল রঙের শাল গায়ে দিয়েছেন অভিনেতা। এদিন দর্শনার হাতে হাত রেখে ও কপালে কপাল ঠেকিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেন সৌরভ। ক্যাপশনে শুধু ইনফিনিটি এবং লাল রঙের হৃদয়ের ইমোজি যোগ করেছেন অভিনেতা।
আরও পড়ুনঃ সোনা-রূপোয় মোড়া বেনারসি! দর্শনার বিয়ের শাড়ির দাম শুনে চোখ কপালে নেটিজেনদের
বিয়ের ছবি শেয়ার করতেই সৌরভ-দর্শনাকে শুভেচ্ছা জানাতে থাকেন ইন্ডাস্ট্রির সতীর্থ এবং ভক্তরা। সৃজলা গুহ যেমন লিখেছেন, ‘তোমাদের দু’জনের জন্য ভীষণ খুশি। অনেক অনেক শুভেচ্ছা জানাই’। টলি অভিনেত্রী সোহিনী সরকার আবার যেমন বন্ধুর বিয়েতে সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন। সৌরভ-দর্শনার গায়ে হলুদেও দেখা মিলেছিল তাঁর। হলুদমাখা গাল নিয়ে সৌরভের সঙ্গে পোজ দেন টলি সুন্দরী।
আরও পড়ুনঃ পারি পাগলিকেও ছাপিয়ে গিয়েছে! ‘পুতুল’ শ্রীতমার প্রশংসায় পঞ্চমুখ অপরাজিতা আঢ্য
প্রসঙ্গত, বছরখানেক ধরে সৌরভ-দর্শনার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল নেটপাড়ায়। যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও প্রকার মন্তব্য করেননি অভিনেতা। এমনকি বিয়ের প্রসঙ্গেও মুখে কুলুপ এঁটে রেখেছিলেন দু’জনে। একেবারে সাত পাক বাঁধার পর ভক্তদের সুখবরটা দিলেন তাঁরা।
View this post on Instagram
আজ তপসিয়ার কাছে একটি এলাহি ব্যাঙ্কোয়েটে বসেছে সৌরভ-দর্শনার বিয়ের আসর। হাইভোল্টেজ এই বিয়েতে উপস্থিত হয়েছেন টলিপাড়ার একাধিক সেলেব। শোনা গিয়েছে, বিয়ের পর শহর কলকাতার একটি নামী হোটেলে এলাহি রিসেপশন আয়োজন করবেন মিস্টার অ্যান্ড মিসেস দাস। সেখানেও যে চাঁদের হাট বসবে তা আর বলার অপেক্ষা রাখে না।