• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পিঁড়িতে ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেত্রী! ফাঁস হয়ে গেল হবু স্বামীর নাম পরিচয় সহ বিয়ের দিনক্ষণ

Published on:

Anurager Chhowa Labanya actress Rupanjana Mitra is getting married soon

স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। একটা সময় সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপার হতো এই মেগা। এখন রেটিং কিছুটা কমলেও দর্শকমহলে ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু একই আছে। আজ এই ‘অনুরাগের ছোঁয়া’ ভক্তদের জন্যই একটি দারুণ সুখবর নিয়ে এসেছি আমরা। শীঘ্রই বিয়ে (Marriage) করতে চলেছে সিরিয়ালের অন্যতম প্রধান অভিনেত্রী।

‘অনুরাগের ছোঁয়া’ এমন একটি ধারাবাহিক যেখানে নায়ক-নায়িকার পাশাপাশি পার্শ্বচরিত্রে অভিনয় করা তারকারাও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। সূর্য-দীপা তো বটেই, লাবণ্য, জয়, ঊর্মিরাও এখন হয়ে গিয়েছে দর্শকদের নয়নের মণি। লাবণ্য অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রই (Rupanjana Mitra) খুব তাড়াতাড়ি গাঁটছড়া বাঁধতে চলেছেন।

Rupanjana Mitra Ratool Mukherjee marriage

‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে নায়ক সূর্যর মায়ের ভূমিকায় অভিনয় করছেন রূপাঞ্জনা। সিরিয়ালে তাঁর চরিত্রের গুরুত্ব অনেকখানি বেশি। সূর্য-দীপার মিল করানো হোক বা বিচ্ছেদ- সব কিছুতেই লাবণ্যর (Labanya) হাত থাকে। সদ্য যেমন ছেলে-বৌমার ডিভোর্স করিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ রিসর্টে এসে জিষ্ণুর সঙ্গে ফুর্তি করছে, ময়ূরীর কথায় ফের মেঘকে ভুল বুঝলো নীল! ফাঁস তুলকালাম পর্ব

রূপাঞ্জনার হবু স্বামীর নাম রাতুল। টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ তিনি। বেশ কয়েক ধরে সম্পর্কে আছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভালোবাসায় মোড়া নানা ছবি শেয়ার করতে দেখা যেত রূপাঞ্জনা-রাতুলকে। এবার এই ‘লাভ বার্ডস’ই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে বলে খবর।

Rupanjana Mitra and Ratoo Mukherjee, Rupanjana Mitra marriage, Rupanjana Mitra second marriage

গত ফেব্রুয়ারি মাসে পাহাড়ের কোলে আংটি বদল করেছিলেন রূপাঞ্জনা-রাতুল। ছেলেকে সাক্ষী রেখে জীবনের নতুন অধ্যায় শুরুর দিকে এক ধাপ এগিয়েছিলেন অভিনেত্রী। এবার সাত পাক ঘুরে সেই সম্পর্ককেই পরিণতি দেওয়ার পালা। শোনা যাচ্ছে, ডিসেম্বর মাসেই গাঁটছড়া বাঁধবেন পর্দার লাবণ্য।

আরও পড়ুনঃ ইশার মুখে ঝামা! পর্ণা প্রপোজ করতেই বাবুউউ পুরো ফ্ল্যাট, আজকের আগাম পর্ব না দেখলে চরম মিস

প্রসঙ্গত, রূপাঞ্জনা এর আগেও একবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১৭ সালে ইতি পড়ে সেই সম্পর্কে। এরপর থেকে একা হাতেই ছেলেকে সামলাচ্ছেন অভিনেত্রী। পরবর্তীকালে তাঁর জীবনে আসেন রাতুল। রূপাঞ্জনার থেকে তাঁর হবু স্বামী প্রায় ৬ বছরের ছোট। যে কারণ একটা সময় প্রচুর কটাক্ষ শুনতে হয়েছে তাঁদের। তবে নিন্দুকদের কথ গায়ে না মেখে একে অপরের হাতটা আরও শক্ত করে ধরেছেন তাঁরা। প্রকৃত ভালোবাসার বয়স যে ভীষণ তুচ্ছ তা প্রমাণ করে দিয়েছেন রূপাঞ্জনা-রাতুল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥