• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিদির জন্য ভালোবাসার বিসর্জন, ভাগ্য করে মেলে এমন বোন! ‘সন্ধ্যাতারা’ দেখে চোখে জল দর্শকদের

Updated on:

Star Jalsha Bengali serial Sandhyatara serial Tara giving sacrifices for sister Sandhya

বাংলা টেলিভিশনের একঘেয়ে পরকীয়া-কুটকচালির ভিড়ে দুই বোনের ভালোবাসার কাহিনী নিয়ে শুরু হয়েছে ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) ধারাবাহিকটি। ভিন্ন স্বাদের গল্প দেখিয়ে খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে এই সিরিয়াল (Bengali Serial)। এখন যেখানে নিজের স্বার্থের জন্য এক বোন আরেক বোনের সংসার ভেঙে দেয়, সেখানে দিদির মুখ চেয়ে নিজের ভালোবাসার বলিদান দিয়েছে তারা।

সন্ধ্যা-তারার মধ্যেকার এই নিঃস্বার্থ ভালোবাসাই স্টার জলসার (Star Jalsha) এই সিরিয়ালের মূল আকর্ষণ। এক বোন আরেক বোনের জন্য কতখানি কষ্ট সহ্য করতে পারে তা প্রত্যেক পদে পদে প্রমাণ করেছে তারা। সন্ধ্যার সংসার পাততে গিয়ে সে শুধু নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে দেয়নি, বরং অসম্ভব মানসিক যন্ত্রণাও সহ্য করছে।

Sandhyatara, Sandhyatara serial Tara, Sandhyatara serial Tara crying

আকাশনীলকে ছেড়ে দেওয়ার পর প্রচণ্ড কষ্ট পেয়েছিল তারা (Tara)। কিন্তু দিদির মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে নিজেকে সামলে নিয়েছিল সে। কিন্তু সেই সময় ফের তারার সামনে এসে হাজির হয় আকাশনীল (Akashneel)। কেন তাকে ছেড়ে চলে গিয়েছিল? বারবার তারাকে এই প্রশ্ন করতে থাকে সে। ইচ্ছা থাকলেও আকাশকে সত্যিটা বলতে পারে না তারা।

আরও পড়ুনঃ গল্পে দম থাকলেও TRP নেই, আচমকাই বন্ধ হচ্ছে জি বাংলার দুই সিরিয়াল, মাথায় হাত দর্শকদের

তবে শুধু এটুকুই নয়, এখন আবার তারা এবং আকাশনীলের সম্পর্ক সবার সামনে নিয়ে আসার ছক কষেছে রিন্টু। সন্ধ্যা (Sandhya) যখন হাসপাতালে ভর্তি ছিল তখন সে তারাকে বিজয়া মাঠানের সামনে নিয়ে আসার চেষ্টা করেছিল। কিন্তু শেষ মুহূর্তে সেখান থেকে পালিয়ে যায় তারা। কিন্তু রিন্টুও হার মানার পাত্র নয়। শীঘ্রই সন্ধ্যা, বিজয়া মাঠান সহ সবার সামনে তারা এবং আকাশনীলের সম্পর্কের কথা ফাঁস করে দেবে সে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সেই প্রোমো।

আরও পড়ুনঃ বাঙালি সংস্কৃতির অপমান! গর্ভবতী স্ত্রীয়ের পেট দেখিয়ে নেটিজেনদের রোষের মুখে সুপারস্টার জিৎ

Sandhyatara, Sandhyatara serial, Sandhyatara serial Tara and Rintu

এতদিন ধরে সন্ধ্যার কাছে নিজের এবং আকাশনীলের অতীতের সম্পর্কের কথা লুকিয়ে রেখেছিল তারা। সেই জন্য কম মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়নি তাঁকে। কিন্তু এবার সেই সত্যিটাই সবার সামনে ফাঁস করে দেবে রিন্টু। এই নোংরা চক্রান্তের জেরে তারার এতদিনের লড়াই এবার ব্যর্থ হতে চলেছে। আর সেটা দেখেই চোখে জল এসে গিয়েছে দর্শকদের একাংশের।

মেজদির সংসার বাঁচাতে, তার মুখে হাসি ফোটাতে এতদিন ধরে প্রচুর দুঃখ, কষ্ট সহ্য করেছে তারা। কিন্তু তা সত্ত্বেও এবার তাকে সবার সামনে এনে ছোট করবে রিন্টু। এই ভয়ঙ্কর চক্রান্তে কি তাহলে নষ্ট হয়ে যাবে সন্ধ্যা-তারার ভালোবাসার মোড়া এই সম্পর্ক? ব্যর্থ হবে তারার সকল বলিদান? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥