Neem Phuler Madhu actress Pallavi Sharma on her Filmy Debut: একটা সময় বাংলা সিরিয়ালের (Bengali Serial) অভিনেতা অভিনেত্রীদের বড় পর্দায় সিনেমার সুযোগ দেওয়ার আগে দুবার ভাবতেন সিনেমার নির্মাতারা। অনেকের মনেই একটা ধারণা ছিল রোজ দিন যাদের টিভির পর্দায় দর্শক দেখছেন তাদের দেখার জন্য সিনেমাহলে আর কেউ যাবেন না। কিন্তু এই ধারণা যে একেবারে ভুল, তা আগেই প্রমাণ করে দিয়েছিলেন খোদ বলিউড বাদশাহ শাহরুখ খান। টেলিভিশনের অভিনেতারাও যে সিনেমায় সফল হতে পারে সাফল্য পেতে পারেন তার অন্যতম উদাহরণ তিনি।
এছাড়া বাংলাতেও এমন অনেক উদাহরণ রয়েছে যারা ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করলেও পরবর্তীতে চূড়ান্ত সফল হয়েছেন বড়পর্দায়। তালিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, পাওলি দাম এর মত অসংখ্য অভিনেতা অভিনেত্রী। এই তালিকায় বর্তমানে রয়েছেন মিঠাই সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) কিম্বা গাঁটছড়া সিরিয়ালের নায়িকা খড়ি অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)।
যদিও তাঁদের অনেক আগেই ক্যারিয়ার শুরু করে এখনও পর্যন্ত বাংলা সিনেমার নায়িকা হতে পারেননি ছোট পর্দার জনপ্রিয় নায়িকা পল্লবী শর্মা (Pallavi Sharma)। বর্তমানে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালের নায়িকা পর্ণার চরিত্রে। তবে পল্লবীর অভিনয় জীবন শুরু হয়েছিল সানন্দা টিভির ‘নদের নিমাই’ সিরিয়ালের হাত ধরে।
যদিও পল্লবী জনপ্রিয়তা পেয়েছিলেন স্টার জলসার পর্দায় সম্প্রচারিত ‘কে আপন কে পর’ সিরিয়ালের জবা চরিত্রটি করে। যদিও সেই সময় এই সিরিয়ালের চিত্রনাট্যের জন্য তুমুল ট্রোলিংয়ের এর মুখেও পড়তে হয়েছিল পল্লবীকে। যদিও সেসব এখন অতীত। বর্তমানে দত্ত বাড়ির তারকাটা বউমা হয়েই টি আর পি তালিকায় ঝড় তুলছেন পল্লবী। তবে তাঁকে কেন এখনোও পর্যন্ত বড় পর্দায় দেখা যায়নি সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ কাঁটা চামচ দিয়ে খাচ্ছেন পান্তাভাত! সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক ‘রান্নাঘরের রানী’ সুদীপা
আরও পড়ুনঃ অসুস্থ শরীরেই চলছে শরীরচর্চা! ভক্তদের জন্য প্রেমিক রুবেলের হেলথ আপডেট দিলেন শ্বেতা
এ প্রসঙ্গে পল্লবী জানিয়েছেন ইচ্ছা থাকলেও তার কাছে উপায় নেই। সিরিয়াল করার জন্য চ্যানেলের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি। তাই সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসলেও এই মুহূর্তে তার পক্ষে তা করা সম্ভব নয়। তবে বর্তমানে সিরিয়ালে অভিনয় করলেও ভবিষ্যতে ওয়েব সিরিজে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী।