• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যেমন সাজ তেমন সুন্দর অভিনয়! ‘সন্ধ্যাতারা’তে ফুলশয্যার দৃশ্য দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা

Published on:

Star Jalsha Bengali serial Sandhyatara Sandhya reception look praised by audience

Sandhyatara Serial Sandhya Flowerbed Scene: স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) একেবারে জমে উঠেছে। খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মনে স্থান করে সন্ধ্যা (Sandhya), তারা এবং আকাশনীলের (Akashneel) সিরিয়াল। দুই বোনের মধ্যেকার ভালোবাসা এবং আত্মত্যাগের কাহিনী দেখানো হয়েছে ‘সন্ধ্যাতারা’য়। আর সেটাই মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের।

‘সন্ধ্যাতারা’ যারা দেখেন তাঁরা জানেন, ভাগ্যের ফেরে আকাশনীলকে ভালোবেসে ফেলেছে সন্ধ্যা এবং তারা দু’জনেই। তবে আকাশনীল তারাকেই ভালোবাসে, তাঁকেই বিয়ে করতে চায়। কিন্তু শেষ পর্যন্ত দিদির জন্য নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে দেয় তারা। অপরদিকে আকাশনীলও মায়ের পছন্দের মেয়ে সন্ধ্যাকে বিয়ে করে নেয়।

SandhyaTara Akashneel Marriage new promo comes out with a big twist

তবে সন্ধ্যাকে বিয়ে করলেও আকাশনীল এখনও তারাকেই ভালোবাসে এবং তাঁর সঙ্গেই নিজের জীবন কাটাতে চায়। সেই জন্য বিয়ের পর থেকে সন্ধ্যার সঙ্গে দুর্ব্যবহার করে চলেছে সে। এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে সন্ধ্যা এবং আকাশনীলের বৌভাতের (Reception) প্রোমো।

সম্প্রতি স্টার জলসার তরফ থেকে সন্ধ্যা এবং আকাশনীলের বৌভাত তথা ফুলশয্যার প্রোমো (Promo) শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুরোদস্তুর বাঙালি বউদের মতো ফুলের সাজে সেজে উঠেছে সন্ধ্যা। অপরদিকে আকাশনীলের পরনে রয়েছে নীল রঙের একটি স্যুট।

আরও পড়ুনঃ নতুন ‘মহানায়ক’ পেল বাংলা! শুভশ্রী-সায়ন্তিকা সহ এই তারকাদের সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী

Sandhyatara, Sandhyatara promo, Sandhya and Akashneel

‘সন্ধ্যাতারা’র নতুন প্রোমোয় দেখা গিয়েছে, আকাশের দিকে দুধের গ্লাস এগিয়ে দেয় সন্ধ্যা। কিন্তু আকাশনীল তখন স্পষ্ট বলে দেয়, সে এই বিয়ে মানে না। বরং সে অন্য একজনকে ভালোবাসে। আর তাঁর ভালোবাসার মানুষ যদি তাঁর জীবনে আবার ফিরে আসতে চায় তাহলে সে সন্ধ্যাকে ছেড়ে আবার তাঁকেই বেছে নেবে।

আরও পড়ুনঃ সিরিয়াল থেকে সোজা সিনেমার নায়িকা, বাকিদের থেকে কেন পিছিয়ে ‘নিম ফুলের মধু’র পর্ণা?

স্বামীর মুখে একথা শুনে সন্ধ্যাও চ্যালেঞ্জ করে সে আকাশনীল একদিন ঠিক তাঁকে ভালোবাসবেই। যদিও সন্ধ্যা এখনও জানে না, তাঁর স্বামী যে মেয়েটিকে ভালোবাসে সে আর কেউ নয়, বরং তাঁর ছোট বোন তারা। জমজমাট এই প্রোমো যেমন একদিকে দর্শকদের মধ্যে সিরিয়াল নিয়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে, তেমনই আবার সন্ধ্যার বাঙালিয়ানা লুকেরও সকলে প্রশংসা করেছেন। সব মিলিয়ে শুরু হতে না হতেই ‘সন্ধ্যাতারা’ যে দর্শকমহলে বাম্পার হিট হয়ে গিয়েছে তা একেবারে পরিষ্কার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥