• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অজান্তেই কেড়েছিল বোনের ভালোবাসা, এতদিনে সামনে এল সত্যি, টিভির আগেই ফাঁস মহাধামাকা পর্ব

Updated on:

Star Jalsha Bengali serial Sandhyatara special two episode promo is out now

স্টার জলসার (Star Jalsha) ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) ধারাবাহিকটি এখন একেবারে জমে উঠেছে। সেই সঙ্গেই সন্ধ্যা, তারা এবং আকাশনীল, তিন জনের সম্পর্কের টানাপোড়েনও চরমে উঠেছে। রোজ সিরিয়ালের কাহিনীতে আসছে একের পর এক টুইস্ট। আর সেটাই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন দর্শকরা। শীঘ্রই যেমন তারাই যে আকাশনীলের আসল প্রেমিকা সেকথা জানতে চলেছে সন্ধ্যা।

‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি সন্ধ্যা। জীবন-মৃত্যুর লড়াই লড়ছে সে। স্ত্রীয়ের এমন অবস্থা দেখে আকাশনীলও প্রচণ্ড ভেঙে পড়েছে। অপরদিকে মেজদির অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে হাসপাতালে ছুটে গিয়েছে তারা। যদিও আকাশ যাতে তাকে দেখতে না পায় সেই জন্য মুখ ঢেকে হাসপাতালে প্রবেশ করে সে।

Sandhya's dangerous car accident neel admit her in hospital

কিন্তু হাসপাতালে ঢোকার সময়েই তারাকে দেখে সন্দেহ হয় আকাশের (Akashneel) মেজ কাকার। মুখ ঢাকা থাকলেও মেয়েটাকে দেখে তার ভীষণ চেনা চেনা লাগে। এবার ধারাবাহিকের আসন্ন পর্বে দেখতে পাবেন, ঠিক তারাকে (Tara) শহর থেকে খুঁজে বাড়িতে নিয়ে আসবে আকাশের কাকা। শুধু তাই নয়, সবার সামনে তার এবং আকাশনীলের সম্পর্কের কথাও ফাঁস হয়ে যাবে।

আরও পড়ুনঃ প্রসেনজিৎ বাদ! কাকে ইন্ডাস্ট্রির একমাত্র ষ্টার বললেন চিরঞ্জিত? নামটা জানলে চমকে যাবেন

Sandhyatara, Sandhyatara new promo

আরও পড়ুনঃ বিয়ের পরে খসে পড়েছে রুপের মুখোশ, শেষে ঠাম্মির কাছে গিনি, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র দুর্ধর্ষ পর্ব

সম্প্রতি স্টার জলসার তরফ থেকে ‘সন্ধ্যাতারা’র নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সন্ধ্যা (Sandhya) মৃত্যুর মুখ থেকে ফিরে আসায় বিজয়া মাঠান, আকাশনীলরা ভীষণ খুশি। একগাল হাসি নিয়ে বিজয়া মাঠান বলে, ‘বৌমা আমার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে মানে আজ ও যা চাইবে তাই পাবে’। একথা শুনে আকাশনীল হাসতে হাসতে স্ত্রীকে জিজ্ঞেস করে, ‘আকাশের চাঁদ চাই?’

Sandhyatara promo, Sandhya and Akashneel

স্বামীর প্রশ্নের উত্তরে সন্ধ্যা বলে, ‘তারা চাই’। একথা শুনে অবাক হয়ে আকাশনীল জিজ্ঞেস করে, ‘কোন তারা?’ তখনই তারাকে নিয়ে ঘরে ঢোকে খনপ্রভা। সে সরাসরি জিজ্ঞেস করে, ‘দেখ তো নীল চিনিস নাকি একে?’ প্রাক্তন প্রেমিকাকে বাড়িতে দেখে অবাক হয়ে যায় আকাশনীল।

বোনকে এভাবে দেখে সন্ধ্যাও চমকে ওঠে। তখনই পাশ থেকে টিটকিরি কেটে আকাশের মেজ কাকা বলে, ‘ও শালি নাকি আধি ঘরওয়ালি’। কাকাশ্বশুরের মুখে একথা শুনেই চোখ বড় বড় হয়ে যায় সন্ধ্যার। তাহলে কি এভাবেই ফাঁস হয়ে যাবে আকাশনীল এবং তারার সম্পর্কের কথা? সত্যিটা জানার পর কোন দিকে মোড় নেবে সন্ধ্যা, আকাশনীল এবং তারার জীবন? উত্তর মিলবে ধারাবাহিকের বিশেষ দুই পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥