• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার বুঝবে মূল্য! সন্ধ্যার অ্যাকসিডেন্ট হতেই ভেঙে পড়ল নীল, ফাঁস ‘সন্ধ্যাতারা’র আগাম পর্ব

Updated on:

Sandhyatara Serial Sandhya meets with Accident on road

সন্ধ্যা তারা (Sandhya Tara) দুই বোন। তবে দুজনেরই মনের মানুষ একজন। সে হলো আকাশনীল (Akashneel)।  কিন্তু আকাশনীলের বিয়ে সন্ধ্যার সাথে হলেও এখনও সে মনে মনে ভালোবাসে তারাকেই। কিন্তু এখনও নীল জানে না তার স্ত্রী সন্ধ্যাই, তার প্রেমিকা তারার মেজদি।অন্যদিকে সন্ধ্যাও এখনও জানে না তার স্বামীর যে প্রেমিকাকে সে এতদিন ধরে খুঁজছে সে আসলে তারই ছোট বোন তারা। ধারাবাহিকের গত পর্বেই দেখা গিয়েছে তিনজনেই একে অপরের মুখোমুখি হলেও একটুর জন্য সত্যিটা সামনে আসেনি।

আসলে তারাই  অনেক কষ্টে আকাশনীল এবং সন্ধ্যার সামনে সত্যিটা আসতে দেয়নি। আসলে তারা যে তার মেজদি সন্ধ্যাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। তাই কষ্ট হলেও নিজের ভালোবাসাকে সে নির্দ্বিধায় তুলে দিয়েছে দিদির হাতেই। এসবের মধ্যে ধারাবাহিক আসতে চলেছে এক মোড় ঘোরানো পর্ব। আগামী পর্বেই দেখা যাবে নীলের কথা শুনে কষ্ট পেয়ে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করবে সন্ধ্যা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,সন্ধ্যাতারা,Sandhyatara,আকাশনীল,Akashneel,সন্ধ্যা,Sandhya,দুর্ঘটনা,Accident,আসন্ন পর্ব,Upcoming Episode

তখনই হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যাবে সন্ধ্যা। আর তারপরেই এক ভয়ানক গাড়ি দুর্ঘটনার মুখে পড়বে সন্ধ্যা। এরপর সন্ধ্যাকে ওই রক্তাক্ত অবস্থাতেই কোলে তুলে নিয়ে তড়িঘড়ি হাসপাতালে যাবে নীল। সন্ধ্যাকে হাসপাতালে নিজের স্ত্রীর পরিচয়ে ভর্তি করার পাশাপাশি সন্ধ্যাটাকে সুস্থ করে দেওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে নীল।

আরও পড়ুনঃ সূর্য-দীপার মহামিলনের বাজিমাত! জব্বর টেক্কা জগদ্ধাত্রী-ফুলকির, রইল চমকে দেওয়া TRP তালিকা

অন্যদিকে সন্ধ্যা আরতির সময় হাত থেকে পঞ্চপ্রদীপ পড়ে যাওয়ার পর থেকেই মনটা অস্থির হয়ে রয়েছে সন্ধ্যার শ্বাশুড়ি বিজয়া মাঠানেরও। এখন দেখার মৃত্যুর মুখ থেকে সন্ধ্যা কীভাবে ফায়ার আসে? আর আগামী দিনে সন্ধ্যা আর আকাশনীলের সম্পর্কই বা কোন দিকে মোড় নেয়?

আরও পড়ুনঃ বিয়ের পর ঘরে মেয়ে এনে নোংরামি! গিনির সামনে খুলছে রূপের মুখোশ, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,সন্ধ্যাতারা,Sandhyatara,আকাশনীল,Akashneel,সন্ধ্যা,Sandhya,দুর্ঘটনা,Accident,আসন্ন পর্ব,Upcoming Episode

প্রসঙ্গত এদিন সন্ধ্যার অ্যক্সিডেন্টের এই পর্বের দৃশ্য দেখে চোখে জল এসে গিয়েছে দর্শকদেরও। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য শেয়ার করে একজন দর্শক লিখেছেন ‘সময় থাকতে মূল্য দিও প্রিয়। একবার হারিয়ে গেলে চাইলেও আর খুঁজে পাবে না।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥