• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ষ্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড থেকে বাদ দুই অভিনেত্রী? কারণ চমকে দেওয়ার মত

Published on:

Star Jalsha Parivaar Award Two Popular actress are rejected from nomination rumours

বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদন মানেই সিরিয়াল (Bengali Serial)। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই একাধিক অভিনেত্রীরা জনপ্রিয়তা পেয়েছেন। এমনকি অনেকেই বড়পর্দাতেও পা রেখে ফেলেছেন। দুর্দান্ত অভিনয়ের জন্য প্রতিবছর ষ্টার জলসার পক্ষ থেকে একটি অ্যাওয়ার্ড শোয়ের আয়োজন করা হয়। এবছরেও তাঁর ব্যতিক্রম হল না। শীঘ্রই টেলিভিশনের পর্দায় দেখা যাবে ষ্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪ (Star Jalsha Parivaar Award 2024)

সারাবছর দর্শকদের বিনোদনে একঝাঁক সিরিয়ালের সম্প্রচার করা হয়। তবে কিছু সিরিয়াল আলাদাই জনপ্রিয়তা পায়, যে কারণে নায়ক নায়িকারা একপ্রকার ঘরের লোকে পরিণত হয়। এমনই পপুলার তারকাদের সন্মান জানানোর জন্যই আয়োজিত হয় ষ্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস। যেখানে সেরা নায়ক নায়িকা থেকে শুরু করে মা, বাবা, শশুর, শ্বাশুড়ি এর মত ক্যাটেগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়।

Star Jalsha Parivaar Award 2024

সম্প্রতি ষ্টার জলসার অ্যাওয়ার্ড শো নিয়ে বড় আপডেট প্রকাশ্যে এসেছে। কানাঘুষো শোনা যাচ্ছে এবারের নমিনেশনের তালিকা থেকে নাকি বাদ পড়েছেন দুই নায়িকা। একজন হলেন ‘Love বিয়ে আজকাল’ সিরিয়ালের নতুন ‘শ্রাবণ’ তৃণা সাহা (Trina Saha)। যদিও সেরা জুটির নমিনেশন রয়েছে সিরিয়ালের নাম। আরেকজন হলেন ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকের নায়িকা অঙ্গনা রায় (Angana Roy)।

আরও পড়ুনঃ খড়ি অতীত! জনপ্রিয় এই নায়িকার সাথে নতুন ধারাবাহিকে কামব্যাক করছেন গৌরব চ্যাটার্জী

অনেকেই হয়তো ভাবতে পারেন যে নতুন ধারাবাহিক বা মুখ পাল্টে নতুন নায়িকা আসার কারণে হয়তো বাদ দেওয়া হয়েছে। অথচ ‘কথা’ সিরিয়াল নতুন হলেও সেটা নমিনেশন রয়েছে। তবে কার মাথায় ওঠে সেরা অভিনেত্রীর মুকুট সেটাই এখন দেখার অপেক্ষা।

Star Jalsha Parivaar Award 2024 Nominations

ইতিমধ্যেই অ্যাওয়ার্ড শোয়ের জন্য ভোটিং চালু হয়ে গিয়েছে। ষ্টার জলসার অফিসিয়াল ফেসবুক পেজেই রয়েছে সমস্ত তথ্য যেখান থেকে পছন্দের সিরিয়াল বা পছন্দের জুটিকে ভোট দেওয়া যাবে।

আরও পড়ুনঃ ফুলকি আসতেই জমজমাট দাদাগিরি! দিব্যানির সাথে কোন গানে কোমর দোলালেন সৌরভ? দেখুন ভিডিও

প্রসঙ্গত, কিছুদিন আগেই ষ্টার জলসার প্রতিদ্বন্দ্বী চ্যানেল জি বাংলাতেও ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’ এর আয়োজন করা হয়েছিল। তারপরই সোনা গিয়েছিল ষ্টার জলসাতেও অ্যাওয়ার্ড শো আসছে। এবার সেটাই বাস্তব হতে চলেছে। আসলে বছরের এই অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকেন সমস্ত দর্শকরাই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥