• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুর্জয়ের ভরসায় ডাক্তার হতে বাড়ি ছেড়ে চরম বিপদে রানী! টিভির আগেই ফাঁস মহাধামাকা প্রোমো

Updated on:

Star Jalsha Bengali serial Tomader Rani latest promo is out now

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সদ্য পথচলা শুরু হয়েছে ‘তোমাদের রানী’র (Tomader Rani)। বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালি ছেড়ে একেবারে ভিন্ন স্বাদের গল্প দেখানো হচ্ছে এখানে। আর সেটাই মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। রানী এবং দুর্জয়ের মিষ্টি রসায়ন ইতিমধ্যেই আদায় করে নিয়েছে সকলের প্রশংসা।

ধারাবাহিকে (Bengali Serial) দেখানো হচ্ছে, রানী শহরতলিতে থাকে। পড়াশোনায় সে ভীষণ তুখোড়। তার একটাই স্বপ্ন ডাক্তার হওয়া। বিয়ে করে সংসারী হওয়ার কোনও ইচ্ছা এখন তার নেই। অপরদিকে রানী বাবা, দাদারা একেবারে পুরনো দিনের মানসিকতার মানুষ। মেয়ে একটু বড় হলেই তাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করতে চান তারা। সেই জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই রানীর বিয়ে ঠিক করে দেওয়া হয়।

Tomader Rani, Tomader Rani promo

রানী ভেবেছিল, বিয়ের পর সে পড়াশোনা করে ডাক্তার হবে। স্বামী, সংসার, পড়াশোনা- সবকিছু একসঙ্গে সামলাবে সে। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা সাফ বলে দেয়, বিয়ের পর পড়াশোনা হবে না। এই দৃশ্য দেখার পরেই দর্শকদের মনে প্রশ্ন জেগেছিল, এবার কী করবে রানী? সেই উত্তর নিয়েই চলে এল ধারাবাহিকের নতুন প্রোমো।

আরও পড়ুনঃ সূর্য-দীপার মহামিলনের বাজিমাত! জব্বর টেক্কা জগদ্ধাত্রী-ফুলকির, রইল চমকে দেওয়া TRP তালিকা

‘তোমাদের রানী’র নতুন প্রোমোয় দেখা গিয়েছে, বিয়ের সাজে সেজে উঠেছে রানী। বিয়ের রাতেই সে বাবাকে চিঠি লেখে, মায়ের দেওয়া কথা রাখার জন্য আমি চললাম বাবা। আমি ডাক্তার হবোই। আমায় ক্ষমা করে দিও। এরপরেই সবকিছু গুছিয়ে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেয় সে। তবে বাড়ি ছেড়ে পালানোর এই সিদ্ধান্ত অবশ্য রানীর একার ছিল না। বরং দুর্জয়ও তার পাশে ছিল।

আরও পড়ুনঃ এবার বুঝবে মূল্য! সন্ধ্যার অ্যাকসিডেন্ট হতেই ভেঙে পড়ল নীল, ফাঁস ‘সন্ধ্যাতারা’র আগাম পর্ব

Tomader Rani, Tomader Rani promo, Rani and Durjoy

আরও পড়ুনঃ

দুর্জয়ের ভরসাতেই রানী বিয়ের রাতে বাড়ি থেকে পালানোর সাহস দেখিয়েছে। তাকে ভরসা করেই কলকাতায় এসেছে সে। কিন্তু কলকাতায় পৌঁছে দুর্জয়কে বারবার ফোন করলেও সে ফোন ধরে না। বরং অপারেশন থিয়েটারে থাকায় ফোনটা সুইচ অফ করে দিতে বলে সে।

রানী বারবার ফোন করছে দেখেও এই সিদ্ধান্ত নেয় দুর্জয়। এদিকে বাড়ি থেকে পালিয়ে মাঝরাস্তায় একা দাঁড়িয়ে থাকে রানী। দুর্জয়কে ভরসা করে অচেনা শহরে এসে তাহলে কি নতুন কোনও বিপদে পড়বে রানী? জানতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায় এবং বং ট্রেন্ডের পেজে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥