• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে মধুর মিলন! সন্ধ্যাকে কাছে টেনে নিল আকাশনীল, ভরপুর রোম্যান্স দেখে দিলখুশ দর্শকদের

Published on:

Sandhyatara Akashneel and Sandhya comes close romantic promo viral

অবশেষে কাছাকাছি এল সন্ধ্যা-আকাশনীল। ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) ধারাবাহিকটির দর্শকরা এতদিন ধরে দু’জনের মিল দেখার অপেক্ষাতেই ছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। নেশার ঘোরে সন্ধ্যাকে কাছে টেনে নিল তার ‘হুলোবাবু’। ধারাবাহিকের (Bengali Serial) সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে এই দৃশ্য।

স্টার জলসার (Star Jalsha) এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন, সন্ধ্যাকে বিয়ে করলেও আকাশনীল এখনও তাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি। তার ধারণা, সে এখনও তারাকেই ভালোবাসে। যদিও মনে মনে আকাশ কিন্তু সন্ধ্যাকে (Sandhya) ভালোবেসে ফেলেছে। সেই কারণে সন্ধ্যার কিছু হলে পাগল পাগল দশা হয় তার। এমনকি নেশার ঘোরেও তারার কাছে না গিয়ে সন্ধ্যার কাছে যায় সে।

Sandhyatara serial Sandhya and Akashneel gets intimate

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়, রাতের অন্ধকারে সন্ধ্যার কাছে আসে আকাশনীল (Akashneel)। এরপর যাবতীয় দূরত্ব ঘুচিয়ে ঘনিষ্ঠ হয় তারা। প্রথমবার হুলোবাবুকে এতটা কাছে পেয়ে আনন্দে ভরে ওঠে সন্ধ্যার মন। দু’চোখ বেয়ে জলও পড়তে থাকে তার। সকালে ঘুম থেকে আকাশকে আদরে-সোহাগে ভরিয়ে দিতে দেখা যায় তাকে।

আরও পড়ুনঃ জেলের ভেতর ফুলকির ভাসান ডান্স, হাসছে পুলিশ! সিরিয়ালের গাঁজাখুরি দেখে ধুয়ে দিল দর্শকেরা

দীর্ঘ অপেক্ষা শেষে সন্ধ্যা-আকাশের এই মধুর মিলন দেখে মন ভরে গিয়েছে দর্শকদের। তবে অনেকে আবার এই রোম্যান্স দেখে অসন্তোষও প্রকাশ করেছেন। ছিঃ ছিঃ করছেন বহু দর্শক। একজন যেমন লিখেছেন, ‘এখন সব জায়গাতেই এই। বাড়ির লোকের সঙ্গে বসে আর কোনও কিছু দেখা যাবে না’।

Sandhyatara serial Sandhya and Akashneel gets intimate

প্রসঙ্গত, একদিকে সন্ধ্যা-আকাশের কাছে আসা দেখালেও, খুব শীঘ্রই আসতে চলেছে তারার প্রেগন্যান্সির ট্র্যাক। সিরিয়ালের নতুন প্রোমোয় দেখা গিয়েছে এই দৃশ্য। দিন কয়েক আগে স্টার জলসার তরফ থেকে ‘সন্ধ্যাতারা’র আগামী পর্বের ঝলক শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বোনকে ঠাটিয়ে থাপ্পড় মারছে সন্ধ্যা। আকাশনীল তাকে থামাতে এলে সে বলে, বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছে তারা।

আরও পড়ুনঃ বিয়ের পিঁড়িতে ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেত্রী! ফাঁস হয়ে গেল হবু স্বামীর নাম পরিচয় সহ বিয়ের দিনক্ষণ

প্রাক্তন প্রেমিকার প্রেগন্যান্সির কথা শুনে মুখ শুকিয়ে যায় আকাশের। ক্ষীণ গলায় সে জিজ্ঞেস করে, এই সন্তানের বাবা কে? কিন্তু তারা কোনও উত্তর দেয় না। তবে সন্ধ্যা জানিয়ে দেয়, তারার গর্ভের সন্তানের পিতাকে সে ঠিক খুঁজে বের করবে এবং তার সঙ্গেই বোনের বিয়ে দেবে। এই খোঁজ করতে গিয়েই কি তাহলে তারা-আকাশের অতীতের কথা জানতে পারবে সন্ধ্যা?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥