• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চুপিসারে বিয়ের পিঁড়িতে ‘জগদ্ধাত্রী’ অভিনেত্রী! পাত্র কে? রইল বিয়ের এক্সক্লুসিভ অ্যালবাম

Published on:

Jagaddhatri serial Deepika AKA Taniya Paul got married

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত জনপ্রিয়তম ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। শুরু থেকেই টিআরপি তালিকায় রাজত্ব করে জি বাংলার এই গোয়েন্দা কাহিনী ভিত্তিক মেগা। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়। দর্শকমহলে তাঁদের পরিচিতি অবশ্য জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভূ নামেই বেশি। সম্প্রতি সেই এই ধারাবাহিকের এক অভিনেত্রীই সাত পাকে বাঁধা (Marriage) পড়লেন।

‘জগদ্ধাত্রী’ এমন একটি ধারাবাহিক যেখানে নায়ক-নায়িকার মতোই পার্শ্বচরিত্রে অভিনয় করা তারকারাও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। কৌশিকী, উৎসব, মেহেন্দিদের চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া এখন দায়। এমনই একটি চরিত্র হল দীপিকা (Deepika)। যে চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী অনিন্দিতা (Anindita Paul) ওরফে তানিয়া পালকে (Taniya Paul)

Jagaddhatri actress Taniya Paul marriage

সম্প্রতি সেই অনিন্দিতাই নিজের দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন। অগ্রহায়ন মাস পড়তে না পড়তেই গাঁটছড়া বেঁধে ফেললেন অভিনেত্রী। জমকালো এই বিয়েতে উপস্থিত ছিলেন বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় তারকা।

আরও পড়ুনঃ মনে হয় না সব্য আর কাউকে ভালোবাসতে পারবে! ঐন্দ্রিলার মৃত্যুবার্ষিকীতে ভেঙে পড়লেন মা শিখা শর্মা

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের কৌশিকী অভিনেত্রী রূপসা চক্রবর্তী থেকে শুরু মিষ্টি সিং, সুরভী সান্যাল, চাঁদনি সাহা-অনিন্দিতার বিয়েতে উপস্থিত হয়েছিলেন টেলি জগতের একাধিক খ্যাতনামা ব্যক্তিত্বরা। নবদম্পতিকে শুভেচ্ছা ভালোবাসায় ভরিয়ে দেন তাঁরা।

আরও পড়ুনঃ সূর্য অতীত, দ্বিতীয় পুরুষের সাথে জীবনের নতুন অধ্যায় শুরু করবে দীপা! ফাঁস তোলপাড় করা প্রোমো

Jagaddhatri actress Taniya Paul marriage

পর্দার দীপিকা তথা তানিয়ার স্বামীর নাম সৌমেন। তবে নীল নামেই তিনি বেশি পরিচিত। সৌমেন তৃণমূল কংগ্রেস দলের একজন সক্রিয় কর্মী। শোভনদেব চট্টোপাধ্যায়কে নিজের মেন্টর বলে মনে করেন তিনি। দীর্ঘ ১৬ বছর ধরে অনিন্দিতার সঙ্গে সম্পর্কে আছেন সৌমেন। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে সম্প্রতি গাঁটছড়া বাঁধলেন তাঁরা।

 

View this post on Instagram

 

A post shared by Misty Singh (@mistysingh)

বিয়ের দিন ‘জগদ্ধাত্রী’ অভিনেত্রী বলেন, ‘জীবনে সবকিছু যে স্মুথ হবে তা কিন্তু নয়। তবে পরস্পরের প্রতি শ্রদ্ধাটা বজায় রাখতে হবে। তাহলেই সব বাধা পার করে নেওয়া যায়’। প্রসঙ্গত, বিয়ের দিন একেবারে সাবেকি বাঙালি সেজে উঠেছিলেন অনিন্দিতা। লাল বেনারসি, সোনার গয়নায় অপূর্ব দেখাচ্ছিল তাঁকে। বিয়ের ছবি শেয়ার করা মাত্রই অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দেন নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥