• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আগে ফুলশয্যা পরে বিয়ে! একি করল দুর্জয়-রানী? টিভির আগেই ফাঁস ‘তোমাদের রানী’র ধামাকা পর্ব

Updated on:

Star Jalsha Bengali serial Tomader Rani Durjoy and Rani get married promo is out now

গত কয়েকমাসে স্টার জলসার (Star Jalsha) পর্দায় একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। এমনই একটি ধারাবাহিক হল ‘তোমাদের রানী’ (Tomader Rani)। টেলি দুনিয়ার দুই আনকোরা মুখকে নিয়ে পথচলা শুরু হয়েছে এই মেগার। তবে টানটান গল্প এবং তুখোড় অভিনয়ের জোরে ইতিমধ্যেই সিরিয়ালপ্রেমী দর্শকদের ড্রয়িংরুমের অংশ হয়ে উঠেছে দুর্জয়-রানীরা। এবার এই সিরিয়ালেই (Bengali Serial) আসছে একটি দারুণ মোড়।

‘তোমাদের রানী’র নিয়মিত দর্শকরা জানেন, সম্প্রতি নেশার ঘোরে রানীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ে দুর্জয় (Durjoy)। সেকথা জানাজানি হতেই রানীকে (Rani) একাধিক কটু কথা বলে পিঙ্কিরা। এসবের মাঝেই এবার ধারাবাহিকে চলে এল দুর্জয়-রানীর বিয়ের ট্র্যাক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সেই প্রোমো (Promo)

Tomader Rani, Tomader Rani Rani and Durjoy

মঙ্গলবার স্টার জলসার তরফ থেকে ‘তোমাদের রানী’র নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রচণ্ড রেগে আছে দুর্জয়। রাগের বশেই আয়না ভেঙে ফেলে সে। এরপর রানী বলে, ‘মাথাটা কি খারাপ হয়ে গিয়েছে তোমার? দু-চারদিনের মেলামেশাতে তোমাকে বিয়ে করবো?’

আরও পড়ুনঃ এক মিশকায় রক্ষে নেই, সাথে এল দোসর! ‘অনুরাগের ছোঁয়া’তে খলনায়িকা হয়ে এন্ট্রি নিলেন জিতের নায়িকা

একথা শুনে অবাক হয়ে যায় রানী। সে পাল্টা দুর্জয়কে বলে, ‘তুমি আমায় কথা দিয়েছো, ভালোবেসেছো, আমার কাছে এসেছো। এসব মিথ্যে?’ তখনই একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয় দুর্জয়কে। পাশাপাশি দুর্জয়ের বাড়ির লোকেরা রানীকে দোষারোপ করতে থাকে।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী? সদ্যজাতর সাথে ছবি দিতেই ছেলে না মেয়ে জানতে উৎসুক নেটপাড়া

Tomader Rani, Tomader Rani Rani and Durjoy 3

এরপরেই দেখা যায়, সিঁদুর দিয়ে রানীর সিঁথি রাঙিয়ে দিয়েছে দুর্জয়। প্রোমো দেখেই পরিষ্কার, রানীকে বিয়ে করতে একপ্রকার বাধ্য হয়েছে সে। যদিও রানী হার মানতে নারাজ। সে বলে, ‘আমি সংসারও করবো, বরের ভালোবাসাও পাবো আর ডাক্তারও হবো। চ্যালেঞ্জ’।

প্রসঙ্গত, ‘তোমাদের রানী’র প্রথম প্রোমোতেই দেখা গিয়েছিল, গর্ভবতী অবস্থায় ডাক্তারি পরীক্ষায় বসেছে রানী। গর্ভে সন্তান নিয়েই ডাক্তারি পরীক্ষা পাশও করে সে। শীঘ্রই এবার ধারাবাহিকের কাহিনী মূল ট্র্যাকে ফিরছে। সব কিছু একসাথে পাওয়ার এই স্বপ্ন রানী কীভাবে পূরণ করে সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥