• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নাগিন থেকে সোজা ‘মিস গোবর দেবী’, প্রকাশ্যে সুস্মিতার নতুন মেগা ‘কথা’র প্রথম প্রোমো

বাঙালি দর্শকদের সান্ধ্য বিনোদনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে ষ্টার জলসা (Star Jalsha) থেকে জি বাংলা এই দুই চ্যানেল। সময় হলেই একেরপর এক ধারাবাহিক (Bengali Serial) সম্প্রচারিত হয় টিভির পর্দায়। কিন্তু সিরিয়ালের আয়ু যে টিআরপি (TRP) থাকা পর্যন্ত। তাই টিআরপি কমতেই বিদায় জানাচ্ছে একাধিক জনপ্রিয় সিরিয়াল। বদলে আসছে নতুন মেগা, সম্প্রতি প্রকাশ্যে এল আরও এক নতুন মেগা ‘কথা’ (Katha) এর প্রথম প্রোমো ভিডিও।

আসলে বিগত কিছুদিন হুড়মুড়াইয়ে পড়েছে বেশ কিছু সিরিয়ালের টার্গেট রেটিং পয়েন্ট। সেই সাথে গুঞ্জন শোনা যাচ্ছিলো বেশ কিছু নতুন সিরিয়ালও আসতে চলেছে। টলিপাড়ার সূত্র থেকে আগেই জানা গিয়েছিল জনপ্রিয় নায়িকাকে নিয়ে নতুন মেগা আনতে চলেছে টকিজ প্রোডাকশন হাউস। এই সিরিয়ালের হাত ধরেই ছোটপর্দায় কামব্যাক করবেন সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)

   

Star Jalsha Upcoming Serial Katha

ষ্টার জলসার রিলিজ করা প্রোমোতে দেখা যাচ্ছে মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েছেন সুস্মিতা দে (Sushmita Dey)। গল্পে সুস্মিতার নাম হয়েছে কথা। যে কিনা গাছ বড্ড ভালোবাসে। বাড়িতে সাজানো ব্যাগের নিজেই পরিচর্যা করে সে। তাই গাছের জন্য গোবরসার থেকে অন্যান্য সামগ্রী নিয়েই তার দিন কাটে। এই দেখে পাশের বাড়ি থেকেই তাকে ডাকে ‘মিস গোবরদেবী’ নাম। জানা যায় ‘পুরুষ মানেই বিশ্বাসঘাতক’ এটাই মেনে চলে কথা।

আরও পড়ুনঃ চুপিসারে বিয়ের পিঁড়িতে ‘জগদ্ধাত্রী’ অভিনেত্রী! পাত্র কে? রইল বিয়ের এক্সক্লুসিভ অ্যালবাম

অন্যদিকে গল্পের নায়ক অর্থাৎ অগ্নিভ বেশ সম্ভ্রান্ত পরিবারের ছেলে। অগ্নিভ আবার রান্না করতে খুবই ভালোবাসে। তবে পুজোয় করমচা আনার কথা একেবারেই ভুলে গেছে সে। এমন সময়েই করমচা গাছের টব হাতে হাজির কথা। প্রথম দেখাতেই ধাক্কা, আর অগ্নিভ বলে ওঠে, ‘চোখে দেখতে পান না, মিস গোবর দেবী’। এভাবেই ‘তেলে জলে’ সম্পর্ক নিয়ে শুরু হতে চলেছে ‘কথা’।

আরও পড়ুনঃ সূর্য অতীত, দ্বিতীয় পুরুষের সাথে জীবনের নতুন অধ্যায় শুরু করবে দীপা! ফাঁস তোলপাড় করা প্রোমো

প্রোমো দেখেই বোঝা যাচ্ছে নায়ক-নায়িকার মধ্যেকার সম্পর্কে শুরুতে আধায় কাচঁকলায় হতে চলেছে। কিন্তু সবার মনে যেটা প্রশ্ন যে কবে থেকে আর কটার স্লটে দেখা যাবে নতুন ধারাবাহিক এই নিয়ে এপর্যন্ত কিছুই জানা যায়নি। অফিসিয়াল ঘোষণা পেলেই বংট্রেন্ডের পাতায় সেটাই জানানো হবে।