• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাউন্টডাউন প্রায় শেষ, বিয়ের পিঁড়িতে বসছেন রুবেল? শ্বেতার ছবি শেয়ার করে দিলেন বড় আপডেট

Published on:

Srijan actor Rubel Das starts countdown for his girlfriend Sweta Bhattacharya

বাংলা টেলিভিশনের জগতে অত্যন্ত মিষ্টি একটি জুটি হলেন রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য (Rubel Das-Sweta Bhattacharya)। একই সাথে ‘যমুনা ঢাকি’ (Jamnuna Dhaki) সিরিয়াল করার সুবাদেই বন্ধুত্ব থেকে প্রেম হয় তাঁদের। এখন বেশ খুল্লাম খুল্লাই চুটিয়ে প্রেম করেন রুবেল শ্বেতা দুজনেই। সোশ্যাল মিডিয়াতেও হামেশাই ধরা পরে তাঁদের বিভিন্ন আদুরে  মুহূর্তের ছবি। প্রিয় জুটির পর্দার প্রেম বাস্তবে গড়ানোর পর থেকে দারুন খুশি তাঁদের ভক্তরাও।

তাই অনুরাগীরাও অপেক্ষা করে বসে রয়েছেন পর্দার এই জুটির চার হাত বাস্তবে কবে এক হওয়ার জন্য। এরইমধ্যে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার  সোশ্যাল মিডিয়ায় প্রেমিকা শ্বেতার একটি মজার এক্সপ্রেশনের ছবি শেয়ার করে নিয়ে রুবেল লিখেছেন ‘কাউন্টডাউন প্রায় শেষ! আর মাত্র দুদিনের অপেক্ষা আমার কিউটি।’ যা দেখে অনুরাগীদের মনে প্রশ্ন তাহলে কি খুব শিগগিরই সেই শুভক্ষণ আসছে?

Srijan actor Rubel Das starts countdown for his girlfriend Sweta Bhattacharya

দুদিন পরে কি বিয়ে করছেন রুবেলের শ্বেতা? নাকি অন্য কোন বড়সড়ো আপডেট আছে তাদের বিয়ে নিয়ে? তবে এখানে বলে রাখি আসল ঘটনা কিন্তু তা নয়,আসলে দুদিন পর অর্থাৎ ২১ তারিখ সে তার জন্মদিন। তাই তারই কাউন্টডাউন শুরু  করে এমন ক্যাপশন দিয়েছেন রুবেল। প্রসঙ্গত কিছুদিন আগেই গিয়েছে রুবেলের জন্মদিন। প্রেমিকের জন্মদিনে দিনটাকে স্পেশাল করে তুলতে কোন কমতি রাখেনি শ্বেতা।

পরিবারের সদস্যদের নিয়েই জন্মদিনের সেলিব্রেশনে মেতে  ছিলেন অভিনেতা রুবেল দাস। আর এবার আসছে শ্বেতর  জন্মদিন। তাই দেখার এবার শ্বেতার জন্মদিনটাকে রুবেল কতটা স্পেশাল করে তুলতে পারেন। প্রসঙ্গত মাস খানেক আগে  আগে একটি বড়সড়ক দুর্ঘটনার মুখে পড়েছিলেন রুবেল। তারপর থেকে বেশ কিছুদিন ধরে বাড়ি বসে ওয়ার্ক ফ্রম হোম শুটিং করছিলেন রুবেল।

আরও পড়ুন: সূর্য অতীত, দর্শকদের মন জিততে জুটি বাঁধছে দীপা-স্বয়ম্ভূ! ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটপাড়া

Srijan actor Rubel Das starts countdown for his girlfriend Sweta Bhattacharya

আরও পড়ুন: রাজু রাস্তোগিকে মনে আছে? ‘৩ ইডিয়টস’ সুপারহিট হলেও বলিউড থেকে দূরে এভাবে দিন কাটাচ্ছেন অভিনেতা

তবে সদ্য চোট সরিয়ে সিরিয়ালের সেটে কামব্যাক করেছেন পর্দার সৃজন। আর এই কঠিন সময়ে রুবেলের পাশে সারাক্ষণ ছিলেন তার প্রেমিকা শ্বেতা। ওই কঠিন সময়টায় শ্বেতার পাশে থাকার  প্রসঙ্গে সম্প্রীতি সংবাদমাধ্যমে রুবেল জানিয়েছেন ‘অনেক কাছের মানুষকেও অনেকে এইরকম সময় পাশে পায় না। যেভাবে শ্বেতা এই সময়টাতে আমার পাশে ছিল। যেভাবে প্রত্যেকটা সময় আমার খেয়াল রেখেছে। শ্যুটিংয়ের সময়ও বাড়িতে এসেছে রোজ। যাতে আমি একা বোধ না করি, ডিপ্রেশনে না ভুগি। আমার পরিবার এই সময় যেভাবে আমার জন্য করেছে, ও ঠিক ততটাই করেছে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥