বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) স্বর্ণযুগের তারকাদের মধ্যে একজন হলেন চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। তিনি যে কত সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তা গুনে শেষ করা যাবে না। একাধিক খ্যাতনামা পরিচালকের পছন্দের অভিনেতা ছিলেন তিনি। এখন অবশ্য বড়পর্দায় সেভাবে দেখা যায় না তাঁকে। তবে সম্প্রতি অভিনেতার একটি বক্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে সর্বত্র।
টলিউডের বুকে স্টার কারা রয়েছে? এখন লাখ টাকার প্রশ্ন হল এটা। সুপারস্টার (Superstar) কারা? সুপারস্টার হওয়া সংজ্ঞাটাই বা কী? এই নিয়ে একেক জনের একেক রকম মত। শুধু কি কয়েকটা হিট ছবি করলেই সুপারস্টার হয়ে যাওয়া যায় নাকি আরও অনেক মাপকাঠি আছে? এসব কিছু নিয়েই মুখ খোলেন চিরঞ্জিত।
জনপ্রিয় এই অভিনেতা সাফ জানান, এই সময় স্টার আছে বলে তাঁর মনে হয় না। যদিও একজন শিল্পীর নাম নেন তিনি। তবে সেই নাম দেখলে প্রথমে খানিকটা অবাক লাগে। চিরঞ্জিত আগেই বলেছিলেন, প্রসেনজিৎ একা নন, বরং টলিউডকে এগিয়ে নিয়ে গিয়েছেন সকলে মিলে। কিন্তু তাই বলে বুম্বাদার সাফল্যকে ছোট করেননি তিনি। তবে চিরঞ্জিতের চোখে সুপারস্টার অন্য কেউ।
আরও পড়ুনঃ বিয়ের পরে খসে পড়েছে রুপের মুখোশ, শেষে ঠাম্মির কাছে গিনি, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র দুর্ধর্ষ পর্ব
সুপারস্টার হওয়ার সঙ্গে সময়ের একটা বিরাট সংযোগ রয়েছে বলে মত চিরঞ্জিতের। অর্থাৎ ঠিক সময়ে শ্যুটিং সেটে এলে তিনি সুপারস্টার নন! অন্তত এমনটাই মত তাঁর। উদাহরণ হিসেবে চিরঞ্জিত রাজেশ খান্নার নাম নেন। সঞ্চালক শাশ্বত আবার এর বিরোধিতা করে বলেন, তবে অমিতাভ বচ্চন তো ঠিক সময়ে শ্যুটিংয়ে যান। তার মানে কি উনি তারকা নন?
আরও পড়ুনঃ বড্ড অসহায় লাগছে, আর পারছি না! পুজোর আগে সন্তানহারা হয়ে শোকস্তব্ধ মোনালি ঠাকুর
জবাবে চিরঞ্জিত আবার বলেন, ‘এটা ঠিক বলেছো তুমি যে উনি সময়ে যান। তবে আমি আবার উৎপলদার থেকে অন্য গল্প শুনেছি। যে সবাই কীভাবে ওনার জন্য অপেক্ষা করতো। তো আমার সঙ্গে এসব কিছুই যায় না। আমি মধ্যবিত্ত। আমি ঠিক সময়ে যেতাম’। এরপরেই অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) নাম নেন।
অভিনেতা বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে একজনই স্টার আছে। সেটা হল ঋতু। আমি চোখের সামনে ওঁর স্টারডম দেখেছি। কেন বলবো? ও ঠিক সময়ে শ্যুটিংয়ে পৌঁছয় না এবং সেটায় কারোর কিছু করার নেই। আমি একজনকেই দেখেছি’। একথা বলেই হো হো করে হেসে ফেলেন চিরঞ্জিত। অভিনেতা এরপর বলেন, ম্যাডাম সেন এই রকম স্টারডম ধরে রাখতে পারতেন। আর কেউ না।