• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কালরাত্রিতে গোবরদেবীর পদসেবায় মত্ত AV! বাঁধাকপিতে মুখ লুকোলো ‘কথা’, ফাঁস দমফাটা হাসির পর্ব

Published on:

Star Jalsha Kothha Serial Agniv brings Badhakopi Bata for Kotha's foot pain

ষ্টার জলসার (Star Jalsha) পর্দায় কিছুদিন হল শুরু হয়েছে ‘কথা’ (Katha)। যেখানে নায়িকা কথার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey) ও নায়ক অগ্নিভ চরিত্রে আছেন সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharjee)। দুজনেই একেবারে ভিন্ন প্রান্তের মানুষ। কথা যেখানে গাছ ভালোবাসে গাছেদের নিয়েই পরে থাকে। সেখানে অগ্নিভ ড্যাশিং হিরো, রান্না নিয়ে মেতে থাকে, নিজের ক্যাফেতে। ইতিমধ্যেই দর্শকদের বেশ ধরেছে দুজনের খুঁনসুটি প্রেমের কাহিনী।

সিরিয়ালে কথাকে ব্যঙ্গ করে ‘গোবরদেবী’ ও অগ্নিভকে ‘পাচক মশাই’ বলে ডাকা হচ্ছে। কথার মতে AV একজন বখাটে ছেলে, তার ওপর সে বিশ্বাস করে সব ছেলেই বিশ্বাসঘাতক। এদিকে ভাগ্যের পরিহাসে একেঅপরের দুচোখের বিষ হয়েও বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে দুজনকে। পাত্রপাত্রী দেখে বিয়ে ভাঙতে চেয়েছিল দুজনেই। কিন্তু পরিবারের মান সম্মানের জন্য কথা ও ক্যাফের জন্য AV বিয়েতে রাজি হয়।

Kothha Serial Kotha Agniv Marriage

শেষমেশ বিয়ে হয়েছে, আর তারপরেই হাজির দমফাটা হাসির ভিডিও। বিয়ের পর কিভাবে কালরাত্রি? তারই একঝলক শেয়ার করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। ভিডিওতে দেখা যাচ্ছে পায়ে লেগেছে কথার, তাই ব্যাথার মলম নিয়ে এসেছে অগ্নিভ।  কালরাত্রিতে যে নতুন বৌকে স্বামীর মুখ দেখতে নেই। তাই প্রথমে শাড়ির আঁচলে মুখ ঢেকে কথা জানায়, ওসব মলম আমি লাগাবোই না। পায়ে শুধুমাত্র বাঁধাকপি বাটা লাগাবো।

আরও পড়ুনঃ জগদ্ধাত্রী, দীপা নাকি মেঘ? দর্শকদের বিচারে সেরা নায়িকা কে? প্রকাশ্যে এল তালিকা

Kotha Serial New Promo Agniv brings Badhakopi Bata for Kotha

এরপর আর কি! শেফ অগ্নিভ বৌয়ের পায়ের ব্যাথা কমাতে বাঁধাকপি পাতা কেটে সেটা বেটে আনে। কাছে আসতেই বাঁধাকপি পাতা দিয়ে মুখ ঢাকে কথা। এরপর নিজের হাতেই কথার পায়ে বাঁধাকপি পাতা বাটা এগিয়ে দেয় অগ্নিভ। এমন একটা প্রোমো শেয়ার হওয়ার পরই ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়। এখন অপেক্ষা ফুলশয্যায় কি হয়!

আরও পড়ুনঃ দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শুটিং! চিন্তায় বাংলা সিরিয়ালের দর্শকেরা

প্রসঙ্গত, বিয়ের দিনেই প্রতিজ্ঞা করে নিয়েছে অগ্নিভ মিস গোবরদেবীকে সে তাড়িয়ে ছাড়বে। কোনোমতেই নিজেকেই কথার বর হিসাবে দেখতে চায় না অগ্নিভ। যদিও এমন কাহিনী আগেও বেশ কয়েকবার দেখা গিয়েছে। শুরুতে বিন্দুমাত্র পছন্দ না হলেও পরবর্তীকালে গিয়ে তাঁরাই একেঅপরকে চোখে হারাবে। এক্ষেত্রেও হয়তো তেমনটাই হবে, তবে কিভাবে সেটাই দেখার বিষয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥