• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আগেই সুখবর, বিয়ের পিঁড়িতে ‘পঞ্চমী’! পাত্র কে? সুস্মিতার ভাইরাল ছবি দেখে হইচই নেটপাড়ায়

Updated on:

Star Jalsha Bengali serial Panchami actress Susmita Dey new post sparks marriage rumours

স্টার জলসার (Star Jalsha) ‘পঞ্চমী’ (Panchami) ধারাবাহিকে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey)। ইচ্ছাধারী নাগিনরূপে জয় করে নিয়েছিলেন দর্শকমন। সেই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পরেও দর্শকদের অনেকেই সুস্মিতাকে ‘পঞ্চমী’ নামেই মনে রেখে দিয়েছেন। এবার সেই অভিনেত্রীই আচমকা বিয়ের ছবি শেয়ার করে সকলকে চমকে দিলেন।

চলতি বছর গাঁটছড়া বেঁধেছেন (Marriage) বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় তারকা। উদয়-অনামিকা, শ্রুতি-স্বর্ণেন্দু এই বছরই চুপিচুপি বিয়ে করেছেন। সেই পথে হেঁটে এবার প্রেমিকের হাত ধরে নতুন ইনিংস শুরু করলেন ‘পঞ্চমী’ নায়িকা সুস্মিতা! সম্প্রতি আচমকা কনে বেশে ছবি শেয়ার করে সকলকে চমকে দেন তিনি।

Susmita Dey, Susmita Dey Panchami, Susmita Dey marriage rumour

বিয়ের সাজে পঞ্চমী অভিনেত্রী সুস্মিতা দে

সুস্মিতার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পরনে রয়েছে লাল রঙের বেনারসি, গা ভর্তি গয়না, হাতে শাঁখা-পলা আর মাথায় কনের মুকুট। পুরোদস্তুর নববধূর সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী। শুধু তাই নয়, সুস্মিতার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁর ‘মনের মানুষ’ অনির্বাণকেও (Anirban Roy)। তাহলে কি সত্যিই চুপিচুপি গাঁটছড়া বেঁধে ফেললেন দু’জনে?

আরও পড়ুনঃ মা ছেলেকে জব্বর টাইট, কোর্টে পর্ণার দাবি শুনেই অক্কা পেল বাবুউউর মা! ফাঁস দুর্ধর্ষ পর্ব

না আসলে এমনটা হয়নি। কনের বেশে ছবি শেয়ার করলেও সুস্মিতা মোটেই রিয়েল লাইফে গাঁটছড়া বাঁধেননি। একটি ফটোশ্যুটের জন্যই নববধূর বেশে ধরা দিয়েছেন অভিনেত্রী। আর সেই পোস্ট দেখেই সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা এবং অনির্বাণের বিয়ের জল্পনা শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ মিশকাকে খুন করে জেলে যাবে সূর্য! আবারও আলাদা দীপা, টিভির আগে ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

Susmita Dey Panchami, Susmita Dey Anirban Roy, Susmita Dey marriage rumour

তবে এটা যতই ফটোশ্যুট হোক না কেন, সুস্মিতার অনুরাগীরা এবার তাঁকে বাস্তবে বিয়ের পিঁড়িতে দেখার আবদার জানিয়েছেন। ‘পঞ্চমী’র কালনাগিনী তথা অভিনেত্রী শিঞ্জিনী দাস যেমন কমেন্ট করেছেন, ‘কী সুন্দর এসেছে ছবিটা’। অনেকে আবার অভিনেত্রীর বিয়ের ছবি দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। একজন যেমন সরাসরি প্রশ্ন করেছেন, ‘সুস্মিতাদি বিয়ে হয়ে গেল নাকি তোমার?’

প্রসঙ্গত, সুস্মিতার শেষ ধারাবাহিক ‘পঞ্চমী’ দর্শকমহলে জনপ্রিয়তা পেলেও টিআরপি তালিকায় সেভাবে কামাল দেখাতে পারেনি। যে কারণে শুরু হওয়ার এক বছরের মাথাতেই বন্ধ হয়ে যায় সেই মেগা। এরপর অভিনেত্রীকে আর ছোটপর্দায় দেখা যায়নি। আপাতত সুস্মিতার নতুন সিরিয়াল আসার অপেক্ষায় বসে রয়েছেন ভক্তরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥