• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পরে খসে পড়েছে রুপের মুখোশ, শেষে ঠাম্মির কাছে গিনি, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র দুর্ধর্ষ পর্ব

ইচ্ছে পুতুলে (Icche Putul) অনেক চেষ্টা করেও লম্পট রূপের সাথে গিনির বিয়েটা আটকাতে পারেনি মেঘ (Megh)। উল্টে মেঘ নিজেই চরম অপমানিত হয়েছে গাঙ্গুলি বাড়িতে। অন্যদিকে বিয়ের পর ইতিমধ্যেই শ্বশুরবাড়িতে চলে এসেছে গিনি। কিন্তু বিয়ে বাড়ি হলেও সেখানে লোকজনের লেশ মাত্র নেই। অন্যদিকে রুপ যে আসলে কেমন ছেলে তা ইতিমধ্যেই খানিকটা হলেও আঁচ করতে পারছে, লাল আর মিনি।

বিয়ের দিনেই রূপ তার বন্ধুদের সামনেই মিনির সাথে অসভ্যতামি করেছিল। এছাড়া বিয়ের দিন বারবার রূপকে মদ খেতে দেখে আর বেফাঁস কথা বলতে শুনে বিরক্ত লালও। কিন্তু তারা দুজনেই ভয়ে চুপ রয়েছে। অন্যদিকে মেঘ ভীষণ আত্মবিশ্বাসী খুব তাড়াতাড়ি গিনির সামনেই খুলে যাবে রূপের মুখোশ। তাই মেঘ ইতিমধ্যেই সাবধান করে দিয়েছে তার দিদি ময়ূরী এবং নীলকে (Mayuri-Neel)

   

Iccheputul serial Rup's truth reveal soon

আর মেঘের এই আত্মবিশ্বাসটাই এখন রীতিমতো ভাবাচ্ছে নীলকে।তাই সে নিজের মনেই এখন প্রশ্ন করতে শুরু করেছে আসলে কি তারা রূপের সাথে গিনির বিয়ে দিয়ে সত্যিই কোন বড় ভুল করে ফেলল? আগামী পর্বে দেখা যাবে রূপের বাবা তাকে সরাসরি জানিয়ে দেবে এবার থেকে অফিসের কাজ না করলে সে আর কোন পকেট মানি পাবে না।

আরও পড়ুনঃ পর্দার থেকেও কঠিন বাস্তবের ছোটবেলা, ‘মা’ সিরিয়ালের ঝিলিকের কাহিনী সত্যিই চোখে জল আনার মত

বিয়ে করার পরেও পকেট মানি বন্ধ করে দেওয়ার কথা শুনে রূপ ভীষণ চিৎকার করবে তার বাবার ওপর। কিন্তু এসবের কারণ কিছুই বুঝতে পারছে না গিনি। তাই  দরজায় আড়ি পাতবে গিনি। কিন্তু শুধু একটা শর্ত ছাড়া আর কোন কথাই ঠিকমতো সে শুনতে পাবে না।

আরও পড়ুনঃ বাস্তবের মত স্বামী-স্ত্রী হয়েই কামব্যাক করছেন অর্ণব-ঈপ্সিতা! সুখবর পেতেই উচ্ছসিত ভক্তরা

Iccheputul serial Gini comes to know Rup's real character

তবে জানা আছে ধারাবাহিকের আসন্ন পর্বে রূপ নিজেই গিনিকে জানাবে তার বিয়ে করা আসল উদ্দেশ্য কি ছিল। সেইসাথে গিনি জেনে যাবে রূপের বারবার মদ খাওয়া থেকে একাধিক মেয়ের সাথে তার সম্পর্কের কথাও। রূপের সমস্ত কুকীর্তি ফাঁস হওয়ার পর গিনি কাঁদতে কাঁদতে চলে যাবে ঠাম্মির কাছে।

https://www.youtube.com/watch?v=7olLYFebf0c&pp=ygUf4KaH4Kaa4KeN4Kab4KeHIOCmquCngeCmpOCngeCmsg%3D%3D

অন্যদিকে মেঘ আগে থেকেই ময়ূরীকে সাবধান করায় এখন ময়ূরী প্ল্যান করছে নীলের সাথে তার বিয়ে না হওয়া পর্যন্ত আপাতত কিছুদিনের জন্য হলেও বিষয়টাকে যে করেই হোক ম্যানেজ করতে হবে তাকে। তাই এখন দেখার  রূপের আসল  চেহারা ঠিক কবে গিনির সামনে আসে।