• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যি জেনে তারার জীবন দুর্বিষহ করবে নীল! টিভির আগে ফাঁস হওয়া ধুন্ধুমার পর্ব না দেখলেই মিস

Updated on:

Star Jalsha,Bengali serial,Sandhyatara,Akashneel,Sandhya,Tara,Serial,Television,TV serial,স্টার জলসা,বাংলা সিরিয়াল,সন্ধ্যাতারা,আকাশনীল,সন্ধ্যা,তারা,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,Entertainment,Entertainment news,Bangla khobor,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

স্টার জলসার (Star Jalsha) ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) ধারাবাহিকটি এখন একেবারে জমে উঠেছে। সবেমাত্র মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সন্ধ্যা। স্বামী-শাশুড়ির হাত ধরে সদ্য শ্বশুরবাড়ি ফিরেছে সে। স্ত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসায় আকাশনীলও প্রচণ্ড খুশি। কিন্তু দুর্ভাগ্যবশত এই খুশি দীর্ঘস্থায়ী হল না। করণ গ্রামে ফিরতে না ফিরতেই সে জেনে গেল সন্ধ্যা (Sandhya) এবং তারা আসলে দুই বোন।

‘সন্ধ্যাতারা’ ধারাবাহিক (Bengali Serial) যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, সন্ধ্যার সঙ্গে বিয়ে হলেও আকাশনীল আসলে তারাকে ভালোবাসে। যদিও সে এতদিন জানতো না, সন্ধ্যা এবং তারা আসলে দুই বোন। কিন্তু এবার আসল সত্যির সম্মুখীন হল সে। শুধু তাই নয়, তারার মুখ থেকে সব সত্যি জানার পর সন্ধ্যা এবং তারার জীবন বরবাদ করে দেওয়ার শপথও নেয় আকাশনীল (Akashneel)

Sandhyatara, Sandhyatara serial Tara and Akashneel

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে, সন্ধ্যার বড়দির সঙ্গে তারাকে (Tara) কথা বলতে দেখে নেয় আকাশনীল। দু’জনের কথোপকথন শুনে সে বুঝে যায়, সন্ধ্যার ছোট বোন আর কেউ নয় বরং তারাই। এরপর তারার সামনে এসে রাগে ফেটে পড়ে আকাশনীল। সেই সঙ্গেই সন্ধ্যার মা সহ সম্পূর্ণ পরিবারকে ‘ঠগ’ বলেও সম্বোধন করে সে।

আরও পড়ুনঃ ‘দ্যা শো মাস্ট গো অন’! বাবার মৃত্যু দিনেও ছাড় নেই, দর্শকদের ব্যবহার নিয়ে আক্ষেপ কুমার শানুর

আকাশনীল সবটা জেনে গিয়েছে দেখে তারা নিজে মুখে সব সত্যি স্বীকার করে নেয়। দিদির খুশির জন্য আকাশনীলকে ছেড়ে দেওয়া থেকে শুরু করে এতদিন নিজের পরিচয় গোপন রাখা- সবটা মেনে নেয় তারা। আর সবকিছু শোনার পর আরও রেগে যায় আকাশ।

আরও পড়ুনঃ মিশকাকে খুন করে জেলে যাবে সূর্য! আবারও আলাদা দীপা, টিভির আগে ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

Sandhyatara, Sandhyatara serial Tara and Akashneel

সে সাফ বলে, নিজের মেজদির সংসার পাততে গিয়ে তারা এসব করেছে। সেই জন্য এবার সে নিজে হাতে সন্ধ্যার জীবন তছনছ করে দেবে। সেকথা শুনে আকাশনীলের পা ধরে কাঁদতে থাকে তারা। কিন্তু তাতেও আকাশের মনে গলে না।

আকাশনীল তারাকে বলে, সন্ধ্যা ফিরে আসার খুশিতে বিকেলে তাদের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই সবার সামনে সব সত্যি ফাঁস করবে সে। একথা শুনে আকাশনীলকে আটকানোর চেষ্টা করে তারা, কিন্তু ব্যর্থ হয়। তাহলে কি সত্যিই এবার নিজে হাতে সন্ধ্যার জীবন নষ্ট করে দেবে আকাশনীল? ব্যর্থ হয়ে যাবে তারার সব বলিদান? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥