• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউড কাঁপিয়ে ছোটপর্দায়, ‘জল থই থই ভালোবাসা’র ‘তোতা’কে চেনেন? রইল অভিনেত্রীর আসল পরিচয়

Jol Thoi Thoi Valobasa Tota Real Identity : স্টার জলসার (Star Jalsha) পর্দায় শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi Thoi Valobasa)অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) অভিনীত এই সিরিয়ালের প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে। ধারাবাহিকের প্রথম ঝলক দেখেই দর্শকরা বুঝে গিয়েছেন, মা-মেয়ের সম্পর্কের সমীকরণ দেখানো হবে এখানে। মা ‘কোজাগরী’র (Kojagori Basu) চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা। কিন্তু মেয়ে ‘তোতা’র (Tota) চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি ছোটপর্দার নতুন মুখ।

অনেকেই অপরাজিতার অনস্ক্রিন মেয়েকে চেনেন না। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সুন্দরী অভিনেত্রীর আসল পরিচয়। ‘জল থই থই ভালোবাসা’র ‘তোতা’র আসল নাম হল অনুষা বিশ্বনাথন (Anusha Viswanathan)। তাঁর দাদু হলেন এন বিশ্বনাথন। জনপ্রিয় পরিচালক অশোক বিশ্বনাথন এবং বাচিক শিল্পী মধুমন্তী মৈত্রের কন্যা তিনি।

   

Jol Thoi Thoi Valobasa Tota, Anusha Viswanathan

ফিল্মি পরিবেশে বড় হওয়া অনুষা ছোটপর্দার নতুন মুখ হলেও ইতিমধ্যেই বহু বাংলা সিনেমায় অভিনয় করে ফেলেছেন। অনীক দত্তের সুপারহিট ছবি ‘অপরাজিত’য় দুর্গার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও ‘মিথ্যে প্রেমের গান’, ‘দুর্গা সহায়’, ‘বরুণ বাবুর বন্ধু’, ‘ব্যোমকেশ’ সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন অনুষা। তবে শুধু অভিনয় নয়, মডেলিংয়ের দুনিয়ারও পরিচিত মুখ হলেন অপরাজিতার অনস্ক্রিন মেয়ে।

আরও পড়ুনঃ হয়েও হল না মিলন, সূর্যর থেকে মুখ ফেরালো দীপা! ‘অনুরাগের ছোঁয়া’র পর্ব ফাঁস হতেই ক্ষুদ্ধ দর্শকেরা

Jol Thoi Thoi Valobasa Tota, Anusha Viswanathan

আরও পড়ুনঃ সৌরভ গাঙ্গুলির স্ত্রীর স্কুলে নাচ শিখতে চান? ডোনা গাঙ্গুলির ফিস শুনলে সত্যিই শ্রদ্ধা বেড়ে যাবে

অনুষার দাদু এন বিশ্বনাথন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়। সেখানে তাঁর পরিচিতি ছিল ‘ক্যালকাটা বিশ্বনাথন’ নামে। দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেতাদের মুখে চুরুট ধরিয়ে সংলাপ বলা, ইংরেজিতে কথা বলা শেখাতেন তিনি। অনেকেই হয়তো জানেন না, এন বিশ্বনাথন ‘মহানায়ক’ উত্তম কুমারের শিক্ষক ছিলেন। উত্তম কুমার যখন খ্যাতির শীর্ষে ছিলেন তখন তাঁকে ইংরেজি পড়িয়েছিলেন তিনি।

Jol Thoi Thoi Valobasa Tota, Anusha Viswanathan

প্রসঙ্গত, বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে জমিয়ে বাঁচার গল্প বলতে আসছে ‘জল থই থই ভালোবাসা’। ধারাবাহিকে দেখানো হবে, খুব কম বয়সে বিয়ে হয়ে যায় কোজাগরীর। বিয়ের পর থেকে স্বামী, সন্তান, সংসার সামলে আসছে সে।

তবে এবার ছেলে-মেয়ে বড় হয়ে যাওয়ার পর নিজের চাওয়া-পাওয়াগুলোকেও গুরুত্ব দিয়ে চায় কোজাগরী। মায়ের এই সফরে সর্বক্ষণের সঙ্গী হল তোতা। কিন্তু স্বামী-ছেলেকে কি পাশে পাবে কোজাগরী? জানতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দায়।