Uttam Kumar death anniversary Mahanayak Sonman 2023: প্রত্যেক বছর ২৪ জুলাই তথা ‘মহানায়ক’ উত্তম কুমারের (Mahanayak Uttam Kumar) মৃত্যুবার্ষিকীর দিনটিকেই রাজ্য সরকারের তরফ থেকে ‘মহানায়ক সম্মান’ (Mahanayak Samman) দেওয়ার বেছে নেওয়া হয়। এই দিনেই বিনোদন দুনিয়ার তারকাদের হাতে উত্তম কুমারের নামে নামাঙ্কিত এই পুরস্কার তুলে দেওয়া হয়। চলতি বছরও এর অন্যথা হয়নি। এই বছরও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), কোয়েল মল্লিক (Koel Mallick), সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee), শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা (Srabanti Chatterjee) সম্মানিত হলেন।
‘মহানায়ক’ উত্তম কুমারের নামে নামাঙ্কিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করে রাজ্য সরকার। এর আগেও টলিপাড়ার একাধিক তারকা ‘মহানায়ক’ এবং ‘মহানায়িকা’ সম্মানে ভূষিত হয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, নুসরত জাহান, সোহম চক্রবর্তীর মতো তারকাদের। এবার কারা পেলেন এই পুরস্কার?
চলতি বছর ‘মহানায়ক’ সম্মানে ভূষিত হয়েছে টলিউডের একাধিক তারকা। এই বছর এই সম্মানে ভূষিত হয়েছেন কোয়েল, শুভশ্রী, শ্রাবন্তী, অঙ্কুশ। শুধু তাই নয়, এখন অভিনয় জগতে দেখা না গেলেও ‘মহানায়ক’ সম্মান পেয়েছেন তৃণমূল ঘনিষ্ঠ সায়ন্তিকাও।
সেই সঙ্গেই এই বছর বিশেষ চলচ্চিত্র সম্মানে ভূষিত অয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং অভিনেত্রী সোহিনী সরকার। রাজ্য সরকারের কোনও পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই দুই পুরস্কার নতুনই বলা চলে। তবে শুধু অনির্বাণ-সোহিনী নন, বিশেষ চলচ্চিত্র সম্মানে ভূষিত হয়েছেন খ্যাতনামা পরিচালক হরনাথ চক্রবর্তীও।
আরও পড়ুনঃ সিরিয়াল থেকে সোজা সিনেমার নায়িকা, বাকিদের থেকে কেন পিছিয়ে ‘নিম ফুলের মধু’র পর্ণা?
চলতি বছরের ‘মহানায়ক’ পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ্যে আসা মাত্রই সমাজমাধ্যমে ঠাট্টা শুরু হয়ে গিয়েছে। শুভশ্রী, শ্রাবন্তী কী এমন ছবি করেছেন যে তাঁদের ‘মহানায়ক’ সম্মান দেওয়া হল? অনেক নেটিজেনই ছুঁড়েছেন এই প্রশ্ন। পাশাপাশি কেউ কেউ এও বলেছেন, সায়ন্তিকাকে দীর্ঘদিন অভিনয় জগতে দেখা যায় না। এখন রাজনীতির মঞ্চেই তিনি বেশি সক্রিয়। তাহলে তাঁকে কী হিসেবে এই সম্মানে ভূষিত করা হল?
আরও পড়ুনঃ কাঁটা চামচ দিয়ে খাচ্ছেন পান্তাভাত! সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক ‘রান্নাঘরের রানী’ সুদীপা
এই বছর প্রথম নয়, গত বছর নুসরতের ‘মহানায়ক’ সম্মান পাওয়া নিয়েও বিস্তর বিতর্ক হয়েছিল। তাঁর ছবিগুলির নাম তুলে ধরা অনেকে প্রশ্ন করেছিলেন, ‘মহানায়ক’র নামে নামাঙ্কিত একটি পুরস্কার পাওয়ার মতো যোগ্যতা কি তাঁর আদৌ আছে? এদিন অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সকলকে সম্মান দেওয়া হয়েছে। কাউকে বাদ দেওয়া হয়নি। যারা যোগ্য তাঁদের প্রত্যেককে ‘মহানায়ক’ সম্মানে ভূষিত করা হবে বলে জানান তিনি।