• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তারাকেই ভালোবাসে আকাশনীল, অবশেষে সত্যের মুখোমুখি সন্ধ্যা! টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Sandhyatara Sandhya might get to know about Tara Akashneel relationship

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে দুই বোনের মধ্যেকার ভালোবাসার কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই সিরিয়াল। সন্ধ্যা এবং তারা একে অপরের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। শুধুমাত্র দিদির খুশির জন্য নিজের ভালোবাসার বলিদান অবধি দিয়েছে তারা।

‘সন্ধ্যাতারা’র নিয়মিত দর্শকরা জানেন, ধারাবাহিকের নায়ক আকাশনীল (Akashneel) আসলে তারাকে (Tara) ভালোবাসে। কিন্তু ভাগ্যচক্রে তারার দিদি সন্ধ্যার (Sandhya) সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে সে। বিয়ের পরেও অবশ্য সে তারাকে ভুলতে পারেনি। আকাশনীল সন্ধ্যাকে সাফ বলে দেয়, তার ভালোবাসার মানুষ যদি কখনও তার জীবনে ফিরে আসতে চায় সে সব কিছু ছেড়ে আবার তার কাছে চলে যাবে। স্বামীর মুখে একথা শুনে সন্ধ্যাও আকাশনীলের প্রেমিকার খোঁজ লাগানো শুরু করে।

Sandhyatara, Sandhyatara serial, Sandhyatara serial Sandhya

আর সেই মেয়েকে খুঁজে বের করার দায়িত্ব দেয় বোন তারাকে। কারণ সন্ধ্যা এখনও জানে না, তার স্বামী যে মেয়েকে ভালোবাসে সে আর কেউ নয়, তার নয়নের মণি তারা। ইতিমধ্যেই আবার আকাশনীলের পিছু পিছু সন্ধ্যা কলকাতাতেও চলে এসেছে। আর এখানে এসেই এক বিরাট সত্যের সম্মুখীন হতে চলেছে সে।

আরও পড়ুন- ফাঁকা বাড়িতে শতদ্রুর সঙ্গে নোংরামি চলছে! শিমুলের চরিত্রের দিকে আঙুল তুলল পরাগ, ফাঁস ধামাকা পর্ব

‘সন্ধ্যাতারা’র আসন্ন পর্বে দেখতে পাবেন, তারার মেসের সামনে আকাশনীলের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যা। সেটা দেখে তার মনে প্রশ্ন জাগে। সে তারাকে সরাসরি জিজ্ঞেস করে, ‘এই তারা তোর জামাইবাবুর গাড়ি তোর মেসের সামনে কী করছে?’ মেজদির প্রশ্ন শুনে তারা বলে, ‘সেকি এটা জামাইবাবুর গাড়ি নাকি? বাঃ কী সুন্দর তো গাড়িটা!’

Sandhyatara, Sandhyatara serial, Sandhyatara serial Sandhya and Tara

আরও পড়ুন- কাউন্টডাউন প্রায় শেষ, বিয়ের পিঁড়িতে বসছেন রুবেল? শ্বেতার ছবি শেয়ার করে দিলেন বড় আপডেট

এরপরেই বোনকে সরাসরি সন্ধ্যা জিজ্ঞেস করে, ‘সত্যি করে বল তারা, এই গাড়ি এখানে কী করছে? তারা, তুই ওই ডানা কাটা পরী?’ একথা শুনেই মুখ শুকিয়ে যায় তারার। তাহলে কি সব সত্যি জেনে গেল সন্ধ্যা? আকাশনীলের শহুরে প্রেমিকা যে আর কেউ নয়, তার নিজের বোন একথা জানার পর সে কী করবে? আপাতত এমনই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে। উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥