• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য অতীত, দ্বিতীয় পুরুষের সাথে জীবনের নতুন অধ্যায় শুরু করবে দীপা! ফাঁস তোলপাড় করা প্রোমো

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa and Arjun meet at the school reunion

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি এখন দারুণ জমজমাট হচ্ছে। তিন সপ্তাহ ধরে টিআরপি (TRP) তালিকায় তেমন কামাল না দেখাতে পারলেও দর্শকমহলে ধারাবাহিকটির (Bengali Serial) জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। বিশেষত নতুন চরিত্র অর্জুনের এন্ট্রির পর থেকে দর্শকদের দেখতে আরও বেশি ভালোলাগছে। এবার অর্জুন-দীপাকে নিয়েই ধারাবাহিকে চলে এল নতুন মোড়।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই লাবণ্যর কথায় দীপাকে ডিভোর্স দিয়ে দিয়েছে সূর্য (Surjya)। মিশকার ছেলেকে নিয়েই এখন বেশিরভাগ সময় কাটছে তার। সূর্য এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে সোনা-রূপার জন্মদিনে পর্যন্ত তাদের জন্য সময় বের করে উঠতে পারেনি। মিশকার ছেলেকে নিয়ে হাসপাতালে রয়েছে।

Anurager Chhowa promo

স্বামীর এহেন ব্যবহারে ভীষণ কষ্ট পায় দীপা (Deepa)। এসবের মাঝেই প্রকাশ্যে চলে এল ধারাবাহিকের নতুন প্রোমো (Promo)। সেখানে দেখা যাচ্ছে, অবশেষে দীপার মুখোমুখি হয়েছে অর্জুন। সোনা-রূপাকে সঙ্গে নিয়ে স্কুলের রিইউনিয়নে যায় দীপা। সেখানেই এত বছর পর তাকে দেখতে পায় অর্জুন (Arjun)

আরও পড়ুনঃ মনে হয় না সব্য আর কাউকে ভালোবাসতে পারবে! ঐন্দ্রিলার মৃত্যুবার্ষিকীতে ভেঙে পড়লেন মা শিখা শর্মা

‘অনুরাগের ছোঁয়া’র নতুন প্রোমোয় দেখা যায়, মেয়েদের হাত ধরে রিইউনিয়নে প্রবেশ করা মাত্রই দীপাকে তার স্বামীর বিষয়ে জিজ্ঞেস করতে থাকে তার বন্ধুরা। সূর্য কোথায়? সবাই এই প্রশ্ন করতে থাকে। জবাব না দিতে পেরে মুখ কালো হয়ে যায় দীপার। সেই সঙ্গেই মনে পড়তে থাকে তাদের ডিভোর্সের কথা।

আরও পড়ুনঃ ছেলেকে নিয়েই মত্ত! সোনা-রূপার জন্মদিন ভুলে গেল সূর্য, টিভির আগেই ফাঁস আজকের ধামাকা পর্ব

Anurager Chhowa promo

সেই সময় সেখানে আসে অর্জুন। দীপার মুখ কালো দেখে সে জিজ্ঞেস করে, কী হয়েছে তোর? তুই ভালো আছিস তো? দীপা কোনও উত্তর দিচ্ছে না দেখে অর্জুন বলে, দেখ তোর মন ভালো করার জন্য আমি কামরাঙা নিয়ে এসেছি।

সেকথা শুনেই দীপার মুখে হাসি ফুটে ওঠে। এই প্রোমো দেখেই আনন্দে ভরে গিয়েছে দর্শকদের মন। এত কষ্টের পর দীপার মুখে একচিলতে হাসি দেখতে পেয়ে খুশি হয়েছে প্রত্যেকে। সেই সঙ্গেই অনেকে চাইছেন, সূর্যকে ছেড়ে অর্জুনকে নিয়ে নতুন করে সংসার পাতুক দীপা। কারণ অর্জুন সূর্যর মতো নয়, সে মনে প্রাণে দীপাকে ভালোবাসে। এবার দেখা যাক, দর্শকদের এই দাবি পূরণ হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥