• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একটা বিজ্ঞাপনই বদলে দেয় ভাগ্য! ‘কথা’র নায়িকা সুস্মিতার অভিনয়ে আসার কাহিনীই যেন সিনেমা

Published on:

Star Jalsha Bengali Serial Katha actress Susmita Dey unknown story

বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সুস্মিতা দে (Susmita Dey)। কখনও ‘অপু’, কখনও ‘পঞ্চমী’ রূপে তাঁকে দেখেছেন দর্শকরা। এখন আবার হাজির হয়েছেন ‘মিস গোবর দেবী’ রূপে। স্টার জলসার (Star Jalsha) পর্দায় সদ্য শুরু হয়েছে সুস্মিতার নতুন মেগা ‘কথা’র (Katha) পথচলা।

জি বাংলার ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের হাত ধরে টেলিভিশন কেরিয়ার শুরু হয় সুস্মিতার। এরপর স্টার জলসার ‘বৌমা একঘর’, ‘পঞ্চমী’ ধারাবাহিকে অভিনয় করেন তিনি। কয়েক মাস আগেই সফর শেষ হয় ‘পঞ্চমী’র। এখন ‘কথা’ রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন অভিনেত্রী। আজকের প্রতিবেদনে সুস্মিতার অভিনয়ে আসার অজানা কাহিনীই তুলে ধরা হল।

Susmita Dey as Katha in Katha serial

আজ সিরিয়ালপ্রেমী মানুষদের কাছে অত্যন্ত পরিচিত মুখ সুস্মিতা। রাস্তায় বেরোলে একডাকে চেনে সবাই। তবে শোনা যায়, সুস্মিতা আচমকাই অভিনয়ে এসেছিলেন। ছোট থেকেই সুপারস্টার দেবের অন্ধভক্ত ছিলেন তিনি। একটি ইউটিউব ভিডিও থেকে জানা যায়, পরীক্ষার সময় নাকি দেবের ছবি দেখে যেতেন সুস্মিতা!

আরও পড়ুনঃ বিয়ের পর হাজতবাস হবে প্রিয়াঙ্কার, শতদ্রুর হাত ধরে সংসার ছাড়বে শিমুল! ফাঁস তোলপাড় করা টুইস্ট

পর্দার ‘মিস গোবর দেবী’র অভিনয়ে আসার গল্পটাও বেশ ইউনিক। রাস্তায় একটি গয়নার বিজ্ঞাপন নজর কেড়েছিল সুস্মিতার। তা দেখেই অভিনয়ে আসার ইচ্ছে আরও বেশি করে আঁকড়ে ধরে তাঁকে। যেমন ভাবা তেমন কাজ! শোনা যায়, এরপর আসানসোলের এক রূপটান শিল্পীর হাতে সেজে মডেলিংয়ের দুনিয়ায় পা রাখেন তিনি।

Susmita Dey, Susmita Dey Panchami, Susmita Dey marriage rumour

সেই মডেলিংয়ের ছবি দেখেই প্রথম ধারাবাহিকে কাজের সুযোগ পান সুস্মিতা। ‘অপরাজিতা অপু’তে অভিনয় করে রাতারাতি বদলে যায় তাঁর ভাগ্য। এখন বাংলা টেলিভিশনের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন সুস্মিতা। আজ এত সফল হলেও সবটাই নাকি স্বপ্নের মতো লাগে অভিনেত্রীর কাছে।

আরও পড়ুনঃ মৃত্যুর মুখে মেঘ, ভালোবাসার নাটক করতেই ময়ূরীকে সপাটে চড় নীলের! প্রকাশ্যে হাইভোল্টেজ প্রোমো

সুস্মিতার কাজের নিরিখে বলা হলে, অভিনেত্রীর প্রথম সিরিয়াল ‘অপরাজিতা অপু’ ব্যাপক হিট হলেও, ‘বৌমা একঘর’ এবং ‘পঞ্চমী’ তেমন ছাপ ফেলতে পারেনি টিআরপি তালিকায়। তবে এবার নতুনরূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। সুস্মিতার নতুন মেগা টিআরপি তালিকায় কেমন পারফর্ম করে সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥